ফরাসি বিপ্লবকালে টেনিস কোর্টের শপথ গ্রহণের প্রেক্ষাপট হিসেবে জাতীয় মহাসভার অধিবেশন, ভোটাধিকার সমস্যা, বিভিন্ন শ্রেনীর দাবি, তৃতীয় শ্রেণীর ঘোষণা, মাথা পিছু ভোটাধিকার দাবি, সভাকক্ষে তালা, তৃতীয় শ্রেণীর একতা, নেতৃত্ব, শপথ গ্রহণ, ফ্রান্সের জন্য নতুন সংবিধান রচনা, স্বার্থ রক্ষা, রাজার বিরোধীতা, প্রতিনিধি নির্বাচন, টেনিস কোর্টের শপথ গ্রহণের ফলাফল হিসেবে রাজতন্ত্রের ওপর আঘাত, তিন সম্প্রদায়ের মিলন, অভিজাতদের অনমনীয় মনোভাব ও যুদ্ধ শুরু সম্পর্কে জানবো।
টেনিস কোর্টের শপথ
ঐতিহাসিক ঘটনা | টেনিস কোর্টের শপথ |
সময়কাল | ২০ জুন, ১৭৮৯ খ্রিস্টাব্দ |
নেতৃত্ব | মিরাবো, আবেসিয়েস |
উদ্দেশ্য | নতুন সংবিধান রচনা |
ফরাসি বিপ্লব | ১৭৮৯ খ্রিস্টাব্দ |
ভূমিকা:- ফরাসি বিপ্লবের সূচনা পর্বের অন্যতম প্রধান ঘটনা ছিল টেনিস কোর্টের শপথ। ১৭৮৯ খ্রিস্টাব্দের ২০ জুন ফ্রান্সের জাতীয় সভার প্রতিনিধিরা টেনিস কোর্টের মাঠে সমবেত হয়ে মে শপথ গ্রহণ করেছিলেন তা টেনিস কোর্টের শপথ নামে পরিচিত।
টেনিস কোর্টের শপথ গ্রহণের প্রেক্ষাপট
টেনিস কোর্টের শপথ গ্রহণের প্রেক্ষাপটে বিভিন্ন ঘটনা যুক্ত ছিল। যেমন –
(১) জাতীয় মহাসভার অধিবেশন
ষোড়শ লুইয়ের শাসনকালে ফ্রান্সে বিপুল পরিমাণ অর্থ সংকট দেখা দেয়। এই অর্থ সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য রাজা ষোড়শ লুই জাতীয় মহাসভা বা স্টেট জেনারেল অধিবেশন আহ্বান করেছিলেন।
(২) ভোটাধিকার সমস্যা
ফ্রান্সে সুদীর্ঘ ১৭৫ বছর পরে ভার্সাই শহরে জাতীয় মহাসভার অধিবেশন বসে। কিন্তু কিছু সময় ধরেই স্টেট জেনারেলের সদস্যদের ভোটাধিকার সংক্রান্ত বিষয়টি নিয়ে নানা সমস্যার সৃষ্টি হয়।
(৩) বিভিন্ন শ্রেনীর দাবি
অভিজাত এবং যাযক সম্প্রদায় চেয়েছিল শুধুমাত্র তাদের মাধ্যমে ভোটাধিকার হোক এবং তৃতীয় সম্প্রদায় চেয়েছিল যে মাথাপিছু ভোটাধিকার হোক।
(৪) তৃতীয় শ্রেণীর ঘোষণা
ফ্রান্সের তৃতীয় সম্প্রদায় মূল বিষয় নিয়ে কথা না বলে নতুন বিষয় নিয়ে কথা বলে এবং স্টেট জেনারেলকে জাতীয় পরিষদ ঘোষণা করে।
(৫) মাথাপিছু ভোটাধিকারের দাবি
তৃতীয় সম্প্রদায় দাবি করেছিল যে, যেকোনো ধরনের কর ধার্য করার অধিকার শুধুমাত্র তাদেরই রয়েছে। তাদের আর একটি দাবি ছিল মাথাপিছু ভোটাধিকার।
(৬) সভাকক্ষে তালা
তৃতীয় শ্রেণীর সদস্যদের এই সমস্ত দাবি এবং ফ্রান্সের অর্থসংকটের নিয়ন্ত্রণ করার জন্য সম্রাট ষোড়শ লুই ১৭৮৯ খ্রিস্টাব্দের ২০ জুন স্টেট জেনারেল বা জাতীয় মহাসভার অধিবেশনের দরজায় তালা লাগিয়ে দেন।
(৭) তৃতীয় শ্রেণীর একতা
তৃতীয় শ্রেণীর সদস্যরা স্টেট জেনারেলের দরজা বন্ধদেখে পার্শ্ববর্তী টেনিস খেলার মাঠে সমবেত হয়।
নেতৃত্ব
ফ্রান্সের তৃতীয় শ্রেণীর সদস্যরা মিরাবো, লাফায়েৎ এবং অ্যাবেসিয়াসের নেতৃত্বে টেনিস খেলার মাঠে সমবেত হয়েছিল।
শপথগ্রহণ
ফ্রান্সের তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা টেনিস কোর্টের মাঠে শপথ নিয়েছিলেন যে, ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান রচনা না করা পর্যন্ত তারা এই স্থান ত্যাগ করবেন না।
তৃতীয় শ্রেণীর দাবি
তৃতীয় শ্রেণীর সদস্যরা শপথ গ্ৰহনের মাধ্যমে নিম্নলিখিত দাবি গুলি করেছিল। যেমন –
(১) ফ্রান্সের জন্য নতুন সংবিধান তৈরি
টেনিস কোর্টের মাঠে শপথ গ্রহণ করার মাধ্যমে তৃতীয় শ্রেণীর সদস্যরা এই শপথ গ্রহণ করেছিল যে, ফ্রান্সের জন্য নতুন সংবিধান রচনা না হওয়া পর্যন্ত তারা জাতীয় সভা ত্যাগ করবে না।
(২) স্বার্থ রক্ষা
তৃতীয় শ্রেণির সদস্যরা এমন একটি নতুন সংবিধান তৈরি করতে চেয়েছিল যে সংবিধান হবে তাদের স্বার্থে এবং সেখানে তাদের স্বার্থ রক্ষিত হবে।
(৩) রাজার বিরোধীতা
তৃতীয় শ্রেণীর সদস্যরা চেয়েছিল যে জাতীয় সভা যেন বন্ধ না হয়। তাই তারা সিদ্ধান্ত নিয়েছিল যে, রাজা জাতীয় সভা বন্ধ ঘোষণা করলেও তৃতীয় শ্রেণির সদস্যরা তা স্বীকার করবে না বা মেনে নেবেনা।
(৪) প্রতিনিধি নির্বাচন
তৃতীয় শ্রেণির সদস্যরা বেইলী নামক ব্যক্তিকে সভাপতি নির্বাচন করে সংবিধান রচনার কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বুর্জোয়া শ্রেণি টেনিসকোর্টের শপথনামার দ্বারা বিপ্লবের সূচনা করেন বলে মনে করা হয়।
ফলাফল
তৃতীয় শ্রেণীর সদস্যদের টেনিস কোর্টের মাঠে বসে যে শপথ গ্রহণ করেছিল, সেই শপথের মূলত কোনো জোরালো ফলাফল ছিল না। যেমন –
(১) রাজতন্ত্রের ওপর আঘাত
রাজতন্ত্র ও সুবিধাভােগী শ্রেণির উপর প্রবল আঘাত হানলেও এই ঘটনা সমাজ ও রাষ্ট্রীয় জীবনে কোনও বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে নি।
(২) তিন সম্প্রদায়ের মিলন
স্টেট জেনারেলে তিন সম্প্রদায়ের মিলন ঘটলেও বাস্তবে সাধারণ সমাজে সেরকম ভাবেও তাদের মিলম ঘটেনি।
(৩) অভিজাতদের অনমনীয় মনোভাব
এই ঘটনার পরেও অভিজাত সম্প্রদায় তাদের সঙ্গে কোনওপ্রকার বােঝাপড়ায় আসার জন্য মোটেও তৈরি ছিল না।
(৪) যুদ্ধ শুরু
লোরেনের এক প্রতিনিধি বলেন, “যুদ্ধ শুরু হয়ে গেছে, প্রকৃতপক্ষে রাজা ও প্রজায় প্রকাশ্য সংঘর্ষ এখান থেকেই শুরু হল।”
উপসংহার:- রাজা ষোড়শ লুই এই ঘটনা মেনে নিতে পারেন নি। তিনি সৈন্য সমাবেশ করে শক্তি পরীক্ষার জন্য তৈরি হচ্ছিলেন। তৃতীয় সম্প্রদায়ের দাবিগুলির প্রতি তার অনমনীয় মনােভাব পরিস্থিতি জটিলতর করে তােলে।
(FAQ) টেনিস কোর্টের শপথ সম্পর্কে জিজ্ঞাস্য?
১৭৮৯ খ্রিস্টাব্দে।
ফ্রান্সের তৃতীয় শ্রেণীর সদস্যরা।
১৭৮৯ খ্রিস্টাব্দের ২০ জুন।
মিরাবো, লাফায়েত, আবেসিয়েস।