আলেকজান্ডার পোপের প্রেমপত্র

18 শতকের বিখ্যাত ইংরেজ কবি আলেকজান্ডার পোপের প্রেমপত্র প্রসঙ্গে আলেকজান্ডার পোপের পরিচয়, আলেকজান্ডার পোপের খ্যাতি, আলেকজান্ডার পোপের প্রেম, আলেকজান্ডার পোপের প্রেমিকা ও আলেকজান্ডার পোপের মূল প্রেমপত্র সম্পর্কে জানব।

ইংরেজ কবি আলেকজান্ডার পোপের প্রেমপত্র

ঐতিহাসিক প্রেমপত্রআলেকজান্ডার পোপের প্রেমপত্র
পরিচিতিবিখ্যাত ইংরেজ কবি
দেশইংল্যান্ড
প্রেমিকাটেরেসা ও মার্থা ব্লাউন্ট
প্রেমপত্র রচনা৭ ই আগস্ট, ১৭১৬ খ্রি
আলেকজান্ডার পোপের প্রেমপত্র

পোপের কাব্য ইংরাজী সাহিত্যের ইতিহাসে ‘ক্লাসিক্যাল’ কাব্যরীতির নিখুঁত নিদর্শন। তাঁর প্রখর বুদ্ধিমত্তা ও নিটোল প্রকাশভঙ্গির জন্য তিনি ইংল্যাণ্ডের অতুলনীয় গদ্য লেখকরূপে স্বীকৃত। জনৈক ধর্মযাজকের কন্যাদ্বয় – টেরেসা ও মার্থা ব্লাউন্টের সঙ্গে পোপের সখ্য ছিল, তাঁরা কালক্রমে পোপের অন্তরঙ্গ বন্ধু বলে পরিচত হন। সম্ভবত প্রথমদিকে পোপ টেরেসার প্রতি আকৃষ্ট ছিলেন, পরে মার্থা ওঁর আকর্ষণের বস্তুতে পরিণত হয়। ওঁদের উভয়ের সঙ্গে তাঁর পত্রালাপ ছিল।

টেরেসাকে তিনি লিখেছেন –

৭ ই আগস্ট, ১৭১৬

মহাশয়া,

আপনার প্রতি আমার এতটা শ্রদ্ধা, এবং ঐ বস্তুটাও এত পরিমাণে আছে যে, আমি যদি সুন্দর সুপুরুষ হতাম তাহলে আপনার অনেক কিছু ভাল হয়ত আমি করতে পারতাম; কিন্তু জানেনই তো, আমার গুণের মধ্যে আমি একটি সুন্দর বক্তৃতা রচনা করতে পারি। সত্য বলতে কি আমি এত বেশি করে এবং এমন খোলাখুলি ভাবে আপনার নিকট আমার হৃদয়ের প্রেম নিবেদন করেছি যে, এই ভেবে আমি আশ্চর্য হচ্ছি আপনি এখনও চিঠিপত্র লেখালেখি বন্ধ করে দেন নি, অথবা আমার মুখের উপর বলেন নি, আমায় আর কখনও মুখ দেখিও না। কাজেই আমার অহংকার আমাকে এই সিদ্ধান্তে পৌঁছে দিয়েছে যে, মার্জিতরুচি নারীর নীরবতার অর্থ সম্মতি; আর তাই আমি পত্র লিখে চলেছি –

কিন্তু, আমার পত্রটিকে যতটা সরল করা সম্ভব আমি তাই করছি, অর্থাৎ আমি আপনাকে সংবাদ জানাচ্ছি। আপনি আমার কাছ থেকে এত বেশী করে সংবাদ জানতে চেয়েছেন যে আমার মনে হয়েছে, আপনি আমার মুখ থেকে কিছুই শুনতে চান না। আর, যখন দুজন প্রেমিক এতটা উদ্ধত হয়ে পরস্পরের নিকট বিশ্বের যাবতীর সংবাদ জানতে চায়, তখন তারা যে প্রেমিক এবং পরস্পরের সাযুজ্যে অবস্থিত তা বিশ্বাস করাই কঠিন হয়ে পড়ে। আমার সার কথা, হয়ত আপনি না হয় আমি অপরের সহিত প্রেমের সম্পর্কে আবদ্ধ নই। এই দুজনের মধ্যে কে এমন নির্বোধ ও অনুভূতিহীন যে অপরের মাধুর্য ও গুণরাশি উপলব্ধি করতে অক্ষম সে বিচারের ভার আপনার উপরই ছেড়ে দিলাম।

পোপ

(FAQ) আলেকজান্ডার পোপের প্রেমপত্র সম্পর্কে জিজ্ঞাস্য?

১. আলেকজান্ডার পোপ কে ছিলেন?

অষ্টাদশ শতকের একজন বিখ্যাত ইংরেজ কবি।

২. আলেকজান্ডার পোপের প্রেমিকার নাম কী?

টেরেসা ও মার্থা ব্লাউন্ট।

৩. আলেকজান্ডার পোপ কবে তার প্রেমপত্র রচনা করেন?

৭ ই আগস্ট, ১৭১৬ খ্রিস্টাব্দে।

Leave a Comment