রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ, প্রধান উদ্যোক্তা, প্রতিষ্ঠা কাল, শিক্ষা প্রাঙ্গণ, ঠিকানা, পঠনপাঠন ও বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্রছাত্রীদের সম্পর্কে জানবো।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্ৰহণ, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তা, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রাঙ্গণ, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অবস্থান বা ঠিকানা, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য প্রাক্তন শিক্ষার্থী।
শিক্ষাক্ষেত্র রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
ধরণ | সরকারি বিশ্ববিদ্যালয় (রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়) |
স্থাপিত | ১৯৬২ খ্রিস্টাব্দ |
আচার্য | জগদীপ ধনখড় (পশ্চিমবঙ্গ -এর রাজ্যপাল) |
উপাচার্য | সব্যসাচী বসু রায়চৌধুরী |
ভূমিকা :- ভারত -এর পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার একটি সরকারি বিশ্ববিদ্যালয় হল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ
১৯৬১ সালে রবীন্দ্রনাথ ঠাকুর -এর জন্মশতবর্ষ উপলক্ষে কবির নামাঙ্কিত এই বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ গৃহীত হয় এবং এই বছরই পশ্চিমবঙ্গ সরকার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৬১ পাস করে।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রধান উদ্যোক্তা
পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী তথা পশ্চিমবঙ্গের নবরূপকার ডা. বিধানচন্দ্র রায় -এর উদ্যোগে এই বিশ্ববিদ্যালয়ের পথ চলা শুরু হয়।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা
১৯৬২ সালের ৮ মে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রাঙ্গণ
জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষা প্রাঙ্গনটি অবস্থিত। কাশীপুরে ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের ধারে মরকত কুঞ্জে রয়েছে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় শিক্ষাপ্রাঙ্গণটি।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ঠিকানা
পশ্চিমবঙ্গের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ঠিকানা হল ৫৬ এ বিটি রোড, কলকাতা ৭০০০৫০।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন
এই বিশ্ববিদ্যালয়ে মূলত কলা বিভাগের পাঠ দেওয়া হয়। তিনটি মূল পাঠন পরিমণ্ডল আছে। যেমন – কলা বিভাগ, চারুকলা বিভাগ এবং দৃশ্যকলা বিভাগ। তাছাড়া একটি B.Ed কোর্সের বিভাগও আছে।
(১) রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগ
এই বিভাগে বাংলা, সংস্কৃত, হিন্দি ও ইংরেজির মতো প্রথাগত বিষয় ছাড়াও সাহিত্য, অর্থনীতি, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, মানব উন্নয়ন অধ্যয়ন -এর মতো বিষয়ও পড়ানো হয়।
(২) রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ
এই বিভাগে সংগীতবিদ্যা, নৃত্য, নাটক, যন্ত্রসংগীত, গণযোগাযোগ ও ভিডিওগ্রাফি -র মতো বিষয় পড়ানো হয়।
(৩) রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের দৃশ্যকলা বিভাগ
এই বিভাগে ফলিত শিল্প, গ্রাফিক্স, পেইন্টিং, ভাস্কর্য, প্রদর্শনশালা সংক্রান্ত বিদ্যা -র মতো বিষয় পড়ানো হয়।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য প্রাক্তন শিক্ষার্থী
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষার্থী পরবর্তীকালে বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদান রেখেছেন।
- (১) ভারতীয় অভিনেতা এবং স্বাধীন চলচ্চিত্র নির্মাতা তথাগত মুখার্জী।
- (২) বাসবদত্ত চ্যাটার্জি, ভারতীয় অভিনেত্রী।
- (৩) অজয় চক্রবর্তী, ভারতীয় হিন্দুস্তানি শাস্ত্রীয় কণ্ঠশিল্পী।
- (৪) সঞ্জিত চক্রবর্তী, বিশ্লেষণধর্মী ঐতিহ্যে ভারতীয় দার্শনিক।
- (৫) ছায়ন ইসলাম, সংসদ সদস্য।
- (৬) অনির্বাণ ভট্টাচার্য, ভারতীয় অভিনেতা।
- (৭) চিত্রেশ দাস, শাস্ত্রীয় নৃত্যশিল্পী।
- (৮) স্বাগতালক্ষ্মী দাস বাংলা সঙ্গীত শিল্পী।
- (৯) অনুপ ঘোষাল, ভারতীয় প্লেব্যাক গায়ক এবং সুরকার।
- (১০) সুনীল কোঠারি, ভারতীয় নৃত্য ইতিহাসবিদ, পণ্ডিত এবং সমালোচক।
- (১১) জন ফেলিক্স রাজ, ভাইস-চ্যান্সেলর।
- (১২) মধুশ্রী, ভারতীয় প্লেব্যাক গায়িকা।
- (১৩) দীপা দাশমুন্সি, কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রী।
- (১৪) খেরওয়াল সরেন, সাঁওতালি নাট্যকার ও সম্পাদক।
- (১৫) মনির উদ্দিন খান, লেখক।
- (১৬) সুভাপ্রসন্ন, ভারতীয় চিত্রশিল্পী।
- (১৭) মইনুল হাসান, ভারতীয় সংসদ সদস্য।
- (১৮) নিরঞ্জন গোস্বামী, ভারতীয় মাইম শিল্পী এবং মঞ্চ পরিচালক, ভারতীয় মাইম থিয়েটারের প্রতিষ্ঠাতা।
- (১৯) নীনা প্রসাদ, ভারতীয় নৃত্যশিল্পী, ভারতঞ্জলি একাডেমি অফ ইন্ডিয়ান নৃত্যের প্রতিষ্ঠাতা এবং অধ্যক্ষ।
প্রিয় পাঠক/পাঠিকা আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়” পোস্টটি পড়ার জন্য। এই ভাবেই adhunikitihas.com ওয়েবসাইটের পাশে থাকুন। যে কোনো প্রশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলো করুণ এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তুলুন।
সবশেষে আপনার কাছে আমাদের অনুরোধ যদি এই পোস্টটি আপনার ভালো লেগে থাকে তাহলে Comment ও Share করে দিবেন, (ধন্যবাদ)।
(FAQ) রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সম্পর্কে জিজ্ঞাস্য?
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষা প্রাঙ্গণ জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে অবস্থিত আর দ্বিতীয় শিক্ষা প্রাঙ্গণটি কাশীপুরে ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের ধারে মরকত কুঞ্জে অবস্থিত।
৮ মে ১৯৬২ খ্রিস্টাব্দ।
রবীন্দ্রনাথ ঠাকুর।