বেনারস সমিতি প্রসঙ্গে প্রতিষ্ঠা, পরিচালন ভার, পরিচালক বঙ্কিমচন্দ্রের সহকারী, বেনারস শাখা-সমিতির বঙ্কিমচন্দ্রের কর্মপদ্ধতি, বেনারস শাখা-সমিতির সভ্য রঘুবীরের চাকরি গ্ৰহণ ও তার ইস্তাহার প্রকাশ সম্পর্কে জানবো।
বেনারস সমিতি
ঐতিহাসিক বিষয় | বেনারস সমিতি |
প্রতিষ্ঠাতা | শচীন্দ্রনাথ সান্ন্যাল |
প্রতিষ্ঠাকাল | ১৯১৩ খ্রি: |
সভ্য | বঙ্কিমচন্দ্র মিত্রর, রঘুবীর সিং |
ভূমিকা:- ১৯১৩ খ্রিস্টাব্দে বেনারস সমিতির প্রতিষ্ঠাতা শচীন্দ্রনাথ সান্ন্যালের উদ্যোগে বিহারে বৈপ্লবিক সমিতি প্রতিষ্ঠার চেষ্টা হয়।
বেনারস সমিতির শাখা প্রতিষ্ঠা
শচীন্দ্রনাথ স্বয়ং বহু চেষ্টা করে বিহারের তৎকালীন রাজধানী বাঁকিপুর শহরে বেনারস সমিতির একটি শাখা প্রতিষ্ঠা করেন। বাঁকিপুর কলেজের কয়েকজন ছাত্র এই শাখা-সমিতির সভ্য হয়েছিল।
বেনারস শাখা-সমিতির পরিচালন ভার
পরবর্তীতে বেনারস সমিতির অন্য একজন সভ্য বঙ্কিমচন্দ্র মিত্রের উপর বাঁকিপুরের শাখা-সমিতির পরিচালনার ভার পড়ে।
বেনারস শাখা-সমিতির পরিচালক বঙ্কিমচন্দ্রের সহকারী
বঙ্কিমচন্দ্র ছিলেন বিহার ন্যাশনাল কলেজের ছাত্র। কলেজে পড়বার সময় তিনি রঘুবীর সিং নামে একজন বিহারী ছাত্রকে বৈপ্লবিক সমিতির সভ্য করেন। রঘুবীর সিং ক্রমশ বঙ্কিমের প্রধান সহকারীর পদ লাভ করে।
বেনারস শাখা-সমিতির বঙ্কিমচন্দ্রের কর্মপদ্ধতি
বেনারস ষড়যন্ত্র মামলার বিচারকালে বঙ্কিমচন্দ্রের জনৈক সহপাঠী ছাত্র তার সাক্ষ্যে বঙ্কিমের কর্মপদ্ধতি সম্পর্কে নিম্নোক্ত বিবৃতি দিয়েছিল –
“বঙ্কিমচন্দ্র অধ্যয়নের জন্য বিহার ন্যাশনাল কলেজে প্রবেশ করে এবং কলেজের কয়েকজন ছাত্র নিয়ে বঙ্কিম একটি সমিতি স্থাপন করে। সমিতির বৈঠকে সে বিবেকানন্দ-এর রচনাবলী ব্যাখ্যা করে শুনাত। আমি (সাক্ষী) নিজেও একজন শিক্ষক ছিলাম। সমিতিতে প্রবেশ করবার সময় কোনো বাইরের লোকের কাছে সমিতির গোপন কথা প্রকাশ না করবার জন্য প্রত্যেক সভ্যকে ভগবান ও পুরোহিতের নামে শপথ গ্রহণ করতে হত। এদেশ থেকে ব্রিটিশ শাসনের উচ্ছেদের জন্য বঙ্কিম আমাদের উদ্বুদ্ধ করে তুলত। সে আমাদের এমনভাবে প্রস্তুত হতে বলত যাতে আমরা ব্রিটিশকে এদেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হই।”
বেনারস শাখা-সমিতির সভ্য রঘুবীরের চাকরি গ্ৰহণ
কিছুদিন পর রঘুবীর সিং এলাহাবাদে চলে যায় এবং সেখানে একটি পদাতিক সৈন্যবাহিনীর অফিসে কেরানীর চাকরি গ্রহণ করে।
বেনারস শাখা-সমিতির সভ্য রঘুবীরের ইস্তাহার প্রকাশ
এলাহাবাদে চাকরি করবার সময়ই একবার রাজদ্রোহমূলক ইস্তাহার বিলি করতে গিয়ে রঘুবীর পুলিশের হাতে গ্রেপ্তার হয় এবং দু বছরের কারাদণ্ড ভোগ করে।
উপসংহার :- পরবর্তীতে বেনারস ষড়যন্ত্র মামলার সময় রঘুবীর সিং ও বঙ্কিমচন্দ্র গ্রেপ্তার হয়। বঙ্কিমচন্দ্র দশ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়। এরপর থেকে বেনারস সমিতির কর্মধারা স্তিমিত হয়ে যায়।
(FAQ) বেনারস সমিতি সম্পর্কে জিজ্ঞাস্য?
শচীন্দ্রনাথ সান্ন্যাল।
১৯১৩ খ্রিস্টাব্দে।
বঙ্কিমচন্দ্র মিত্র ও রঘুবীর সিং।