বোম্বাই ও মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন

বোম্বাই ও মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন -এর প্রতিষ্ঠা, প্রধান উদ্যোক্তা, সভাপতি, দাবি, আন্দোলনের চেহারা, মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা, নেতা, চাষীদের অবস্থা তুলে ধরা, গণ দরখাস্ত পেশ ও দরিদ্র চাষীদের কথা চিন্তা করার বিষয়ে বোম্বাই ও মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশনের অবদান সম্পর্কে জানবো।

বোম্বাই ও মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন প্রসঙ্গে বোম্বাইয়ে বোম্বাই ন্যাটিভ অ্যাসোসিয়েশন, মাদ্রাজে মাদ্রাজ ন্যাটিভ অ্যাসোসিয়েশন, বোম্বাই নেটিভ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা, বোম্বাই নেটিভ অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি, বোম্বাই নেটিভ অ্যাসোসিয়েশনের সদস্য, মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা, মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশনের সদস্য, মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশনের সভাপতি ও দুই প্রতিষ্ঠানের আঞ্চলিক চরিত্র সম্পর্কে জানব।

বোম্বাই ও মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন

বিষয়বোম্বাই ও মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন
প্রতিষ্ঠাকাল১৮৫২ খ্রিস্টাব্দ
বোম্বাই নেটিভ অ্যাসোসিয়েশনের নেতাজগন্নাথ শঙ্কর শেঠ
মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশনের নেতাগজালু লক্ষ্মীনারায়ণ চেট্টি
চরিত্রআঞ্চলিক
বোম্বাই ও মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন

ভূমিকা :- ভারত-এর বোম্বাই ও মাদ্রাজে দুটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগঠন ছিল। এই রাজনৈতিক সংগঠন গুলি হল বোম্বাই নেটিভ অ্যাসোসিয়েশন এবং মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন

বোম্বাই নেটিভ অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা

ব্রিটিশ ইণ্ডিয়ান অ্যাসোসিয়েশন -এর আদর্শে ১৮৫২ খ্রিস্টাব্দে বোম্বাই-এ গড়ে ওঠে ‘বোম্বাই নেটিভ অ্যাসোসিয়েশন’।

বোম্বাই নেটিভ অ্যাসোসিয়েশনের প্রধান উদ্যোক্তা

বোম্বাই নেটিভ অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছিলেন জামশেদজি জিজিভয়, জগন্নাথ শঙ্কর শেঠ ও ডাঃ ভাউদাজি।

বোম্বাই নেটিভ অ্যাসোসিয়েশনের সভাপতি

বিখ্যাত ব্যবসায়ী জগন্নাথ শঙ্কর শেঠ ছিলেন বোম্বাই নেটিভ অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি।

আন্দোলনের চেহারা

বাংলার মতো এখানে কোনও জমিদার সম্প্রদায় গড়ে না ওঠায় এখানকার আন্দোলনের চেহারা ছিল ভিন্ন ধরনের।

বোম্বাই নেটিভ অ্যাসোসিয়েশনের দাবি

এই সভার সদস্যরা ভারতীয়দের জন্য অধিক চাকরি, সিভিল সার্ভিসে অধিক সংখ্যক ভারতীয়দের নিয়োগ প্রভৃতি দাবি করতেন।

মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন

কলকাতার ব্রিটিশ ইণ্ডিয়ান অ্যাসোসিয়েশন-এর অনুকরণে ১৮৫২ খ্রিস্টাব্দে মাদ্রাজে প্রতিষ্ঠিত হয় মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন।

মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশনের নেতা

এই প্রতিষ্ঠানের নেতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন গজালু লক্ষ্মীনারায়ণ চেট্টি। প্রতিষ্ঠাতাদের প্রায় সকলেই ছিলেন অভিজাত বংশীয়।

চাষীদের অবস্থা তুলে ধরা

১৮৫২ খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টের একটি প্রতিনিধি-দল মাদ্রাজে এলে গজালু লক্ষ্মীনারায়ণ তাঁদের নিয়ে মাদ্রাজের চাষিদের মধ্যে ঘোরেন এবং সাম্রাজ্যবাদী শাসনে চাষিদের মর্মান্তিক অবস্থা তাঁদের সামনে তুলে ধরেন।

গণ দরখাস্ত পেশ

সামন্ত শাসনে চাষিদের মর্মন্তুদ অবস্থার প্রতিকার কল্পে তিনি একটি আন্দোলন গড়ে তোলেন এবং ব্রিটিশ পার্লামেন্টে একটি গণ-দরখাস্ত পেশ করেন।

দরিদ্র চাষীদের কথা চিন্তা

তাঁর এই সব কাজে চাষিদের অবস্থার কোনও উন্নতি হয় নি ঠিকই, কিন্তু এর দ্বারা এটিই প্রমাণিত হয় যে, বাংলা ও বোম্বাইয়ের মতো মাদ্রাজের সম্ভ্রান্ত ও শিক্ষিতেরা দরিদ্র চাষিদের কথা চিন্তা করেছিলেন।

উপসংহার :- এই প্রতিষ্ঠানগুলির চরিত্রই ছিল আঞ্চলিক এবং এগুলিতে আধিপত্য করতেন ধনী ব্যবসায়ী এবং জমিদাররা। তাঁরা ব্রিটিশের ছত্রছায়াতেই বাস করতে এবং সমৃদ্ধশালী হতে চেয়েছিলেন। দেশের সাধারণ মানুষের সঙ্গে তাঁদের কোনও সম্পর্কই ছিল না।

(FAQ) বোম্বাই নেটিভ অ্যাসোসিয়েশন সম্পর্কে জিজ্ঞাস্য?

১. বোম্বাই নেটিভ অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয়?

১৮৫২ খ্রিস্টাব্দে।

২. মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশনকবে প্রতিষ্ঠিত হয়?

১৮৫২ খ্রিস্টাব্দে।

৩. বোম্বাই নেটিভ অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি কে ছিলেন?

জগন্নাথ শঙ্কর শেঠ।

৪. মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশনের প্রধান নেতা কে ছিলেন?

গজালু লক্ষ্মীনারায়ণ চেট্টি।

Leave a Comment