রোমান রাজতান্ত্রিক যুগ

প্রাচীন রোমান রাজতান্ত্রিক যুগ প্রসঙ্গে রোম নগরীর প্রতিষ্ঠা, রোম নগরীর প্রতিষ্ঠা সম্পর্কে কিংবদন্তি, রাজতন্ত্রের যুগে রোম, রাজতন্ত্রের যুগে রোমের রাজা, রোমে রাজতন্ত্র প্রতিষ্ঠা সম্পর্কে ট্যাসিটাসের মন্তব্য, রোমান রাজতান্ত্রিক যুগের বৈশিষ্ট্য ও রোমান রাজতান্ত্রিক যুগের অবসান সম্পর্কে জানব।

ইতিহাসে রোমান রাজতান্ত্রিক যুগ

ঐতিহাসিক যুগরোমান রাজতান্ত্রিক যুগ
সময়কাল৭৫৩-৫০৯ খ্রি পূ
সূচনকাল৭৫৩ খ্রি পূ
অবসান৫০৯ খ্রি পূ
রোম নগরীর প্রতিষ্ঠা৭৫৩ খ্রি পূ
প্রথম রাজারোমুলাস
রোমান রাজতান্ত্রিক যুগ

ভূমিকা :- পৃথিবীর প্রাচীনতম সভ্যতার অন্যতম কেন্দ্র ছিল রোম। রোমকে কেন্দ্র করেই বিকশিত হয়েছিল রোমান সভ্যতা, যার ভিত্তিভূমিতে প্রতিষ্ঠিত হয়েছিল রোমান সাম্রাজ্য

রোম নগরীর প্রতিষ্ঠাতা

প্রাচীন রোম নগরীর প্রতিষ্ঠাতা ছিলেন রোমুলাস। আনুমানিক খ্রিস্টপূর্ব ৭৫৩ অব্দ নাগাদ রোমুলাস নগরীটি প্রতিষ্ঠা করেন এবং নিজের নামানুসারে এই নগরীর নামকরণ করেন রোম।

রোম নগরীর প্রতিষ্ঠা সম্পর্কে কিংবদন্তি

  • (১) প্রাচীন কিংবদন্তি ও উপকথা অনুসারে রোমুলাস ও রেমাস ছিলেন দুই যমজ ভাই। তাঁদের মা রিয়া সিলভিয়া ছিলেন অ্যালবা লংগার রাজা অ্যামেলিয়াসের বংশধর। তাই দুই ভাই যাতে ভবিষ্যতে সিংহাসনের দাবিদার না হতে পারে, সেজন্য জন্মের পর তাদেরকে টাইবার নদীতে ভাসিয়ে দেওয়া হয়।
  • (২) দৈবক্রমে এক স্ত্রী নেকড়ে তাদের খুঁজে পায়। দুই ভাই ওই নেকড়ের কাছেই মায়ের দুধের স্বাদ পায়। তারপর এক মেষপালক তাদেরকে নিজের কাছে রেখে মানুষ করে। বড়ো হয়ে রোমুলাস ও রেমাস সিদ্ধান্ত নেন, যে স্থানে নেকড়ে মা তাদের সন্ধান পেয়েছিল, ঠিক সেখানেই তাঁরা একটি নগর প্রতিষ্ঠা করবেন। কিন্তু নগরের জায়গা নির্ধারণ করাকে কেন্দ্র করে দুই ভাই পারস্পরিক বিবাদে জড়িয়ে পড়েন।
  • (৩) এই বিবাদের জেরে রোমুলাস রেমাসকে হত্যা করেন। তারপর আনুমানিক খ্রিস্টপূর্ব ৭৫৩ অব্দ নাগাদ রোমুলাস নগরীটি প্রতিষ্ঠা করেন এবং নিজের নামানুসারে এই নগরীর নামকরণ করেন রোম।

রাজতন্ত্রের যুগে রোম

খ্রিস্টপূর্ব ৭৫৩ অব্দ থেকে খ্রিস্টপূর্ব ৫০৯ অব্দ পর্যন্ত রোমে রাজতন্ত্র প্রচলিত ছিল। এই সময় মোট সাত জন রাজা রোমে রাজত্ব করেন।

রাজতন্ত্রের যুগে রোমের রাজা

  • (১) রোমের প্রথম ঐতিহাসিক রাজা ছিলেন রোমুলাস। কিংবদন্তি অনুযায়ী রোমুলাস-সহ মোট সাতজন রাজা রোম শাসন করেন। এঁরা হলেন নুমা পম্পিলিয়াস, টুলাস হস্টিলিয়াস, আনকাস মারসিয়াস, লুসিয়াস টারকুইনিয়াস প্রিসকাস, সার্ভিয়াস টুলিয়াস এবং লুসিয়াস টারকুইনিয়াস সুপারবাস।
  • (২) রোমের পঞ্চম রাজা টারকুইনিয়াস প্রিসকাস ছিলেন এট্রুস্কান বংশোদ্ভূত। তিনি ভাগ্যের সন্ধানে রোমে আসেন এবং সেখানে বসবাস করতে থাকেন। চতুর্থ রাজা আনকাস মারসিয়াস মারা গেলে টারকুইনিয়াস প্রিসকাস কৌশলে রোমের সিংহাসন দখল করেন।
  • (৩) রোমের সপ্তম তথা শেষ রাজা লুসিয়াস টারকুইনিয়াস সুপারবাস ছিলেন প্রিসকাসের পৌত্র। সুপারবাস একজন অত্যাচারী শাসক ছিলেন। তিনি অহেতুক নানা যুদ্ধেও জড়িয়ে পড়েন। তাঁর পুত্র সেক্সটাস ছিলেন পিতার থেকেও অত্যাচারী ও ব্যভিচারী।
  • (৪) রাজপুত্র হিসেবে সেক্সটাস ক্ষমতার অপব্যবহার করে লিউক্লেসিয়া নামে এক সম্ভ্রান্ত রোমান মহিলাকে প্রকাশ্যে ধর্ষণ করে। এই জঘন্য ঘটনা রোমানদের ধৈর্য্যের বাঁধ ভেঙে দেয়। তারা সুপারবাস পরিবারকে আক্রমণ করে। গণরোষের কারণে সুপারবাস পরিবারের সমস্ত সদস্য রোম থেকে বিতাড়িত হয়।
  • (৫) কিছুদিনের মধ্যেই সেক্সটাস গ্যাবি অঞ্চলে অজ্ঞাত আততায়ীর হাতে নিহত হয়। এই ঘটনার ফলে খ্রিস্টপূর্ব ৫০৯ অব্দে রোমান শাসনতন্ত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আসে। রাজতন্ত্রের অবসান ঘটে এবং প্রজাতান্ত্রিক শাসনের সূচনা হয়।

রোমে রাজতন্ত্র প্রতিষ্ঠা সম্পর্কে ট্যাসিটাসের মন্তব্য

রোমান ঐতিহাসিক ট্যাসিটাস লিখেছেন যে, আদিপর্বে রোমে রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের একটি শিলালেখতে ‘রেক্স’ (rex) বা রাজা কথাটি পাওয়া যায়, যা ট্যাসিটাসের বক্তব্যের যথার্থতা প্রমাণ করে।

রোমান রাজতান্ত্রিক যুগের বৈশিষ্ট্য

রাজতন্ত্রের যুগে রোমে শাসনব্যবস্থা, সমাজব্যবস্থা, ধর্ম ও অর্থনীতির ক্ষেত্রে নানা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যেমন –

(ক) রোমান রাজতান্ত্রিক যুগের শাসনব্যবস্থা

  • (১) রোমের শাসনব্যবস্থার শীর্ষে ছিলেন রাজা স্বয়ং। আইন বিভাগ, শাসন বিভাগ (বিচার বিভাগ) এবং সামরিক বিভাগের শীর্ষে ছিল তাঁর স্থান। তিনি রাজধানী রোম থেকে কর্মচারী ও অনুচরদের নিয়ে শাসনকার্য পরিচালনা করতেন।
  • (২) সেনেট (Senate) ও কমিসিয়া কিউরিয়াটা (Comitia Curiata) নামক দুটি প্রতিনিধি সভা রাজার ক্ষমতাকে নিয়ন্ত্রণ করত। এই সময় বিচারব্যবস্থা ছিল রাজার অধীন। তবে পারিবারিক সমস্যাগুলির সুরাহা করতেন পরিবার প্রধান বা প্যাটার ফেমিলিয়াস। বিভিন্ন পরিবারের মধ্যে বা নাগরিকদের পারস্পরিক বিবাদের বিচার করতেন ‘আরবিট্রাই’। তবে রাজদ্রোহিতা ও নরহত্যার বিচার করতেন রাজা স্বয়ং।
  • (৩) রাজা যুদ্ধের সময় জনগণের কাছ থেকে বিশেষ কর আদায় করতেন। এ ছাড়া সরকারি খাসজমি, বন, খনি প্রভৃতি থেকেও রাজকোশে অর্থ আসত। উদ্বৃত্ত অর্থ কোয়েস্টার নামক কোশাধ্যক্ষের নজরদারিতে অ্যারারিয়াম নামে এক কোশাগারে রাখা হত।
  • (৪) রোমান রাজতন্ত্রে একটি সুগঠিত সেনাবাহিনী ছিল। মূলত সম্ভ্রান্ত অবস্থাপন্ন কৃষক পরিবার থেকে সৈন্য সংগ্রহ করা হত। অশ্বারোহী সেনাপতিদের বলা হত ট্রাইবুনাস মিলিটাস বা ট্রাইবুনাস সেলেরাম।

(খ) রোমান রাজতান্ত্রিক যুগের সমাজব্যবস্থা

  • (১) রাজতন্ত্রের যুগে রোমান সমাজ ছিল পিতৃতান্ত্রিক। পরিবারে পিতার স্বৈরাচারী কর্তৃত্ব ছিল। তাঁকে নিয়ন্ত্রণ করত কনসিলিয়াম ফ্যামেলিয়া নামে একটি সামাজিক সংগঠন। অপর একটি সামাজিক সংগঠন ছিল কিউরিয়া। কিউরিয়াগুলির সম্মিলিত অধিবেশনকে বলা হত কমিসিয়া কিউরিয়াটা।
  • (২) রাজতন্ত্রের যুগে রোমান সমাজব্যবস্থায় দুটি শ্রেণির অস্তিত্ব দেখা যায়। যথা – প্যাট্রিসিয়ান বা অভিজাত শ্রেণি এবং প্লেবিয়ান বা সাধারণ মানুষ। অনেকে অবশ্য এই সমাজে দাসদের অস্তিত্ব ছিল বলে মনে করেছেন।

(গ) রোমান রাজতান্ত্রিক যুগের অর্থনীতি

  • (১) রাজতন্ত্রের যুগে রোমের অর্থনীতির প্রধান ভিত্তি ছিল কৃষি, পশুপালন, শিল্প, বাণিজ্য প্রভৃতি। নুমা ক্যালেন্ডার থেকে জানা যায় যে, প্রথম পর্যায়ে রোমান অর্থনীতির মূল উৎস ছিল কৃষি ও মেষপালন। এই সময় মানুষ পশুপালন-নির্ভর অর্থনীতির পর্যায় থেকে কৃষি-নির্ভর অর্থনীতিতে উন্নীত হয়েছিল। রাজতন্ত্রের যুগে মূলত প্রস্তরশিল্প ও ধাতুশিল্প উন্নতি লাভ করেছিল।
  • (২) এই সময় অর্থনীতির ক্ষেত্রে বাণিজ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। গৃহপালিত পশুই ছিল এই যুগের বাণিজ্যের প্রধান বিনিময় মাধ্যম। রোমের সাথে গ্রিস, করিন্থের বাণিজ্যিক যোগাযোগ ছিল। মনে করা হয় যে এই সময় অন্তর্বাণিজ্য ও বহির্বাণিজ্য সমানে চলত। অর্থনৈতিক দিক থেকে সমাজে বৈষম্যও বিদ্যমান ছিল।

(ঘ) রোমান রাজতান্ত্রিক যুগে ধর্ম

  • (১) রাজতন্ত্রের যুগে ধর্মের ক্ষেত্রে কৃষিজীবীদের প্রাধান্য দেখা যায়। নুমা ক্যালেন্ডারে রোমানদের বেশ কয়েকটি উৎসব-এর পরিচয় পাওয়া যায়। এই সময় রোমানরা নানা দেবদেবীর কল্পনা করে পূজা-অর্চনা শুরু করেছিল। তারা বাড়ি ও জমির রক্ষাকারী লারেস (Lares), শস্যাগারের রক্ষাকর্তা পেনেটস্ (Penates), অগ্নি ও চুল্লীর দেবী ভেস্তা (Vesta) প্রমুখ দেবদেবীর আরাধনা করত।
  • (২) এর পাশাপাশি আকাশ ও বৃষ্টির দেবতা জুপিটার, তাঁর স্ত্রী দেবী জুনো এবং জ্ঞানের দেবী মিনার্ভা এই সময় শ্রদ্ধার আসন লাভ করেছিলেন। রাজতন্ত্রের যুগে ধর্ম রোমানদের মধ্যে যে শৃঙ্খলাপরায়ণতা এনে দিয়েছিল তা পরবর্তীকালে প্রজাতন্ত্র ও সাম্রাজ্যের যুগে রাষ্ট্রব্যবস্থাকে দৃঢ় ভিত্তি প্রদান করেছিল।

রোমান রাজতান্ত্রিক যুগের অবসান

রোমের শেষ রাজা লুসিয়াস টারকুইনিয়াস সুপারবাসকে সিংহাসনচ্যুত করার মাধ্যমে ৫০৯ খ্রিস্টপূর্বাব্দ নাগাদ রোমান রাজতান্ত্রিক যুগের অবসান ঘটে এবং রোমে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

উপসংহার :- প্রাচীন রোমের আদি পর্বের কাহিনী জানার জন্য কিংবদন্তি ও উপকথার ওপর নির্ভর করতে হয়। প্রথম যুগের রোমের ইতিহাস জানার উপাদান কম। এই প্রসঙ্গে ঐতিহাসিক এম ক্যারি লিখেছেন, “প্রথম যুগে রোমান রাজতন্ত্রের ইতিহাস জানতে বাস্তবসম্মত দলিল-দস্তাবেজ প্রায় নেই”।

(FAQ) রোমান রাজতান্ত্রিক যুগ সম্পর্কে জিজ্ঞাস্য?

১. রোম নগরীর প্রতিষ্ঠাতা কে ছিলেন?

রোমুলাস।

২. রোমের প্রথম ঐতিহাসিক রাজা কে ছিলেন?

রোমুলাস।

৩. রোমান রাজতান্ত্রিক যুগের সূচনা হয় কখন?

৭৫৩ খ্রিস্টপূর্বাব্দে

৪. রোমান রাজতান্ত্রিক যুগের অবসান ঘটে কখন?

৫০৯ খ্রিস্টপূর্বাব্দে

৫. রোমান রাজতান্ত্রিক যুগের সময়কাল কত?

৭৫৩-৫০৯ খ্রিস্টপূর্বাব্দ

Leave a Comment