প্রাচীন রোমে তৃতীয় শতকের সংকট প্রসঙ্গে তৃতীয় শতকের সংকটের সময়কাল, তৃতীয় শতকের সংকটের কারণ, তৃতীয় শতকের সংকটের সময় রাজ্যের অবস্থা, তৃতীয় শতকের সংকটের সময় রোমের সম্রাটগণ, তৃতীয় শতকের সংকটের গুরুত্ব সম্পর্কে জানব।
রোমে তৃতীয় শতকের সংকট
ঐতিহাসিক ঘটনা বা গল্প | তৃতীয় শতকের সংকট |
অপর নাম | সামরিক সংকট বা সাম্রাজ্যিক সংকট |
সময়কাল | ২৩৫-২৮৪ খ্রি. |
সাম্রাজ্য | রোমান সাম্রাজ্য |
সম্রাট হন ম্যাক্সিমিনাস | ২৩৫- ২৩৮ খ্রি. |
পারস্যরাজ | শাপুর |
গুরত্ব | সাম্রাজ্যের পতন |
ভূমিকা :- আলেকজান্ডার সেভেরাসের হত্যাকান্ডের পর থেকে রোমান সাম্রাজ্যের অভ্যন্তরে এক গভীর সংকটের জন্ম হয়। এটি ‘তৃতীয় শতকের সংকট’ নামে পরিচিত, যাকে আবার সামরিক সংকট বা সাম্রাজ্যিক সংকটও বলা যায়। এই সময় থেকে রোমান সাম্রাজ্য যুদ্ধবিগ্রহ, গৃহবিবাদ, প্লেগ-মহামারি, অর্থনৈতিক মন্দা প্রভৃতির কারণে পতনের পথে অগ্রসর হতে থাকে। প্রায় অর্ধশতক জুড়ে রোম-এ এই অচলাবস্থা চলেছিল।
তৃতীয় শতকের সংকটকালে সম্রাট ম্যাক্সিমিনাস
রোমের সম্রাট সেভেরাসকে হত্যা করে রোমের সম্রাট হন ম্যাক্সিমিনাস (২৩৫- ২৩৮ খ্রি.)। প্রিটোরিয়ান গার্ডের প্রাক্তন কমান্ডার-এর অভিজ্ঞতা নিয়ে তিনি সম্রাট হয়ে প্রথমেই সেনাবাহিনী সংগঠিত করেন এবং দানিয়ুব অঞ্চলে বিশৃঙ্খলা দুর করেন। কিন্তু সেনেট তাঁকে মেনে নেয়নি। ফলে সম্রাট-সেনেট বিরোধ তীব্র আকার নেয়।
তৃতীয় শতকের সংকটকালে ক্ষুব্ধ রোমান সেনেট
এরপর সেনেট প্রথম গর্ডিয়ান-কে সম্রাট হিসেবে স্বীকৃতি দেয়। গার্ডিয়ান সাদরে সেনেটের প্রস্তাব গ্রহণ করেন। আফ্রিকা থেকে রোমে ফিরে এসেই তিনি পুত্র দ্বিতীয় গর্ডিয়ানকে সহশাসক ঘোষণা করেন। এতে সেনেট ক্ষুব্ধ হয়। এইসময় নুমিডিয়ার গভর্নর ম্যাক্সিমিনাসের পক্ষ নিলে প্রথম গর্ডিয়ানের সঙ্গে ম্যাক্সিমিনাসের যুদ্ধ বাধে। ২৩৮ খ্রিস্টাব্দ নাগাদ এই যুদ্ধে প্রথম ও দ্বিতীয় গর্ডিয়ান নিহত হন। ফলে সেনেট পুপিনাস (Pupienus) ও ব্যালবিনাস (Balbinus)-কে যুগ্ম সম্রাট ঘোষণা করে। ম্যাক্সিমিনাস এর তীব্র বিরোধিতা করেন এবং উভয়ের মধ্যে যুদ্ধ বাধলে ম্যাক্সিমিনাসের সেনারা নিজেদের বাঁচানোর জন্য ২৩৮ খ্রিস্টাব্দের জুন মাসে ম্যাক্সিমিনাসকেই হত্যা করে। অন্যদিকে প্রিটোরিয়ান গার্ড পুপিনাস ও ব্যালবিনাসকে হত্যা করে। সেনেট তখন প্রিটোরিয়ান গার্ডের মনোনীত তৃতীয় গর্ডিয়ানকে (জুলাই, ২৩৮ খ্রি.) রোমের সম্রাট হিসেবে স্বীকৃতি দেয়।
রোমে তৃতীয় শতকের সংকটকালে সম্রাট তৃতীয় গর্ডিয়ান
এরপর তৃতীয় গর্ডিয়ান পারস্য সম্রাট শাপুরের বিরুদ্ধে অভিযানকালে নিজেদের বাহিনীর এক আরবীয় সেনাপতি মার্কাস জুলিয়াস ফিলিপ্পাসের হাতে নিহত হন। ২৪৪ খ্রিস্টাব্দে রোমের সম্রাট হন ফিলিপ্পাস। ফিলিপ্পাস পারস্যরাজ শাপুর-এর সঙ্গে সন্ধির মাধ্যমে রোমান সাম্রাজ্যের পূর্ব সীমানা সুরক্ষিত করেন। সেনেটের সঙ্গে সমঝোতার মাধ্যমে তিনি ২৪৪ খ্রিস্টাব্দ থেকে ২৪৯ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেন।
তৃতীয় শতকের সংকটকালে সম্রাট ট্রাজানাস ডেসিয়াস
এরপর ২৪৯ খ্রিস্টাব্দে ট্রাজানাস ডেসিয়াস ফিলিপ্পাসকে ভেরোনার যুদ্ধে পরাজিত ও নিহত করে রোমের সম্রাট হন। ডেসিয়াস-এর আমলেই গথরা সমগ্র বলকান উপদ্বীপ অঞ্চল দখল করে নেয়। গথ আক্রমণ প্রতিরোধ করতে গিয়ে তিনি দুবার গথ রাজা নিভা-র কাছে পরাজিত হন এবং দ্বিতীয় বারের যুদ্ধে ২৫১ খ্রিস্টাব্দে তিনি নিহত হন।
রোমে তৃতীয় শতকের সংকটকালে সম্রাট ট্রিবোনিয়াস
পরবর্তী সম্রাট ছিলেন ট্রিবোনিয়াস। তিনি ২৫১ খ্রিস্টাব্দ থেকে ২৫৩ খ্রিস্টাব্দ পর্যন্ত মাত্র দু-বছর শাসন করেন। তারপর সম্রাট হন লিজিয়ান কমান্ডার অ্যামিলিয়ানাস (২৫৩ খ্রি.)। ওই একই বছর নিজের সৈন্যদের হাতে তিনি নিহত হন। এরপর পাবলিয়াস লিসিনিয়াস ভ্যালেরিয়ানাস (২৫৩-২৬০ খ্রি.) হন রোমের সম্রাট। এইভাবে দেখা যায় সেভেরান বংশের শাসনের শেষদিক থেকে সম্রাট পদকে কেন্দ্র করে রোমে ব্যাপক গৃহযুদ্ধ চলতে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই কোনো-না-কোনো লিজিয়ান কমান্ডার সম্রাটকে নিহত করে সম্রাট হয়েছিলেন। এই সংকট আরও তীব্র আকার নেয় ভ্যালেরিয়ানাসের আমলে।
তৃতীয় শতকের সংকটকালে অ্যালামান্নি জাতি ও ফ্রাঙ্কদের রোম অভিযান
এসময় দানিয়ুব সীমানা পেরিয়ে অ্যালামান্নি জাতি এবং রাইন সীমান্ত দিয়ে ফ্রাঙ্করা দলে দলে রোমান সাম্রাজ্যে প্রবেশ করতে থাকে। পারস্যরাজ শাপুর এই সুযোগে ২৫৬ খ্রিস্টাব্দে পুনরায় অ্যান্টিওক দখল করে নেন। ভ্যালেরিয়ানাস ২৫৮ খ্রিস্টাব্দে অ্যান্টিওক পুনরুদ্ধার করলেও পরবর্তী যুদ্ধে শাপুরের হাতে বন্দি হন এবং সারাজীবন কারাগারে কাটান। ২৬০ খ্রিস্টাব্দে তাঁর মৃত্যু হয়।
তৃতীয় শতকের সংকটকালে বৈদেশিক আক্রমণে বিপন্ন রোমান সাম্রাজ্য
এরপর সম্রাট গ্যালিয়েনাস-এর (২৬০ ২৬৮ খ্রি.) আমলে বৈদেশিক আক্রমণে রোমান সাম্রাজ্য আরও বিপন্ন হয়ে পড়ে। এসময় ফ্রাঙ্করা গলের মধ্যভাগ এবং উত্তর-পূর্ব স্পেন দখল করে। অন্যদিকে স্যাক্সনরাও ইংলিশ চ্যানেল পেরিয়ে ব্রিটেনে (ইংল্যান্ড) প্রবেশের চেষ্টা করে। গথরা বলকান অঞ্চল দিয়ে আক্রমণ শুরু করে। এর সঙ্গে যুক্ত হয় তীব্র গৃহযুদ্ধ। ফলে কেবল রোমের পূর্বাঞ্চলে নয়, পশ্চিমাঞ্চলেও সংকট তীব্র আকার নেয়।
রোমান সাম্রাজ্য পূর্ব ও পশ্চিম রূপে দ্বিধাবিভক্ত হওয়ার পরিস্থিতি
এই পরিস্থিতিতে গলের রোমান লিজিয়নের কমান্ডার ল্যাটিনিয়াস পস্টমাস নিজেকে স্বাধীন সম্রাট রূপে ঘোষণা করেন। ফলে গ্যালিয়েনাসের সঙ্গে তাঁর দ্বন্দ্ব শুরু হয়। এই সুযোগে অ্যালামান্নিরা রাইন নদী পেরিয়ে রোমান সাম্রাজ্যে প্রবেশ করে। গ্যালিয়েনাস অ্যালামান্নিদের বিতাড়নে এবং পস্টমাস ফ্রাঙ্কদের বিতাড়নে ব্যস্ত থাকায় উভয়ের মধ্যে গৃহযুদ্ধ কিছুকালের জন্য স্তিমিত হয়ে গিয়েছিল। তবে এঁরা উভয়েই নিজেদের সার্বভৌম সম্রাট রূপে দাবি করায় রোমান সাম্রাজ্য পূর্ব ও পশ্চিম রূপে দ্বিধাবিভক্ত হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। গ্যালিয়েনাস গথদের বিরুদ্ধে অভিযান থেকে ফেরার সময় ২৬৮ খ্রিস্টাব্দে সামরিক আধিকারিকদের হাতে নিহত হন।
তৃতীয় শতকের সংকটকালে গথদের দমন
পরবর্তী রোমান সম্রাট ছিলেন ক্লডিয়াস গথিকাস (২৬৮ ২৭০ খ্রি.)। তিনি অ্যালামান্নি উপজাতিদের সফলভাবে দমন করার নানা পরিকল্পনা নেন। তিনি গথদের দমন করে ‘গথিকাস’ উপাধি নেন। প্লেগরোগে আক্রান্ত হয়ে ২৭০ খ্রিস্টাব্দে তিনি মারা যান।
রোমান সাম্রাজ্যের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে সংকট
ক্লডিয়াসের পর রোমের সম্রাট হন তাঁর প্রিয় কমান্ডার লুসিয়াস ডোমিসিয়াস অরিলিয়ানাস (২৭০-২৭৫ খ্রি.)। তিনি গথদের কাছ থেকে রোমান সাম্রাজ্যের সীমান্ত অঞ্চল উদ্ধার করেন। তিনি অ্যালামান্নিদের দমন করেন এবং পালমায়রা নগর উদ্ধার করেন তাঁর আমলে রোমান সাম্রাজ্যের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে সংকট আরও ঘনীভূত হয়। পস্টমাস গল, ব্রিটেন ও স্পেন নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে রাজত্ব শুরু করেন, তাঁর রাজধানী ছিল টায়ার বা টিয়ের (Tyre)। ফলে রোমান সাম্রাজ্য দু- ভাগে বিভক্ত হওয়ার পরিস্থিতি তৈরি হয়। তবে পল্টুমাসও নিজের সেনাবাহিনীর ষড়যন্ত্রে নিহত হন (২৬৮ খ্রি.)।
পূর্ব ও পশ্চিম রোমান সাম্রাজ্যের ঐক্য
অবশেষে অরিলিয়ানাস পূর্ব ও পশ্চিম রোমান সাম্রাজ্যের ঐক্য পুনরায় স্থাপন করে ‘Restitutor Orbis’ (বিশ্ব উদ্ধারকারী) উপাধি ধারণ করেন। শেষপর্যন্ত ২৭৫ খ্রিস্টাব্দে কয়েকজন সেনা আধিকারিকদের চক্রান্তে তিনি নিহত হন।
তৃতীয় শতকের সংকটকালে অ্যালামাগ্নি ও ফ্রাঙ্কদের ৭০টি নগর দখল
এই গৃহযুদ্ধের পরিবেশে অরিলিয়ানাস-এর অন্যতম আত্মীয় মার্কাস অ্যানিয়া ফ্লোরিয়ানাস নিজেকে সম্রাট ঘোষণা করেন। কিন্তু পূর্বাঞ্চলের সেনাপ্রধানরা অরিলিয়ানাসের আমলের এক লেফটেন্যান্ট মার্কাস অরেলিয়াস প্রোবাস-কে (২৭৬-২৮২ খ্রি.) সম্রাট রূপে ঘোষণা করেন। তাঁর রাজত্বকালেই অ্যালামান্নি ও ফ্রাঙ্করা গলে প্রবেশ করে প্রায় ৭০টি নগর দখল করে। প্রোবাস এশিয়া মাইনর ও দানিয়ুব অঞ্চল থেকে বিদেশিদের বিতাড়িত করেন। কিন্তু ২৮২ খ্রিস্টাব্দে সেনাবাহিনীর হাতে তিনি নিহত হন।
রোমে গৃহযুদ্ধ ও অভ্যন্তরীণ সংকটের অবসান
এরপর সেনাবাহিনী ইলিরিয়ার অন্যতম সামরিক অফিসার মার্কাস অরেলিয়াস ক্যারাসকে সম্রাট ঘোষণা করেন। ক্যারাস নিজপুত্র নুমেরিয়ানকে সহশাসক নিযুক্ত করেন। কিন্তু আকস্মিকভাবে ক্যারাস ২৮২ খ্রিস্টাব্দে এবং নুমেরিয়ান ২৮৪ খ্রিস্টাব্দে মারা যান। পরবর্তী রোমান সম্রাট ছিলেন ডায়োক্রেসিয়ান (২৮৪-৩০৫ খ্রি.)। তাঁর শাসনকালে রোমের দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ ও অভ্যন্তরীণ সংকটের অবসান ঘটে। সূচনা হয় এক নবযুগের।
উপসংহার :- তৃতীয় শতকের সংকট প্রায় অর্ধ শতাব্দীকাল স্থায়ী ছিল। এই সময়কালে রোমানদের রাষ্ট্র ও জীবন রক্ষার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়েছিল। এসময় বর্বর জাতিগুলির আক্রমণে রোমান সেনাবাহিনীর সংকট জনসমক্ষে চলে আসে। অর্থনীতি এবং সমাজের উপর অবিচ্ছিন্ন সংঘর্ষের প্রভাব এক ধ্বংসাত্মক রূপ নিয়েছিল। এর প্রভাবে রোমের অন্তর্বাণিজ্য ও বহির্বাণিজ্য বিপর্যস্ত হয়। অর্থনীতি ভেঙে পড়ে। সর্বোপরি নানা কারণে বিপর্যস্ত রোমান সম্রাটদের দুর্বলতা সাম্রাজ্যকে পতনের পথে নিয়ে যায়।
(FAQ) তৃতীয় শতকের সংকট সম্পর্কে জিজ্ঞাস্য?
আলেকজান্ডার সেভেরাসের হত্যাকান্ডের পর থেকে রোমান সাম্রাজ্যের অভ্যন্তরে এক গভীর সংকটের জন্ম হয়। এটি ‘তৃতীয় শতকের সংকট’ নামে পরিচিত, যাকে আবার সামরিক সংকট বা সাম্রাজ্যিক সংকটও বলা যায়।
প্রাচীন কালে রোমান সাম্রাজ্যে।
২৩৫-২৮৪ খ্রিস্টাব্দে।
সম্রাট ডায়োক্রেসিয়ান।