খ্যাতনামা সাহিত্যিক ও সমালোচক উইলিয়াম হ্যাজলিটের প্রেমপত্র প্রসঙ্গে উইলিয়াম হ্যাজলিটের পরিচিতি, উইলিয়াম হ্যাজলিটের খ্যাতি, উইলিয়াম হ্যাজলিটের প্রেম, উইলিয়াম হ্যাজলিটের প্রেমিকা ও উইলিয়াম হ্যাজলিটের মূল প্রমপত্র সম্পর্কে জানব।
সাহিত্যিক উইলিয়াম হ্যাজলিটের প্রেমপত্র
ঐতিহাসিক প্রেমপত্র | উইলিয়াম হ্যাজলিটের প্রেমপত্র |
দেশ | ইংল্যান্ড |
পরিচিতি | খ্যাতনামা সাহিত্যিক ও সমালোচক |
সমালোচনা | উইলিয়াম শেক্সপীয়র |
প্রেমিকা | মিস ওয়াকার |
উইলিয়ন হ্যাজলিট ছিলেন একজন খ্যাতনামা ইংরেজ সাহিত্যিক ও সমালোচক। মহাকবি শেক্সপীয়রের যে সমালোচনা তিনি করেছেন তা আজও বিদ্বজনের পরম আগ্রহের সামগ্রী হয়ে আছে। তিনি থাকতেন এক দর্জির বাড়িতে। সেই দর্জির মেয়ে মিস ওয়াকারকে তিনি খুবই ভালবাসতেন। এই অবৈধ প্রেমের ব্যাপার নিয়েই স্ত্রীর সঙ্গে হ্যাজলিটের চিরকালের মত বিচ্ছেদ হয়।
মিস উইণ্ডাম, মিস রেলস্টন, মিস স্যালী প্রভৃতি প্রণয়িনী থাকা সত্ত্বেও হ্যাজলিট এই মিস ওয়াকারের জন্য় উন্মত্ত প্রায় হয়েছিলেন, তাকে একসময় লিখেছিলেন –
প্রিয়ে, আমার চিঠি পেয়ে হয়ত তুমি খুব বিরক্ত হবে, হয়ত আমায় গালাগাল করবে, কারণ তোমার কাছে চিঠি লিখতে গিয়ে বুঝি আমি আমার কাজে ফাঁকি দিচ্ছি অর্থাৎ সাহিত্যচর্চায় মন দিচ্ছি না। কিন্তু সত্যই বলতো প্রেমপত্র কি সাহিত্যের অঙ্গ নয়। প্রেম নইলে কি সাহিত্য হয়? আর যত কাজই করি না কেন তোমায় কি ভুলতে পারি? দেখ, কতবার কত বাধা বিঘ্ন এসেছে – কত লোক তোমার আমার মধ্যে ব্যবধান সৃষ্টি করতে চেষ্টা করেছে, কিন্তু কই তোমার কাছ থেকে আমায় পৃথক করতে পেরেছে কি? কোনো কিছুই আমাদের পৃথক করতে পারে নি। কিন্তু আমার দুর্ভগ্য যে আমি তোমায় সুখ দিতে পারি নি, তোমার মনে আনন্দ দিতে পারি নি। কিন্তু তবু বাতাস যেন কাণে কাণে বলে যায় – আমি চিরদিন তোমারই, তুমি আমারই। মনে পড়ে কবি বাইরণের কথা –
“তব পাশে সখি রব চিরদিন
ইহলোকে রব দুজনা
পরলোক বলে যদি থাকে কিছু
সেথাও বিরহ সব না।”
তোমাকেও আমি এই কথাই বলি – বল প্রিয়ে, তুমিও কি তাই চাও?
আজ আমরা আছি সতেজ সুন্দর কিন্তু জরা ও বার্ধক্যে যেদিন প্রপীড়িত হব, যখন সবাই আমাদের পরিত্যাগ করে যাবে, সেদিন আমার এই শিথিল বাহু তোমায় আশ্রয় করে থাকবে – শেষে তোমার কোলেই মাথা রেখে আমি অনন্ত শূন্যে মিলিয়ে যাব।
তুমিই তো আমায় একদিন বিশ্বাস করিয়েছিলে যে তুমি আমায় ঘৃণা কর না, তুমি আমায় বড় ভালবাস – সে কথা কি আজ ভুলে গেছ? সেদিনকার সেই অনুভূতি, সেদিনের সে আনন্দ-স্পন্দন (যদিও আজ তা স্বপ্ন বলে মনে হয়) আমায় তোমার কাছে চিরঋণী করে রেখেছে। সেদিন ভেবেছিলাম জীবনে আর আমায় কাঁদতে হবে না, কিন্তু আজ আবার আমার চোখের জল গড়িয়ে আসছে। মনে হচ্ছে বুকখানা বোধহয় ফেটে যাবে, তার স্পন্দন যাবে থেমে, সে হবে হিম অসাড়!
কি লিখছি বুঝতে পারছি না – এত কথা লেখতে আমার ইচ্ছা ছিল না। ওগো, একদিন তুমি আমার ছিলে, আজ আর কেউ নও – তোমাকে আর পাব না – তোমায় যে চিরদিনের জন্য হারালাম – এ আমি সহ্য করতে পারি না।
প্রিয়তমে দাও তবে শেষ একটু চুমা দাও, তুমি যদি আমার না হও – আমি যেন তোমার ক্রীতদাস, দাসানুদাস হয়ে থাকতে পারি – এই আমার কামনা।
হ্যাজলিট
(FAQ) উইলিয়াম হ্যাজলিটের প্রেমপত্র সম্পর্কে জিজ্ঞাস্য?
একজন খ্যাতনামা ইংরেজ সাহিত্যিক ও সমালোচক।
উইলিয়াম শেক্সপীয়র
মিস উইণ্ডাম, মিস রেলস্টন, মিস স্যালী, মিস ওয়াকার।
মিস ওয়াকারকে।