রাশিয়ার দ্বিতীয় ক্যাথরিনের প্রেমপত্র প্রসঙ্গে দ্বিতীয় ক্যাথরিনের পরিচিতি, দ্বিতীয় ক্যাথরিনের প্রসিদ্ধি, দ্বিতীয় ক্যাথরিনের প্রেম, দ্বিতীয় ক্যাথরিনের প্রেমিক ও দ্বিতীয় ক্যাথরিনের মূল প্রেমপত্র সম্পর্কে জানব।
সম্রাজ্ঞী দ্বিতীয় ক্যাথরিনের প্রেমপত্র
ঐতিহাসিক প্রেমপত্র | দ্বিতীয় ক্যাথরিনের প্রেমপত্র |
পরিচিতি | রাশিয়ার জার তৃতীয় পিটারের মহিষী |
প্রসিদ্ধি | দুষ্ট স্বভাবের জন্য |
স্বামী | জার তৃতীয় পিটার |
প্রেমিক | অজ্ঞাত পরিচয় ব্যক্তি |
তৃতীয় পিটারের মহিষী সম্রাজ্ঞী ক্যাথরিন তাঁর দুষ্ট স্বভাবের জন্য ইতিহাস-প্রসিদ্ধ। স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্র ও অবশেষে স্বামী হত্যা করতেও তিনি কুন্ঠিতা হন নাই। কোনো অজ্ঞাতব্যক্তির উদ্দেশে লেখা তাঁর একখানি পত্রের বঙ্গানুবাদ দেওয়া হল। চিঠিখানা পড়লে মনে হয় যে তাঁর কোনো প্রিয়জনের মৃত্যুতে শোকসন্তপ্ত হৃদয়ে অন্য কোনো প্রিয়জনকে লিখছেন। তিনি ষড়যন্ত্রকারীদের মধ্যে একজনকে লিখছেন –
এই চিঠিখানা যখন লিখতে আরম্ভ করি তখন আমার মনে ছিল আনন্দ – অন্তরে ছিল সুখ। সে পুলক-হিল্লোল এখন আর নেই। আজ আমার দুঃখের অবধি নেই – হৃদয়ের সে আনন্দ কোথায় মিলিয়ে গেছে! ভেবেছিলাম জীবনে যে ক্ষতি হল সে শোক বুঝি সহ্য করতে পারব না। আজ আট দিন হল আমি আমার প্রিয়তমকে হারিয়েছি। সে ত আজ আর ইহজগতে নেই।
যে ঘর ছিল আমার এত প্রিয় – সেই ঘর আজ আমার কাছে অন্ধকার কারাগার বলে বোধ হচ্ছে। শূন্য ঘর যেন হাঁ করে আমায় গিলতে আসছে। যার সঙ্গে দেখা হচ্ছে, মনে হচ্ছে সেই যেন কাঁদছে – কথা কইতে যাই বাক রোধ হয়ে আসছে। আহার নেই, চোখে নেই নিদ্রা। লেখবার পড়বার ক্ষমতা যেন আমার লুপ্ত হয়ে গেছে। আমার কি হলো! সে যে আমায় ত্যাগ করে চলে গেছে – তার অভাব তো আর পূর্ণ হবে না – আমার হাসি আমার আনন্দ সবই যে সে নিয়ে গেছে – দিয়ে গেছে দুঃখ – এ দুঃখের অবসান বুঝি হবে না এই জীবনে!
দেরাজ খুলে দেখলাম এই চিঠিখানা অসমাপ্ত হয়ে পড়ে আছে – শেষ করবার ক্ষমতা আমার নেই –
(FAQ) দ্বিতীয় ক্যাথরিনের প্রেমপত্র সম্পর্কে জিজ্ঞাস্য?
রাশিয়ার জার তৃতীয় পিটারের মহিষী।
তার দুষ্ট স্বভাবের জন্য।
অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি।