ন্যাশনাল পেপার

ন্যাশনাল পেপার পত্রিকার সম্পাদক, প্রকাশকাল, উদ্দেশ্য, ভাষা নির্বাচন, পুস্তিকা প্রকাশ, নীলদর্পণ নাটক মঞ্চস্থ বিষয়ে অভিমত সম্পর্কে জানবো।

সাময়িক ন্যাশনাল পেপার পত্রিকা প্রসঙ্গে ন্যাশনাল পেপার পত্রিকার প্রকাশকাল, ন্যাশনাল পেপার পত্রিকার সম্পাদক ও প্রকাশক, ন্যাশনাল পেপার পত্রিকার সম্পাদক ন্যাশনাল মিত্র নামে পরিচিত, ন্যাশনাল পেপার পত্রিকার বিশেষ উদ্দেশ্য, হিন্দু মেলার মুখপত্র ন্যাশনাল পেপার পত্রিকা ও ন্যাশনাল পেপার পত্রিকার ভাষা নির্বাচন।

সাপ্তাহিক পত্রিকা ন্যাশনাল পেপার

ধরণসাপ্তাহিক পত্রিকা
ভাষাইংরেজি
সম্পাদকনবগোপাল মিত্র
প্রকাশকাল১৮৬৭ খ্রিস্টাব্দ
প্রকাশনা স্থানকলকাতা
ন্যাশনাল পেপার

ভূমিকা :- একটি সাপ্তাহিক ইংরেজি পত্রিকা হল ন্যাশনাল পেপার। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের আর্থিক সহায়তায় নবগোপাল মিত্র এই পত্রিকা প্রকাশ করেন।

ন্যাশনাল পেপারের প্রকাশকাল

নবগোপাল মিত্র ১৮৬৭ খ্রিস্টাব্দে ন্যাশনাল পেপার শিরোনামে এই ইংরেজি সাপ্তাহিক পত্রিকাটি চালু করেছিলেন।

ন্যাশনাল পেপারের বিশেষ উদ্দেশ্য

  • (১) তিনি বিশেষ উদ্দেশ্যে মুখ্য সম্পাদক হওয়া সত্ত্বেও তাঁর স্তম্ভগুলোতে কখনো ব্যাকরণগতভাবে সঠিক ইংরেজি ব্যবহার করেননি।
  • (২) কোনো ব্যক্তি যদি ব্যাকরণগত কোনো ভুল ধরত, তাহলে তিনি এটা বোঝাবার চেষ্টা করতেন যে, ইংরেজি তাঁর মাতৃভাষা নয়, যদি তাঁর লিখিত নিবন্ধে ব্যাকরণগত কোনো ত্রুটিও থাকে, তাতে কোনো ক্ষতি নেই।
  • (৩) তাঁর মত অনুযায়ী যদি কোনো ব্যক্তি ইংরেজিতে নিজেকে জাহির করতে সক্ষম হন, তবে তা ব্যাকরণগতভাবে সঠিক না-হলেও এটা যথোপযুক্ত হবে।

হিন্দু মেলার মুখপত্র ন্যাশনাল পেপার

১৮৬৭ খ্রিস্টাব্দে নবগোপাল মিত্র কর্তৃক প্রতিষ্ঠিত মিত্র মেলা বা চৈত্র মেলা বা হিন্দু মেলার মুখপত্র ছিল এই ন্যাশনাল পেপার পত্রিকাটি।

ন্যাশনাল পেপারের সাথে দেবেন্দ্রনাথ ঠাকুরের সংস্পর্শ

অত্যাচারীদের ভাষার প্রতি নবগোপাল মিত্রের ঘৃণা ও অবজ্ঞা অপরিহার্যভাবে তাঁর পরামর্শদাতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের উত্তরাধিকারের টানেই তাঁর গণমাধ্যমে প্রতিফলিত হয়েছিল।

ন্যাশনাল পেপার পত্রিকার ভাষা নির্বাচন

সাপ্তাহিক পত্রিকাটি যখন চালু হয়েছিল তখন তার ভাষা বেছে নেওয়ার ক্ষেত্রে মূল সিদ্ধান্ত নেওয়ার কাজ করেছিলেন পরামর্শদাতা দেবেন্দ্রনাথ ঠাকুরকে অনুসরণ করে।

ন্যাশনাল পেপারের পুস্তিকা প্রকাশ

১৮৬৭ খ্রিস্টাব্দে ন্যাশনাল পেপার রাজনারায়ণ বসু লিখিত ‘বাংলার শিক্ষিত অধিবাসীদের মধ্যে জাতীয়তার অনুভূতি জাগানোর জন্যে এক সমিতির প্রচারপত্র’ নামে পুস্তিকাটি প্রকাশ করে।

নীলদর্পণ নাটক মঞ্চস্থ বিষয়ে ন্যাশনাল পেপারের অভিমত

ন্যাশনাল পেপার সংবাদপত্রে নীলদর্পণ নাটকের মঞ্চ উপস্থাপনাকে ‘একটা জাতীয় গুরুত্বপূর্ণ ঘটনা’ বলে উল্লেখ করেছিল।

উপসংহার :- ন্যাশনাল প্রেস, ন্যাশনাল পেপার, ন্যাশনাল সোসাইটি, ন্যাশনাল স্কুল, ন্যাশনাল থিয়েটার, ন্যাশনাল স্টোর, ন্যাশনাল জিমন্যাসিয়াম এবং ন্যাশনাল সার্কাস প্রতিষ্ঠার জন্য নবগোপাল মিত্রের ডাকনাম দেওয়া হয়েছিল ‘ন্যাশনাল মিত্র’।


প্রিয় পাঠক/পাঠিকা আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “ন্যাশনাল পেপার” পোস্টটি পড়ার জন্য। এই ভাবেই adhunikitihas.com ওয়েবসাইটের পাশে থাকুন। যে কোনো প্রশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলো করুণ এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তুলুন।

সবশেষে আপনার কাছে আমাদের অনুরোধ যদি এই পোস্টটি আপনার ভালো লেগে থাকে তাহলে Comment ও Share করে দিবেন, (ধন্যবাদ)।

(FAQ) ন্যাশনাল পেপার সম্পর্কে জিজ্ঞাস্য?

১. ন্যাশনাল পেপার কোন সংগঠনের মুখপত্র ছিল?

হিন্দুমেলা।

২. ন্যাশনাল মিত্র নামে পরিচিত ছিলেন কে?

নবগোপাল মিত্র।

৩. ন্যাশনাল পেপার প্রকাশ করেন কে?

নবগোপাল মিত্র।

৪. ন্যাশনাল মিত্র কাকে বলা হয়?

নবগোপাল মিত্র।

Leave a Comment