গঙ্গ বংশ

গঙ্গ বংশ প্রসঙ্গে বংশের নামকরণ, প্রতিষ্ঠাতা, রাজা হরিবর্মন, রাজা শ্রীপুরুষ, প্রধান শত্রু, সার্বভৌমত্বের বিলোপ সাধন , গঙ্গ বংশের পতন ও সাহিত্য সম্পর্কে জানবো।

গঙ্গ বংশ

ঐতিহাসিক বংশগঙ্গ বংশ
সময়কালআনুমানিক ৩৫০-১০০০ খ্রি:
প্রতিষ্ঠাতাপ্রথম মাধব
রাজধানীতালকড়ে
ধর্মজৈন ধর্ম
গঙ্গ বংশ

ভূমিকা :- গঙ্গ রাজারা নিজেদের ইক্ষ্বাকু বংশোদ্ভূত বলে দাবি করতেন। তাদের রাজ্য সাধারণত গঙ্গবড়ী নামে পরিচিত ছিল। কর্নাটকের একটি বৃহৎ অংশ এর অন্তর্ভুক্ত ছিল। এই রাজবংশটি পশ্চিমাঞ্চলীয় গঙ্গ বংশ নামে পরিচিত ছিল।

গঙ্গ বংশের নামকরণ

পূর্ব গঙ্গ রাজবংশ, যারা পরবর্তী শতাব্দিতে কলিঙ্গ (বর্তমানে উড়িষ্যা) শাসন করে তাদের থেকে পশ্চিম গঙ্গ রাজ্যকে পৃথকভাবে পরিচয় দেওয়ার জন্য তারা ‘পশ্চিম গঙ্গ’ হিসেবে পরিচিত হয়।

কর্নাটকে গঙ্গ বংশের প্রতিষ্ঠাতা

খ্রিষ্টীয় চতুর্থ শতাব্দীতে প্রথম মাধব এই রাজবংশ প্রতিষ্ঠা করেন।

গঙ্গবংশের রাজা হরিবর্মন

খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীর মধ্যভাগে হরিবর্মনের রাজধানী কাবেরী নদীর তীরে তালকড়ে অবস্থিত ছিল। পরে ব্যাঙ্গালোরের নিকটস্থ মান্যপুরে রাজধানী স্থানান্তরিত হয়।

কর্ণাটকের গঙ্গবংশের রাজা শ্রীপুরুষ

শ্রীপুরুষের দীর্ঘ রাজত্বকালে (৭২৫-৭৮ খ্রি) গঙ্গ বংশের ক্ষমতার চরম উন্নতি হয়। এই রাজ্য এত সমৃদ্ধ ছিল যে এটি ‘শ্রীরাজ্য’ নামে পরিচিত হয়।

গঙ্গ বংশের প্রধান শত্রু

অষ্টম শতাব্দীর দ্বিতীয়ার্ধ থেকে রাষ্ট্রকূট বংশ গঙ্গ বংশের প্রধান শত্রু রূপে পরিগণিত হয়।

কর্ণাটকের গঙ্গ বংশের সার্বভৌমত্ব বিলোপ সাধন

১০০৪ খ্রিস্টাব্দে চোল বংশ-এর রাজারা গঙ্গ বংশের সার্বভৌমত্ব বিলুপ্ত করেন। এরপর গঙ্গ বংশের কোনো কোনো রাজা চোল ও হোয়সলদের অধীন সামন্ত রূপে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য শাসন করতে থাকেন।

গঙ্গ বংশের পতন

চোলদের দ্বারা পরাজয়ের ফলে গঙ্গ রাজবংশের প্রভাবের অবসান ঘটে।

কর্ণাটকের গঙ্গ বংশের সাহিত্য

এই রাজবংশের রাজারা চারুকলাকে উৎসাহিত করেছিলেন বলে কন্নড় এবং সংস্কৃত সাহিত্যের বিকাশ ঘটেছিল। ৯৭৮ খ্রিষ্টাব্দের চাভুন্দরায় পুরাণ কন্নড় গদ্যের একটি গুরুত্বপূর্ণ রচনা।

ভারতের গঙ্গ বংশের ধর্ম

এই বংশের রাজারা সমস্ত ধর্মের প্রতি দয়ালু, সহনশীল ছিলেন। তবে জৈন ধর্মের প্রতি তাদের পৃষ্ঠপোষকতার জন্য সর্বাধিক বিখ্যাত। এর ফলে শ্রাবণবেলগোলা এবং কম্বডহল্লির মতো স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছিল।

উপসংহার :- আঞ্চলিকভাবে একটি ছোট রাজ্য হলেও আধুনিক দক্ষিণ কর্ণাটক অঞ্চলের রাজনীতি, সংস্কৃতি এবং সাহিত্যে পশ্চিম গঙ্গ বংশের অবদান গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।

(FAQ) গঙ্গ বংশ সম্পর্কে জিজ্ঞাস্য?

১. বর্তমান ভারতের কোথায় গঙ্গ বংশ রাজ্য শাসন করত?

কর্ণাটক।

২. গঙ্গবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

প্রথম মাধব

৩. গঙ্গবংশের সময়কাল কত?

আনুমানিক ৩৫০-১০০০ খ্রি:।

৪. গঙ্গ বংশের রাজধানী কোথায় ছিল?

তালকড়ে।

Leave a Comment