চাপেকর ভ্রাতৃদ্বয় প্রসঙ্গে চাপেকর ভ্রাতৃদ্বয়ের বাসস্থান, চাপেকর বন্ধু, চাপেকর ভ্রাতৃদ্বয় কর্তৃক হিন্দুধর্মের অন্তরায় বিনাশী সংঘ প্রতিষ্ঠা, চাপেকর ভ্রাতৃদ্বয় কর্তৃক ইংরেজ কর্মচারীদের হত্যা, চাপেকর ভ্রাতৃদ্বয় কর্তৃক মধ্যশ্রেণির বৈপ্লবিক সংগ্ৰামের উদ্বোধন, চাপেকর ভ্রাতৃদ্বয়ের ফাঁসি ও জনপ্রিয় সংস্কৃতিতে চাপেকর ভ্রাতৃদ্বয় সম্পর্কে জানব
চাপেকর ভ্রাতৃদ্বয়
ঐতিহাসিক চরিত্র | চাপেকর ভ্রাতৃদ্বয় |
দামোদর হরি চাপেকর | ১৮৬৯-১৮৯৯ খ্রি: |
বালকৃষ্ণ হরি চাপেকর | ১৮৭৩-১৮৯৯ খ্রি: |
র্্যাণ্ড ও আয়ার্স্ট হত্যা | ১৮৯৭ খ্রি: |
ভূমিকা :- মহারাষ্ট্রের বিপ্লবী দামোদর হরি চাপেকর ও বালকৃষ্ণ হরি চাপেকর নামে দুই ভাই চাপেকর ভ্রাতৃদ্বয় নামে পরিচিত।
চাপেকর ভ্রাতৃদ্বয়ের বাসস্থান
মহারাষ্ট্রের চাপেকর ভাইয়েরা প্রাথমিকভাবে ভারতের পুনে শহরের চিঞ্চওয়াড় নামে একটি ছোট গ্রাম চাপা-এর বাসিন্দা।
ইতিহাসে চাপেকর বন্ধু
মহারাষ্ট্রের চাপেকর ভ্রাতৃদ্বয় বাল গঙ্গাধর তিলক দ্বারা প্রভাবিত হয়েছিলেন। ইতিহাসে তাদের চাপেকার বন্ধু নামে বিশেষ জানা যায়।
বিপ্লবী চাপেকর ভ্রাতৃদ্বয় কর্তৃক হিন্দুধর্মের অন্তরায় বিনাশী সংঘ প্রতিষ্ঠা
১৮৯৫ খ্রীষ্টাব্দে চাপেকার-ভ্রাতৃদ্বয় বহু ক্ষুদ্র ক্ষুদ্র যুব-সংগঠন একত্র করে পুনায় ‘হিন্দুধর্মের অন্তরায় বিনাশী সংঘ’ নামে একটি সংগঠন তৈরি করেন। এটিই মহারাষ্ট্রের প্রথম সুগঠিত ও কেন্দ্রবদ্ধ সংগঠন।
চাপেকর ভ্রাতৃদ্বয় কর্তৃক ইংরেজ কর্মচারীদের হত্যা
১৮৯৭ খ্রীষ্টাব্দের ২২শে জুন ভারতবর্ষ-এর বৈপ্লবিক স্বাধীনতা-সংগ্রামের ইতিহাসে একটি স্মরণীয় দিন। ঐ দিন উক্ত সংঘের প্রতিষ্ঠাতা চাপেকার ভ্রাতৃদ্বয় একত্রে পুনার দুই অত্যাচারী ইংরেজ কর্মচারী র্্যাণ্ড ও আয়ার্স্টকে হত্যা করে।
বিপ্লবী চাপেকর ভ্রাতৃদ্বয় কর্তৃক মধ্যশ্রেণির বৈপ্লবিক সংগ্ৰামের উদ্বোধন
চাপেকর ভ্রাতৃদ্বয় ভারতের মধ্যশ্রেণীর বৈপ্লবিক স্বাধীনতা সংগ্রামের উদ্বোধন করেন। তাদের সহযোগিতা করেন মহাদেব গোবিন্দ রানাডে।
মহারাষ্ট্রের চাপেকর ভ্রাতৃদ্বয়ের ফাঁসি
দুই বিশ্বাসঘাতকের সহায়তায় চাপেকর ভ্রাতৃদ্বয় পুলিশের হাতে ধরা পড়লে বিচারে তাঁদের ফাঁসি হয়। এই বিশ্বাসঘাতককে হত্যা করেন চাপেকরদের অপর ভাই বাসুদেব।
জনপ্রিয় সংস্কৃতিতে চাপেকর ভ্রাতৃদ্বয়
- (১) ১৯৭৯ সালের ভারতীয় মারাঠি ভাষার ২২ জুন ১৮৯৭ চলচ্চিত্রে হত্যাকাণ্ডের পূর্বের ঘটনা এবং তার পরবর্তী ঘটনাগুলিকে তুলে ধরা হয়েছে।
- (২) একই ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে ২০১৬ সালে মুক্তি পায় হিন্দি ছবি চাপেকার ব্রাদার্স।
- (৩) মারাঠি ভাইদের নিয়ে ২০১৯ সালে Zee5 -এ মুক্তি পায় একটি ভারতীয় ওয়েব টেলিভিশন সিরিজ গন্ড্যা আলা রে।
- (৪) ২০২৩ সালে ডিডি ন্যাশনালের টিভি সিরিজ স্বরাজ -এর ৪৩ তম এপিসোডে চাপেকার ভাইদের গল্প দেখানো হয়েছে।
উপসংহার :- তাঁহাদের আগ্নেয়াস্ত্র হইতে নিক্ষিপ্ত অগ্নি-গোলকই সমগ্র ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের “অগ্নি-যুগ”-এর আরম্ভ ঘোষণা করে।
(FAQ) চাপেকর ভ্রাতৃদ্বয় সম্পর্কে জিজ্ঞাস্য?
মহারাষ্ট্রের বিপ্লবী দামোদর হরি চাপেকর ও বালকৃষ্ণ হরি চাপেকর চাপেকর ভ্রাতৃদ্বয় নামে পরিচিত।
বাল গঙ্গাধর তিলক
চাপেকর ভ্রাতৃদ্বয় ২২ জুন ১৮৯৭ খ্রিস্টাব্দে
মহাদেব গোবিন্দ রানাডে