বিখ্যাত ফরাসি নারী ম্যাডাম দু বেরীর প্রেমপত্র প্রসঙ্গে ম্যাডাম দু বেরীর পরিচিতি, ম্যাডাম দু বেরীর বিচিত্রময় জীবন, ম্যাডাম দু বেরীর প্রেম, ম্যাডাম দু বেরীর প্রণয়ী ও ম্যাডাম দু বেরীর মূল প্রেমপত্র সম্পর্কে জানব।
কাউন্টেস বা ম্যাডাম দু বেরীর প্রেমপত্র
ঐতিহাসিক প্রেমপত্র | ম্যাডাম দু বেরীর প্রেমপত্র |
পরিচিতি | পঞ্চদশ লুইয়ের রানী |
প্রণয়ী | মঁসিয়ে দুভাল |
প্রেমপত্র রচনা | মে, ১৭৬৯ |
ফরাসি বিপ্লব | ১৭৮৯ খ্রি |
ম্যাডাম দু বেরীর জীবন বিচিত্রময়। ভাগ্যচক্রের পরিবর্তন তাঁর জীবন ইতিহাসকে বিশিষ্ট আসন দিয়েছে। তাঁর অসামান্য় রূপলাবণ্য বিখ্যাত ফরাসী ধনী জন দু বেরীর হৃদয় জয় করেছিল এবং তাঁকে বিয়ে করে ম্যাডাম বেরী অবশেষে পঞ্চদশ লুই-এর মহিষী হবার সোপান রচনা করেছিলেন। ফরাসী সম্রাটের উপর তাঁর প্রভাব জগদ্বিখ্যাত এবং ফরাসী বিপ্লব-এর সময় সম্রাটের মৃত্যুর পর তিনি যে ইংল্যান্ড-এ পলায়ন করেন ইতিহাস পাঠক মাত্রেরই তা অবিদিত নয়। অবশেষে বিদ্রোহীদের দ্বারা এই নারী যে কারারুদ্ধ ও নিহিত হন সে কথাও কারো অজানা নেই – এটাই বিধিলিপি।
এই কাউন্টেস দু বেরী তাঁর প্রণয় জীবনের এক প্রণয়ী মঁসিয়ে দুভালকে লিখেছিলেন –
মে, ১৭৬৯
বন্ধু, আমি তোমায় পূর্বেও বলেছি আবার বলছি আমি তোমায় ভালবাসি। তুমিও এই কথাই বল বটে কিন্তু তোমার পক্ষে তা ধৃষ্টতা। প্রকৃতপক্ষে প্রথম মিলনের পর তুমি আর আমার কথা ভাববে না – আমাকে চাইবে না। আমি জানি, জগতকে আমি চিনতে শিখেছি – সুতরাং যা বলি মন দিয়ে শোনো। আমি পণ্যা স্ত্রী হয়ে (কারও দাসী হয়ে) থাকতে চাই না। আমি চাই গৃহকর্ত্রী হতে – সেই জন্য চাই এমন একজন পুরুষকে যে আমার ভরণ পোষণের ভার নিতে পারবে। আমি যদি তোমায় না ভালবাসি তা হলে তোমার কাছ থেকে আমি চাইব শুধু অর্থ, বলব – আমার জন্য আলাদা একটি ঘর ভাড়া কর, আসবাব পত্র কিনে আন, তা যদি না হয় যদি তুমি নেহাত বল সেই ক্ষমতা তোমার নেই, তাহলে আমাকে তোমার বাড়ি নিয়ে চল! তাতে তোমার আলাদা ঘর ভাড়া করবার জন্য বেশী খরচ হবে না – তোমার নিজের থাকা খাওয়ার খরচের সঙ্গেই তা হয়ে যাবে, খালি আমার সাজ পোষাকের জন্য যা একটু বেশী লাগবে, তার জন্য না হয় আমার হাতে মাসে দশ পাউণ্ড দিলেই হবে – তাতেই আমার সব হয়ে যাবে। তাতে তুমি ও আমি দুজনেই বেশ সুখে থাকতে পারব – তুমিও তখন আর বলতে পারবে না যে তোমার প্রেম আমি প্রত্যাখ্যান করেছি। কি, ঠিক বলছি কি না? যদি আমায় ভালবাস – যদি একান্তই আমাকে চাও তবে আমার প্রস্তাব মত ব্যবস্থা কর আর তা যদি না কর – তবে এস যে যার পথ দেখি। আচ্ছা – আসি, তবে বিদায় – আমার আন্তরিক আলিঙ্গন নিও।
দু বেরী
(FAQ) ম্যাডাম দু বেরীর প্রেমপত্র সম্পর্কে জিজ্ঞাস্য?
ইতিহাস খ্যাত ফরাসি নারী ম্যাডাম দু বেরী ছিলেন পঞ্চদশ লুইয়ের রানী।
মঁসিয়ে দুভাল।
মে, ১৭৬৯ খ্রিস্টাব্দে।