ভারত পত্রিকা প্রসঙ্গে রাজদ্রোহমূলক প্রবন্ধ প্রকাশ, প্রকাশকের কারাদণ্ড, ছাপাখানা স্থানান্তর, সম্পাদক তিরুমল আচার্য, তিরুমলের লণ্ডন গমন ও তিরুমলের প্যারিস গমন সম্পর্কে জানবো।
ভারত পত্রিকা
পত্রিকা | ভারত পত্রিকা |
মুদ্রাকর ও প্রকাশক | শ্রীনিবাস আয়েঙ্গার |
স্থান | মাদ্রাজ |
সময়কাল | ১৯০৮ খ্রি: |
অন্যতম সম্পাদক | তিরুমল আচার্য |
ভূমিকা :- মাদ্রাজ শহরে ‘ভারত’ নামে একটি তামিল পত্রিকা বৈপ্লবিক প্রচার কার্য আরম্ভ করে।
ভারত পত্রিকায় রাজদ্রোহমূলক প্রবন্ধ প্রকাশ
১৯০৮ খ্রিস্টাব্দের মে ও জুন মাসে এই পত্রিকায় পর পর তিন-চারটি ‘রাজদ্রোহ’ মূলক প্রবন্ধ বের হয়।
মাদ্রাজে ভারত পত্রিকার প্রকাশকের কারাদণ্ড
‘রাজদ্রোহ’ মূলক প্রবন্ধ বের করার অপরাধে পত্রিকার মুদ্রাকর ও প্রকাশক শ্রীনিবাস আয়েঙ্গারের দীর্ঘ কারাদণ্ড হয়।
ভারত পত্রিকার ছাপাখানা স্থানান্তর
এর পর ‘ভারত’ পত্রিকার ছাপাখানাটি মাদ্রাজ থেকে ফরাসীদের অধিকারভূক্ত পণ্ডিচেরীতে স্থানান্তরিত করা হয় এবং পূর্বাপেক্ষা বহুগুণ বেশী ‘রাজদ্রোহ’ মূলক প্রবন্ধ বের হতে থাকে।
মাদ্রাজে ভারত পত্রিকার সম্পাদক তিরুমল আচার্য
এই পত্রিকার একজন সম্পাদক ছিলেন তিরুমল আচার্য নামে এক যুবক।
ভারত পত্রিকার সম্পাদক তিরুমলের লণ্ডন গমন
তিরুমল ১৯০৮ খ্রিস্টাব্দের শেষদিকে পণ্ডিচেরী থেকে লণ্ডনে উপস্থিত হয়ে বিনায়ক দামোদর সাভারকর দ্বারা পরিচালিত ‘ইণ্ডিয়া হাউস’-এ যোগদান করেন।
মাদ্রাজে ভারত পত্রিকার সম্পাদক তিরুমলের প্যারিস গমন
১৯০৯ খ্রিস্টাব্দে তিরুমল লণ্ডন থেকে প্যারিস নগরীতে গিয়ে সেখানকার প্রবাসী ভারতীয় বিপ্লবীদের সাথছ মিলিত হন।
উপসংহার :- ১৯১০ খ্রিস্টাব্দে তিরুমল আচার্য প্যারিস থেকে পণ্ডিচেরীর ‘ভারত‘ অফিসে পত্রের মাধ্যমে অবিলম্বে বৈপ্লবিক ক্রিয়াকলাপ আরম্ভ করবার নির্দেশ পাঠান।
(FAQ) ভারত পত্রিকা সম্পর্কে জিজ্ঞাস্য?
মাদ্রাজ।
শ্রীনিবাস আয়েঙ্গার।
তামিল।
তিরুমল আচার্য।