দ্বিতীয় নেপোলিয়নের প্রেমপত্র

ফ্রান্সের দ্বিতীয় নেপোলিয়নের প্রেমপত্র প্রসঙ্গে দ্বিতীয় নেপোলিয়নের পরিচিতি, রোমের নামমাত্র সম্রাট দ্বিতীয় নেপোলিয়ন, দ্বিতীয় নেপোলিয়নের মহৎ হৃদয়, দ্বিতীয় নেপোলিয়নের প্রেম, দ্বিতীয় নেপোলিয়নের প্রেমিকা ও দ্বিতীয় নেপোলিয়নের মূল প্রেমপত্র সম্পর্কে জানব।

সম্রাট দ্বিতীয় নেপোলিয়নের প্রেমপত্র

ঐতিহাসিক প্রেমপত্রদ্বিতীয় নেপোলিয়নের প্রেমপত্র
পরিচিতিসম্রাট নেপোলিয়ন ও মেরী লুইয়ের পুত্র
নামমাত্র সম্রাটরোম
প্রেমিকাসোফিয়া
স্ত্রীসোফিয়া
দ্বিতীয় নেপোলিয়নের প্রেমপত্র

সম্রাট নেপোলিয়ন ও মেরী লুইয়ের পুত্র এবং রোমের নামমাত্র সম্রাট দ্বিতীয় নেপোলিয়নের সংক্ষিপ্ত জীবনের অধিকাংশই কারাপ্রাচীরের অন্তরালে অতিবাহিত বললেই হয়। প্রতিপদে তাঁর জীবনের গতি ব্যাহত, তথাপি অতিক্ষুদ্র দুই একটি ঘটনায় নেপোলিয়ন-পুত্রের মহৎ হৃদয়ের পরিচয় পাওয়া যায়। স্ত্রী সোফিয়ার নিকট লিখিত একখানা পত্রের অনুবাদ দেওয়া হল।

প্রিয়তমে সোফিয়া

তুমি আমাকে বলেছিলে “তোমার কাছে প্রেম উচ্চাঙ্খার বহিরাবরণ মাত্র”। একথা নিয়ে আমি অনেক ভেবেছি – আমার অন্তরের অন্তর দিয়ে অনুভব করেছি – পুঙ্খানুপুঙ্খরূপে দেখেছি – নিজেকে নিজে বিচার করেছি, বুঝেছি যে – তা সম্ভব হতে পারে। তার ফলে হয়েছে যে আমি অগ্র-পশ্চাৎ কিছু না ভেবে তোমায় ভালবাসি। আমার অন্য কোনো উদ্দেশ্য এর পশ্চাতে নেই – এক কথায় বলতে কি – আমি তোমায় ভালবাসার জন্য়ই ভালবাসি।

তোমার প্রতি কৃতজ্ঞতাই তোমায় ভালবাসতে শিখিয়েছে। লোকে যাই করুক না, যাই বলুক না, আমার মনে হয় আমি তাদের চেয়ে অনেক উঁচুতে। জগতের কাছে আমায় জবাবদিহি করতে হবে – হয় আমি উঠব না হয় আমি পড়ব।

সূর্যের কিরণ যখন সব জিনিসের উপর সমানভাবে পড়ে তখন সব উজ্জ্বল হয়ে ওঠে, তাদের সমান বিকাশ হয়, কিন্তু অতসী কাচের ভিতর কেন্দ্র হয়ে একটির ওপর পড়লেই তা পুড়ে ছাই হয়ে যায়, তখন আর সূর্যকিরণ থাকে না, তখন তা আগুনে পরিণত হয়। আমার পক্ষেও তাই – আমার অন্তরের বৃত্তিগুলি যদি সবই পূর্ণ বিকাশ লাভ করত তাহলে কেবল প্রেমই এত প্রবল হত না। সবই প্রেমে কেন্দ্রগত হয়েছে বলে প্রেম আজ দুর্নিবার। কিন্তু এর মধ্যে আছে একটা পবিত্রতা। স্নেহ মমতা বন্ধুত্ব যৌবনে আমার মধ্যে আত্মপ্রকাশ করেছিল – শিখেছিল আমার স্বদেশকে ভালবাসতে – তা সবই মিলে এক পবিত্র প্রেম গড়ে তুলেছে। একে কি তুমি দুর্বলতা বলতে পার?

তুমিই আমায় আদর দিয়ে নষ্ট করেছে। আমি ঠিক জানি, আমি তোমায় যেমন ভালবাসি এমন আর কেউ বাসে না – কারণ কেউ তোমায় বুঝতে পারে না যেমন আমি পারি, আর এও জানি তুমি ছাড়া কেউ আমায় বুঝতে পারে না।

সকলকে ভালবাসার অধিকার তোমার আছে, সে তো তোমার কর্তব্য, তোমার কেন সকলেরই উচিত পরস্পরকে ভালবাসা কিন্তু অন্তরের সহিত অন্তরের মিল সে তো শুধু তোমায় আমায় সম্ভব হয়ে উঠেছে। আমার অন্তর তোমার অন্তরের সঙ্গে মিশে সুন্দর হয়ে উঠেছে – যেমন নারীর নগ্ন বক্ষে গোলাপ নিজেকে আরও সুন্দর ও ধন্য করে তোলে। আমার বুক তোমার বুকে মিশে সুন্দর ও সার্থক হয়ে উঠেছে প্রিয়তমে।

দ্বিতীয় নেপোলিয়ন

(FAQ) দ্বিতীয় নেপোলিয়নের প্রেমপত্র সম্পর্কে জিজ্ঞাস্য?

১. দ্বিতীয় নেপোলিয়ন কে ছিলেন?

ফরাসি সম্রাট নেপোলিয়ন ও মেরী লুইয়ের পুত্র।

২. দ্বিতীয় নেপোলিয়ন কোথাকার সম্রাট ছিলেন?

রোমের নামমাত্র সম্রাট।

৩. দ্বিতীয় নেপোলিয়নের প্রেমিক তথা স্ত্রীর নাম কী?

সোফিয়া।

Leave a Comment