তৃতীয় নেপোলিয়ন বা লুই নেপোলিয়নের প্রেমপত্র প্রসঙ্গে লুই নেপোলিয়নের পরিচিতি, লুই নেপোলিয়নের দেশ, লুই নেপোলিয়নের খ্যাতি, লুই নেপোলিয়নের প্রেম, লুই নেপোলিয়নের প্রেমিকা ও লুই নেপোলিয়নের মূল প্রেমপত্র সম্পর্কে জানব।
ফরাসি সম্রাট লুই নেপোলিয়নের প্রেমপত্র
ঐতিহাসিক প্রেমপত্র | লুই নেপোলিয়নের প্রেমপত্র |
পরিচিতি | ফরাসি সম্রাট |
দেশ | ফ্রান্স |
প্রেমিকা | জনৈকা ফরাসি মহিলা |
প্রেমপত্র রচনা | ২ রা নভেম্বর, ১৮৪৫ খ্রি |
তৃতীয় নেপোলিয়ন বা লুই নেপোলিয়ন ছিলেন নেপোলিয়ন বোনাপার্ট-এর ভ্রাতা ও যোসেফাইনের প্রথম স্বামীর কন্য়ার সন্তান। তিনি ছিলেন ফ্রান্সে নেপোলিয়নবাদীদের একমাত্র ভরসা। ফ্রান্সের সিংহাসন লাভের জন্য তাঁর প্রথম দুটি প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়; এবং হামবুর্গে তাঁকে বন্দীজীবন যাপন করতে হয়। সেখান থেকে পলায়নের কিঞ্চিৎ পূর্বে, ১৮৪৫ সালে, জনৈকা ফরাসি মহিলার নিকট এই প্রেমপত্রগুলো লেখেন। সেই মহিলাটি ইতালিতে বসবাস করতেন।
লন্ডন, ২৪শে মার্চ, ১৮৪৫
মহাশয়া, কখনও মনে স্থান দেবেন না যে আমি কখনও আপনার গুণগ্রাহিতায় ব্যর্থ হয়েছি। ঐরূপ চিন্তায় আমি আহত হব কারণ, তার অর্থ হবে যে আপনার ধারণা আমি যেমন ভালবাসতেও জানি না তেমনি যা সুন্দর, মহৎ ও একাগ্রতার গুণগ্রহণও করতে পারি না। না তা নয়, আপনার সুমার্জিত গুণে আমি বিমোহিত, সেই গুণাস্বাদনে আমি কখনও ব্যর্থ হই নি। কিন্তু শেষ যেবার আমি আপনাকে পত্র লিখি তখন নৈরাশ্যের বশবর্তী হয়ে আমি এক সিদ্ধান্ত করে বসেছিলাম, তা যদি কার্যকরী করা হতো তাহলে আজ আমার হতাশার অবধি থাকত না।
হ্যাম, ২ রা নভেম্বর, ১৮৪৫
মহাশয়া, আজ আট দিন অতিক্রান্ত হলো যখন আপনার সঙ্গে মিলিত হওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। আপনার ছায়ামূর্তি আমার নিকট সুখ-স্বপ্নের মত, কিন্তু তা শুধু স্বপ্ন। কারণ, আপনার উপস্থিতি আমার হৃদয়ে যে প্রেমানুভব সঞ্চার করেছিল তার আত্যন্তিকতা থেকে নিজেকে মুক্ত করার পর্যাপ্ত সময়ই আমি আপনার উপস্থিতিতে পাই নি। আর, যখন আমি আমার চিত্তের প্রশান্তি ফিরে পেলাম তাকে আনন্দে উপভোগ করার মত, তার আগেই আপনি চলে গেলেন।
নেপোলিয়ন লুই বি.
(FAQ) লুই নেপোলিয়নের প্রেমপত্র সম্পর্কে জিজ্ঞাস্য?
ফ্রান্সের রাষ্ট্রপতি ও ফরাসি সম্রাট।
1848-1852 খ্রিস্টাব্দ।
1852-1870 খ্রিস্টাব্দে।
জনৈকা ফরাসি মহিলা।
২ রা নভেম্বর, ১৮৪৫ খ্রি।