স্বরাজ পত্রিকা প্রসঙ্গে পত্রিকার সম্পাদক, প্রকাশ কাল, পত্রিকায় প্রবন্ধ প্রকাশ সম্পর্কে জানবো।
স্বরাজ পত্রিকা
পত্রিকা | স্বরাজ পত্রিকা |
সম্পাদক | বিপিনচন্দ্র পাল |
প্রকাশকাল | ১৯০৮ খ্রি: |
ধরণ | মাসিক পত্রিকা |
ভূমিকা :- ১৯০৮ খ্রিস্টাব্দের ৯ ই মার্চ বাংলাদেশ-এ বিপিনচন্দ্র পালের জেল থেকে মুক্তি লাভ উপলক্ষে কৃষ্ণা জেলার বেজোয়াদ শহরে ‘স্বরাজ’ নামে তেলেগু ভাষায় একটি চরমপন্থী জাতীয়তাবাদী পত্রিকা বের হয়।
স্বরাজ পত্রিকার সম্পাদক
তেলেগু ভাষায় প্রকাশিত স্বরাজ পত্রিকার সম্পাদক ছিলেন বিপিনচন্দ্র পাল।
জাতীয়তাবাদী স্বরাজ পত্রিকার প্রকাশকাল
১৯০৮ সালের ৯ মার্চ স্বরাজ পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
স্বরাজ পত্রিকায় প্রবন্ধ প্রকাশ
চিদম্বরম পিল্লাই-এর গ্রেপ্তারের প্রতিবাদে ২৬শে মার্চ এই পত্রিকায় একটি প্রবন্ধ প্রকাশিত হয়। প্রবন্ধে লেখা হয়েছিল –
“ওরে ফিরিঙ্গি, হিংস্র ব্যাঘ্রের দল! তোরা বিনা দোষে একবারে তিন জন নির্দোষ ভারতবাসীকে গ্রাস করে ফেলেছিস। তোরা নিজেদের আইন-কানুন পর্যন্ত জলাঞ্জলি দিয়েছিস। তোরা ভয়ে মরছিস্ ; তোদের মত যারা ঔদ্ধত্যে অন্ধ হয়ে নীচ মনোভাব গ্রহণ করে তাদের পক্ষে এই স্বাভাবিক। তোরা তোদের আচরণের দ্বারা এটাই জাহির করেছিস্ যে, ভারত-এর জাগ্রত জাতীয়তাবাদের বাতাস লাগা মাত্র তোদের স্বেচ্ছাচারী ফিরিঙ্গি রাজত্ব শুকিয়ে যাবে!”
উপসংহার :- এই প্রবন্ধ প্রকাশের অপরাধে পত্রিকার মুদ্রাকর ও প্রেসের স্বত্বাধিকারী কারাদণ্ডে দণ্ডিত হন।
(FAQ) স্বরাজ পত্রিকা সম্পর্কে জিজ্ঞাস্য?
বিপিনচন্দ্র পাল।
১৯০৮ সালে।
মাসিক পত্রিকা।