নেপোলিয়ন ও ওয়ালেঅসকার প্রেমপত্র

ফরাসি সম্রাট নেপোলিয়ন ও ওয়ালেঅসকার প্রেমপত্র প্রসঙ্গে নেপোলিয়নের প্রেম, নেপোলিয়নের প্রেমিকা, নেপোলিয়নের মূল প্রেমপত্র ও ওয়ালেঅসকার মূল প্রেমপত্র সম্পর্কে জানব।

সম্রাট নেপোলিয়ন ও ওয়ালেঅসকার প্রেমপত্র

ঐতিহাসিক প্রেমপত্রনেপোলিয়ন ও ওয়ালেঅসকার প্রেমপত্র
ফরাসি সম্রাটনেপোলিয়ন বোনাপার্ট
দেশফ্রান্স
প্রেমিকাওয়ালেঅসকা
প্রথম দর্শন১ জানুয়ারি, ১৮০৭ খ্রি
নেপোলিয়ন ও ওয়ালেঅসকার প্রেমপত্র

১৮০৭ খ্রিস্টাব্দের ১লা জানুয়ারী পোল্যান্ডবাসী কোনো সন্ত্রান্ত বৃদ্ধের রূপবতী ও তরুণী ভার্যা ওয়ালেঅসকার সঙ্গে সম্রাট নেপোলিয়নের প্রথম দর্শনেই প্রেম – সম্রাট হলেন প্রেমের পূজারী – সে পূজার প্রথম মন্ত্র –

“বিস্ময়ে অবাক হয়ে দেখলাম শুধু তোমাকে সুন্দর! অতি সুন্দরী! ‘আর কিছু চাই না – চাই তোমাকে। শীঘ্র উত্তর দাও – নেপোলিয়নের তৃষিত হৃদয় শান্ত কর!”

সে পত্রের কোনো উত্তর না পেয়ে অধৈর্য্য সম্রাট আবার লিখলেন –

সুপ্রিয়াসু – আমার উপর রাগ করলে? আমার কিন্তু মনে হচ্ছে ঠিক তার বিপরীত – রাগ তুমি মোটেই কর নি। কি জানি, তবে কি আমারই ভুল! আমাকে তুমি চাও না – কিন্তু তোমার চাওয়া যতই কমছে আমার চাওয়া ততই বেড়ে চলেছে। আমার শান্তি তুমি কেড়ে নিয়েছ – নিয়েছ আমার আনন্দ! ওগো দাও, এককণা অনন্দ আমায় দাও। তোমাকে ভাল বাসতে দাও – দাও সুখ, দাও তোমার সৌন্দর্যের জয়গান করবার একটু সুযোগ। এতই হতভাগ্য আমি! ছোট্ট একটু উত্তর পাবার আশাও কি দুরাশ্য? দুখানা চিঠির একখানারও কি উত্তর দেবে না সুন্দরী।”

কিন্তু উত্তরে আসে না – সম্রাট আবার লেখেন –

সুন্দরী! না পাওয়ার বেদনায় জর্জরিত আমার মন। প্রতিটি মূহুর্ত এক এক যুগ বলে মনে হয়। ভারাক্রান্ত হৃদয় আর যে বহিতে পারি না। ওগো দেবী, তোমার চরণে আজ আমি নিজেকে বিলিয়ে দিলাম। মরুভূমির তৃষ্ণা আজ আমার বুকে, এ তৃষ্ণা নিবারণ করতে তুমি ছাড়া আর কেউ পারবে না। কিসের বাধা? কেন, কেন এ ব্যবধান? তুমি কি এ ব্যবধান দূর করতে পার না? হ্যাঁ পার – একমাত্র তুমিই পার; এস রাণী, আমার কাছে এস! তোমার বাসনা পূর্ণ করতে সম্রাট নেপোলিয়ন কি না করতে পারে? রাজ্য – ঐশ্বর্য যশ মান সব নাও – দাও শুধু তোমার এক কণা করণা – তোমার প্রেমই আমার সাধনা।

ওয়ালেঅসকার প্রতি নেপোলিয়নের শেষ পত্র –

রাণী, আমার বুকের রাণী। তুমি জাগ্রতে চিন্তা নিদ্রায় স্বপ্ন – আমার সব আশা সকল সাধনা। আর কি আসবে না? আবার এসো প্রিয়তমে!

তুমি ত কথা দিয়েছ যে আবার আসবে। যদি না আস আমি যাব – দেখবে নিশ্চয় যাব। এই চিঠিই তোমার কাছে দূত পাঠালাম, একেই কেন্দ্র করে আমাদের প্রেম অটুট হোক। এ স্বপ্ন যেন না ভাঙে। ভালবাসার কাঙ্গাল আমি সুন্দরী। শুধু এইটুকু করো যেন তোমার প্রেম হতে বঞ্চিত না হই।

নেপোলিয়ন

(FAQ) নেপোলিয়ন ও ওয়ালেঅসকার প্রেমপত্র সম্পর্কে জিজ্ঞাস্য?

১. নেপোলিয়ন বোনাপার্ট কোন দেশের সম্রাট ছিলেন?

ফ্রান্সের সম্রাট।

২. নেপোলিয়নের প্রেমিকার নাম কী?

ওয়ালেঅসকা।

৩. নেপোলিয়নের প্রেমিকা ওয়ালেঅসকার বাড়ি কোন দেশে?

পোল্যান্ড।

৪. নেপোলিয়ন ও ওয়ালেঅসকার প্রথম সাক্ষাৎ হয় কখন?

১৮০৭ খ্রিস্টাব্দের ১লা জানুয়ারী।

Leave a Comment