আকবরের কাশ্মীর অভিযান

মুঘল সম্রাট আকবরের কাশ্মীর অভিযান প্রসঙ্গে কূটনীতির সাহায্য, অত্যাচারী শাসক ইউসুফ শাহ, ইউসুফ শাহের কাশ্মীর দখল, কাশ্মীরে আকবরের দূত প্রেরণ, আকবরের রাজসভায় ইয়াকুব, কাশ্মীরে বাহিনী প্রেরণ ও মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ সম্পর্কে জানবো।

মুঘল সম্রাট আকবরের কাশ্মীর অভিযান

বিষয়আকবরের কাশ্মীর অভিযান
সময়কাল১৫৮৫ খ্রি
মুঘল বাদশাআকবর
কাশ্মীরের শাসকইউসুফ শাহ
কাশ্মীর জয়১৫৮৬ খ্রি
মুঘল সম্রাট আকবরের কাশ্মীর অভিযান

ভূমিকা :- কাবুল মুঘল সাম্রাজ্যভুক্ত হওয়ার পর আকবর উজবেক ও ইউসুফজাই নামক সীমান্তের দুটি উপজাতিকে দমন করে সীমান্তরক্ষার ব্যবস্থা সুদৃঢ় করেন।

কাশ্মীর জয়ে আকবরের কূটনীতি

আকবরের সময় কাশ্মীরের শাসক ছিলেন ইউসুফ শাহ। কাবুল অধিকারের পর আকবর কাশ্মীরকে নিজ সাম্রাজ্যভুক্ত করার জন্য প্রথমে কূটনীতির সাহায্য গ্রহণ করেন। তাঁর কূটনীতি ব্যর্থ হলে তখন তিনি আক্রমণের পথ গ্রহণ করেন।

আকবরের সময় কাশ্মীরের অত্যাচারী শাসক ইউসুফ শাহ

ইউসুফ শাহ কাশ্মীরের হিন্দু প্রজাবর্গের ওপর অমানুষিক অত্যাচার করছিলেন। স্বভাবতই কাশ্মীরে তাঁর অবস্থা ভালো ছিল না। তিনি কাশ্মীর থেকে বিতাড়িত হন।

আকবরের আমলে ইউসুফ শাহের কাশ্মীর দখল

আকবর ইউসুফের সমর্থনে একটি বাহিনী সাহায্য হিসেবে প্রেরণ করেন। আকবরের সাহায্য ছাড়াই ইউসুফ কাশ্মীর দখল করতে সমর্থ হয়েছিলেন।

কাশ্মীরে আকবরের দূত প্রেরণ

১৫৮১ খ্রিস্টাব্দে কাবুল থেকে প্রত্যাবর্তনের পথে মির্জা তাহির ও শালি আকিলকে কাশ্মীরে দূত হিসেবে আকবর প্রেরণ করেন। ইউসুফ তাঁদের রাজকীয় সমাদরে গ্রহণ করেন এবং নিজপুত্র হায়দারকে আকবরের রাজসভায় প্রেরণ করেন।

আকবরের রাজসভায় কাশ্মীরের দূত ইয়াকুব

১৫৮৪ খ্রিস্টাব্দে আকবর ইউসুফকে তাঁর সভায় হাজির হতে বলেন। কিন্তু ইউসুফ তাঁর পুত্র ইয়াকুবকে তাঁর পরিবর্তে প্রেরণ করেন। সম্ভবত ইউসুফ আকবরের উদ্দেশ্য সম্পর্কে সন্দিহান ছিলেন।

কাশ্মীরে আকবরের বাহিনী প্রেরণ

১৫৮৫ খ্রিস্টাব্দের শেষদিকে আকবর রাজা ভগবানদাস ও মির্জা শাহরুখের নেতৃত্বে একটি বাহিনী কাশ্মীর দখলের জন্য প্রেরণ করেন। ১৫৮৬ খ্রিস্টাব্দের ২৪ ফেব্রুয়ারি ইউসুফ রাজা ভগবানদাসের কাছে বশ্যতা স্বীকার করেন।

মুঘলদের বিরুদ্ধে ইয়াকুবের যুদ্ধ

ইউসুফের পুত্র ইয়াকুর বশ্যতা স্বীকারে রাজি না হয়ে অনুগতদের সাহায্যে মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং পরাজিত হয়ে বশ্যতা স্বীকার করতে বাধ্য। হন।

উপসংহার:- এরপর ইউসুফ ভগবানদাসের সঙ্গে আকবরের রাজসভায় আসেন এবং আকবর তাঁকে বন্দি করেন। অতঃপর কাশ্মীর মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুত হয়।

(FAQ) মুঘল সম্রাট আকবরের কাশ্মীর অভিযান সম্পর্কে জিজ্ঞাস্য?

১. আকবরের সময় কাবুলের শাসক কে ছিলেন?

ইউসুফ শাহ।

২. আকবর প্রথম কখন কাশ্মীরে দূত প্রেরণ করেন?

১৫৮১ খ্রিস্টাব্দে।

৩. আকবরের কাশ্মীরের বিরুদ্ধে বাহিনী প্রেরণ করেন কখন?

১৫৮৫ খ্রিস্টাব্দে।

৪. কাশ্মীর মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় কখন?

১৫৮৬ খ্রিস্টাব্দে।

Leave a Comment