ফার্দিনান্দ লাসালের প্রেমপত্র

জার্মানির সমাজতন্ত্রী নেতা ফার্দিনান্দ লাসালের প্রেমপত্র প্রসঙ্গে ফার্দিনান্দ লাসালের পরিচিতি, ফার্দিনান্দ লাসালের দেশ, ফার্দিনান্দ লাসালের খ্যাতি, ফার্দিনান্দ লাসালের প্রেম, ফার্দিনান্দ লাসালের প্রেমিকা ও ফার্দিনান্দ লাসালের মূল প্রেমপত্র সম্পর্কে জানব।

সমাজতন্ত্রী ফার্দিনান্দ লাসালের প্রেমপত্র

ঐতিহাসিক প্রেমপত্রফার্দিনান্দ লাসালের প্রেমপত্র
পরিচিতিজার্মানির সমাজতন্ত্রী নেতা
দেশজার্মানি
প্রেমিকাহেলেন ফন দেমেনেজিস
প্রেমপত্র রচনামিউনিক, ২০ শে আগস্ট
ফার্দিনান্দ লাসালের প্রেমপত্র

লাসাল ছিলেন একজন বিত্তশালী ইহুদী বণিকের সন্তান, এবং জার্মানির তদানীন্তন সমাজতন্ত্রীদের মধ্যে সর্বাধিক দক্ষ ও বুদ্ধিমান নেতা। জার্মানির সোশাল ডেমোক্রাটিক পার্টির প্রতিষ্ঠা ও সংগঠনে তিনি ছিলেন কার্ল মার্কস-এর অন্য়তম সহকর্মী ও অগ্রণী নেতা, তিনি শুধু রাজনৈতিক প্রচারক ছিলেন না, ছিলেন পণ্ডিত, কেতাদুরন্ত ও দুঃসাহসিক বীর। ১৮৬৪ সালে সুইজারল্যান্ডে তিনি জনৈক কূটনীতিবিদের কন্যা হেলেন ফন দেমেনেজিস-এর প্রেমে পড়েন; কিন্তু পিতামাতার চাপে হেলেন পরবর্তীকালে লাসালকে প্রতারণা করতে বাধ্য হন, এবং হেলেনগতপ্রাণ লাসাল ওর পাণিপ্রার্থীর সাথে দ্বন্দ-যুদ্ধে নিহত হন।

হেলেনকে লেখা লাসালের পত্র, বোধহয় শেষ পত্র –

মিউনিক, ২০শে আগষ্ট

হেলেন! তোমাকে লিখছি, হৃদয়ে আমি মৃত। রোষ্টভের টেলিগ্রাম আমাকে মারাত্মক একটা আঘাত দিয়েছে। তুমি, তুমি আমাকে প্রতারণা করলে! এ যে কল্পনাতীত, অসম্ভব। তথাপি, তথাপি আমি যে এমন জ্বলজ্যান্ত জোচ্চুরি, এমন ঘৃণ্য প্রতারণার কথা বিশ্বাস করতে পারছি না। তাঁরা হয়ত এই মুহূর্তের জন্য তোমার আপন ইচ্ছাকে ভেঙ্গে দিতে পেরেছেন, ওঁরা তোমার আপন সত্তা থেকে তোমাকে বিচ্ছিন্ন করে দিয়েছেন, কিন্তু এই তোমার সত্য, চিরন্তন ইচ্ছা একথা কখনও বিশ্বাসযোগ্য হতে পারে না। তুমি এমন চূড়ান্তভাবে তোমার নিজের মন থেকে সমস্ত লজ্জা, সমস্ত ভালবাসা, সমস্ত বিশ্বাস, সমস্ত সত্য বিসর্জন দিতে পার না! তাহলে যে তুমি নিজের উপর নিয়ে আসবে অপার কলঙ্ক, আর পৃথিবীর যা কিছু মানবিক তার উপর মাখাবে অপমানের কালিমা – প্রতিটি মহৎ অনুভবই যে তাহলে মিথ্যা হয়ে যায়। যদি তুমি এতকাল মিথ্যার আশ্রয় নিয়ে থেকে থাক, যদি তুমি এমন অধঃপতনের উপযুক্ত হয়ে থেকে থাক, এত পবিত্র প্রতিশ্রুতি ভাঙায় এবং পৃথিবীর সত্যতম হৃদয় বিনষ্ট করায় যদি তুমি সমর্থ হয়ে থেকে থাক, – তাহলে, তাহলে এই চন্দ্রসূর্যের আকাশের নিচে এমন কিছুর অস্তিত্ব নেই যাতে মানুষ আর কোনো দিন কোনো বিশ্বাস স্থাপন করতে পারে!

তুমি আমাকে – তোমাকে পাওয়ার দৃঢ়সঙ্কল্প সংগ্রামে উদ্বুদ্ধ করেছ। তোমাকে নিয়ে ওয়াবার্ন থেকে পালিয়ে যাওয়ার বদলে সমস্ত সনাতন পদ্ধতিগুলো একে একে প্রয়োগ করার জন্য তুমি আমাকে অনুরোধ করেছ; তুমি মৌখিক ও লিখিতভাবে আমার নিকট পবিত্রতম সঙ্কল্প উচ্চারণ করেছ, তুমি ঘোষণা করেছ, এমন কি তোমার সর্বশেষ পত্রে পর্যন্ত বলেছ যে তুমি আমার প্রিয়ভাষী স্ত্রী ছাড়া আর কিছুই নয়; বলেছ, এই সংকল্প বাস্তবে রূপায়িত করতে তোমাকে বাধা দেয় এমন কোনো শাক্ত পৃথিবীতে নেই; এবং এভাবে যখন তুমি অপ্রতিরোধ্যভাবে আমার হৃদয়কে তোমার প্রতি আকর্ষণ করেছ, যে হৃদয় একবার আত্মসমর্পণ করলে জন্মের মতোই আত্মসমর্পণ করতে জানে, তখন, সংগ্রামের শুরুতেই, মাত্র একপক্ষ কালের মধ্যে বিদ্রূপের হাসি হেসে তুমি আমাকে নিক্ষেপ করছ এক অতল গভীরে, তুমি আমাকে প্রতারিত ও বিনষ্ট করতে চলেছ? হ্যাঁ, যে কঠিনতম জীবনের সমস্ত ঝড়ঝঞ্ঝা অতিক্রম করেছে, তাকে তুমি সার্থকভাবে বিনাশ করতে চলেছ।

হেলেন! তোমার হাতেই আমার ভাগ্য, আমার জীবনমৃত্যু। কিন্তু যদি তুমি আমাকে এই সব শয়তানীর পথে বিনাশ করতে চাও – যা আমি কিছুতেই সহ্য করতে পারি না – তাহলে আমার অদৃষ্ট যেন তোমাকে প্রত্যাঘাত করে, আমার অভিশাপ যেন তোমাকে কবর পর্যন্ত তাড়া করে নিয়ে যায়। এই অভিশাপ সর্বাপেক্ষা সত্য ও বিশ্বাসী হৃদয়ের অভিশাপ, যে হৃদয়কে তুমি বিশ্বাসঘাতকতায় ভেঙে দিয়েছ, যাকে নিয়ে তুমি অত্যন্ত লজ্জাকরভাবে ছেলেখেলা করেছ। আরও একবার আমি তোমার সঙ্গে ব্যক্তিগতভাবে এবং একাকী কথা বলতে চাই – আমাকে বলতেই হবে। তোমার মুখ থেকে আমি আমার মৃত্যুদণ্ড গ্রহণ করতে চাই, করতেই হবে। শুধু তাহলেই আমি সে কথা বিশ্বাস করতে পারব যা অন্যথায় সর্বৈব অবিশ্বাস্য বলে আমি মনে করি। তোমাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য় অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করছি; এবং তারপর আমি জেনেভাতে আসছি।

হেলেন। তোমার মাথায় আমার অভিশাপ –

এফ. লাসাল

(FAQ) ফার্দিনান্দ লাসালের প্রেমপত্র সম্পর্কে জিজ্ঞাস্য?

1. ফার্দিনান্দ লাসাল কে ছিলেন?

জার্মানির তদানীন্তন সমাজতন্ত্রীদের মধ্যে সর্বাধিক দক্ষ ও বুদ্ধিমান নেতা ছিলেন ফার্দিনান্দ লাসাল।

2. ফার্দিনান্দ লাসাল কোন দেশের নাগরিক?

জার্মানি।

3. ফার্দিনান্দ লাসালের প্রেমিকার নাম কী?

হেলেন ফন দেমেনেজিস।

Leave a Comment