আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণের ফলাফল

আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণের ফলাফল প্রসঙ্গে দুর্ভিক্ষ হয় নি, দিল্লির লোকের উপকার, পি শরণের অভিমত, কৃষকদের দুরবস্থা, ভঙ্গুর ব্যবস্থা ও দমনমূলক নীতির ভয় সম্পর্কে জানবো।

আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণের ফলাফল

বিষয়বাজার দর নিয়ন্ত্রণের ফলাফল
প্রবর্তকআলাউদ্দিন খলজি
উদ্দেশ্যবিরাট সেনাদল পোষণ
ক্ষতিগ্ৰস্তকৃষক শ্রেণি
যুক্তিহীন নীতিপি শরণ
আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণের ফলাফল

ভূমিকা :- সুফী লেখকরা আলাউদ্দিনের খলজির বাজার দর নিয়ন্ত্রণ নীতির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। হামিদ, কালাদার, ফিরোজ শাহের রাজত্বকালে আলাউদ্দিনের মূল্য নিয়ন্ত্রণের ফলে জনজীবনে সুখ স্বাচ্ছন্দের কথা উল্লেখ করেছেন।

দুর্ভিক্ষ হয় নি

আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ নীতির ফলে আলাউদ্দিনের শাসনকালে তেমন কোনো বড় দুর্ভিক্ষ হয় নি অথবা খরা ও দুর্ভিক্ষের সময় দিল্লীতে খাদ্যের অভাব হয়নি।

দিল্লীর লোকের উপকার

একথা ঠিক যে আলাউদ্দিনের নীতির ফলে অন্তত বিশেষ কয়েকটি শ্রেণীর উপকার হয়। সেনাদলের লোক, নিয়মিত বেতনভোগী কর্মচারীরা এই ব্যবস্থায় উপকৃত হয় তাতে সন্দেহ নেই। এই মূল্য নিয়ন্ত্রণের ফলে দিল্লীর লোকেরা বিশেষভাবে উপকৃত হয়।

পি শরণের অভিমত

অধ্যাপক পি শরন আলাউদ্দিনের মূল্য নিয়ন্ত্রণ নীতির ফলাফল সাধারণভাবে খুব খারাপ ছিল বলে মনে করেন। দিল্লীর অভিজাত, কর্মচারী, সেনাদল সস্তায় জিনিষপত্র পেয়ে সুখে থাকলেও কারিগর, শিল্পী ও শিল্পদ্রব্যের উৎপাদকরা ধ্বংস হতে থাকে বলে তিনি মনে করেন। কারণ, শিল্পদ্রব্যের দাম কমাবার ফলে কারিগর শ্রেণীর মজুরীর হার কমে যায়।

কৃষকদের দুরবস্থা

সর্বাপেক্ষা ক্ষতিগ্রস্থ হয় কৃষক শ্রেণী। খালিসা জমির চাষীরা সরকারকে ফসলের ভাগ দিয়ে রাজস্ব পরিশোধ করার পর উদ্বৃত্ত ফসল নির্ধারিত দামে বিক্রি করতে বাধ্য হলে তাদের অবস্থা খুব খারাপ হতে পারে। এজন্য পি শরন আলাউদ্দিনের মূল্য নিয়ন্ত্রণ নীতিকে যুক্তিহীন, জবরদস্তিমূলক ব্যবস্থা বলে অভিহিত করেছেন।

ভঙ্গুর ব্যবস্থা

ডঃ কে এস লাল বলেন যে, আলাউদ্দিনের মৃত্যুর পর তার মূল্য নিয়ন্ত্রনীতি ভেঙে পড়ে। তার কারণ হল যে, আলাউদ্দিন অর্থনৈতিক নীতি চাহিদা ও সরবরাহের সামঞ্জস্য রেখে মূল্য নিয়ন্ত্রণ করেন নি।

দমনমূলক নীতির ভয়

দোয়াব ও দিল্লীর সন্নিহিত অঞ্চলের কৃষক ও কারিগরদের দুঃখ-কষ্টের সীমা ছিল না। বণিকরাও নায্য লাভ করার সুযোগ পায় নি। সকলেই আলাউদ্দিনের দমনমূলক নীতির ভয়ে তটস্থ ছিল। আলাউদ্দিন যতদিন জীবিত ছিলেন ততদিন তার এই নীতি সফল ছিল।

উপসংহার :- ডঃ বি. পি. সাকসেনা মন্তব্য করেছেন যে আলাউদ্দিনের মূল্য নিয়ন্ত্রণ নীতি ছিল সুলতানি যুগের সর্ব্বোত্তম মহান প্রশাসনিক ব্যবস্থা। ফিরিস্তার মত উল্লেখ করে বলেছেন যে, আলাউদ্দিনের রাজত্বের শেষ দিন পর্যন্ত তার মূল্য নিয়ন্ত্রণ নীতি কার্যকরী ছিল।

(FAQ) আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণের ফলাফল সম্পর্কে জিজ্ঞাস্য?

১. আলাউদ্দিনের বাজার দর নিয়ন্ত্রণ নীতি চালু থাকার কারণ কি ছিল?

দমনমূলক নীতির ভয়।

২. আলাউদ্দিনের বাজার দর নিয়ন্ত্রণকে জবরদস্তিমূলক ব্যবস্থা বলেছেন কে?

অধ্যাপক পি শরণ।

৩. আলাউদ্দিনের বাজার দর নিয়ন্ত্রণের ফলে সবথেকে ক্ষতিগ্ৰস্ত হয় কারা?

কৃষকরা।

৪. আলাউদ্দিনের বাজার দর নিয়ন্ত্রণের প্রশংসা করেছেন কারা?

সুফী লেখকরা।

Leave a Reply

Translate »