আসামের লছিমার বিদ্রোহ

আসামের লছিমার বিদ্রোহ প্রসঙ্গে বরমা তহসিলে লাঠিয়াল বাহিনী গঠন, লছিমা তহসিলে সংঘর্ষ, লছিমার কৃষকদের গ্রেপ্তার, কৃষকদের মুক্তি, মহকুমা হাকিমের লছিমা ত্যাগ, লছিমায় কৃষক-পুলিশ সংঘর্ষ, ডেপুটি কমিশনার ও লছিমার কৃষকদের সংঘর্ষ সম্পর্কে জানবো।

আসামের লছিমার বিদ্রোহ

ঐতিহাসিক ঘটনালছিমার বিদ্রোহ
স্থানআসাম
দেশভারত
সময়কাল১৮৯৪ খ্রি:
ধরণকৃষক বিদ্রোহ
আসামের লছিমার বিদ্রোহ

ভূমিকা :- রঙ্গিয়ার বিদ্রোহীরা ছত্রভঙ্গ হয়ে গেলেও নলবাড়ী, বরমা, বাজালি প্রভৃতি স্থানে ‘মেল’-এর বৃহৎ সমাবেশ চলতে থাকে। বিদ্রোহীদের নেতৃবৃন্দ গ্রামে গ্রামে ঘুরে কৃষকদেরকে বর্ধিত কর না দেবার জন্য প্রচারকার্য চালাতে থাকেন।

বরমা তহসিলে লাঠিয়াল বাহিনী গঠন

‘বরমা তহসিলে ‘মেল’-এর নেতৃবৃন্দ এক গ্রাম থেকে অন্য গ্রামে চিঠিপত্র আদানপ্রদানের জন্য নিজস্ব ডাক পিওন নিযুক্ত করে এবং বর্ধিত করের দায়ে সম্পত্তি ক্রোকে বাধা দানের জন্য একটি বৃহৎ লাঠিয়াল বাহিনী গঠন করে।

লছিমা তহসিলের সংঘর্ষ

১৮৯৪ খ্রীষ্টাব্দের ২১শে জানুয়ারী বড়পেটা মহকুমার লছিমা তহসিলে মহকুমা শাসক মাধবচন্দ্র বড়দলই একদল সশস্ত্র পুলিশ সঙ্গে নিয়ে বর্ধিত কর আদায় করতে গেলে তাদের সাথে বিদ্রোহীদের এক প্রচণ্ড সংঘর্ষ হয়।

লছিমার কৃষকদের গ্রেপ্তার

মৌজাদার ও মণ্ডল একদল সশস্ত্র পুলিসসহ লছিমায় কর আদায় করতে গেলে বিদ্রোহীরা তাদেরকে ঘেরাও করে প্রচণ্ড প্রহার করে। এই প্রহারের ফলে কয়েকদিন পর মণ্ডল মারা যায়। পরে একটি সৈন্যদল এসে ৭৫ জন কৃষককে গ্রেপ্তার করে। সৈন্যগণ তাদেরকে মহাকুমা হাকিমের ক্যাম্পে নিয়ে আসে।

লছিমার কৃষকদের মুক্তি

গ্রেপ্তারের পর অল্পকালের মধ্যেই প্রায় তিন হাজার বিদ্রোহী কৃষক মহকুমা হাকিমের ক্যাম্পে উপস্থিত হয়ে বন্দী কৃষকদের মুক্তি দাবি করে এবং মহকুমা হাকিমকে জানিয়ে দেয় যে, অবিলম্বে তাদের মুক্তি না দিলে তারা হাকিমের ক্যাম্প জ্বালিয়ে দেবে। মহকুমা হাকিম ভীত হয়ে অবিলম্বে ৭৫ জন কৃষকের মুক্তি দান করেন।

মহকুমা হাকিমের লছিমা ত্যাগ

মুক্ত কৃষকদের নিয়ে বিদ্রোহীরা চলে গেলে মহকুমা হাকিম রাত্রির অন্ধকারে লছিমা থেকে বড়পেটা পলায়ন করেন। অবিলম্বে লছিমায় একদল সৈন্য প্রেরণের জন্ম তিনি কমিশনারের নিকট আবেদন জানান।

লছিমায় কৃষক-পুলিশ সংঘর্ষ

মহকুমা হাকিমের আবেদন অনুযায়ী পরদিনই ডেপুটি কমিশনার বহু সৈন্য ও সশস্ত্র পুলিশ নিয়ে লছিমায় উপস্থিত হন। এর পর থেকে বিদ্রোহীদের সাথে সৈন্য ও পুলিসের সংঘর্ষ চলতে থাকে। এই সকল সংঘর্ষে বহু কৃষক নিহত ও আহত এবং অনেকে গ্রেপ্তার হয়।

ডেপুটি কমিশনার ও লছিমার কৃষকদের সংঘর্ষ

  • (১) ২৫শে জানুয়ারী ছয় হাজার কৃষক তাদের স্বাক্ষরিত একখানি পত্র নিয়ে ডেপুটি কমিশনারের কাছে উপস্থিত হয়। এই পত্রে ধৃত কৃষকদের মুক্তির দাবি ছিল এবং এতে জানানো হয়েছিল যে, তাদের মুক্তি না দিলে লছিমার থানা ও সরকারী অফিসসমূহ অগ্নিযোগে ভস্মীভূত করা হবে।
  • (২) ডেপুটি কমিশনার তাদের দাবির প্রতি কর্ণপাত না করায় বিদ্রোহীরা থানায় প্রবেশ করবার চেষ্টা করে। এই স্থানে পুলিশ ও সৈন্যদলের সাথে তাদের প্রচণ্ড সংঘর্ষ হয়।

উপসংহার :- কেবলমাত্র লাঠি নিয়ে সৈন্য ও পুলিশের রাইফেলের সাথে যুদ্ধ করা অসম্ভব বুঝে বিদ্রোহীরা পিছু হটে। এর পর দীর্ঘকাল পর্যন্ত পুলিশ ও সৈন্যদলের সাথে বিদ্রোহীদের সংঘর্ষ চলে।

(FAQ) আসামের লছিমার বিদ্রোহ সম্পর্কে জিজ্ঞাস্য?

১. লছিমার বিদ্রোহ কখন হয়?

১৮৯৪ খ্রি:

২. লছিমার বিদ্রোহ কোথায় হয়?

আসামের লছিমা তহসিলে।

৩. লছিমার কতজন কৃষককে গ্ৰেপ্তার করা হয়?

৭৫ জন।

৪. লছিমার কৃষকদের আক্রমণে কার মৃত্যু হয়?

স্থানীয় মণ্ডলের।

Leave a Comment