মোগল দরবারে অন্তঃপুরিকার শাসন

অন্তঃপুরিকার শাসন প্রসঙ্গে স্মিথের অভিমত, বৈরাম খাঁর পতন, স্মিথের মতের বিরোধিতা, বৈরাম খাঁকে ক্ষমা প্রদর্শন, উদার শাসন নীতির সূচনা, রাজ্য বিস্তার নীতি গ্রহণ, সমন্বয় নীতি প্রবর্তন, আদম খান ও আনাগার মৃত্যু সম্পর্কে জানবো।

মোগল দরবারে অন্তঃপুরিকার শাসন

বিষয়অন্তঃপুরিকার শাসন
সময়কাল১৫৬০-৬৪ খ্রি
রাজাআকবর
পরিচালকমহম আনাগা ও আদম খাঁ
অন্তঃপুরিকার শাসন

ভূমিকা :- ১৫৬০ খ্রিস্টাব্দে বৈরাম খাঁর পতনের পর মোগল দরবারের অধিকাংশ কাজ মহম আনাগা ও তাঁর পুত্র আদম খাঁর নির্দেশে পরিচালিত হয়।

অন্তঃপুরিকার শাসন সম্পর্কে স্মিথের অভিমত

১৫৬০-৬৪ খ্রিস্টাব্দ পর্যন্ত অন্তঃপুরিকার শাসনকে ভিনসেন্ট স্মিথ period of Petticoat Government” বা অন্তঃপুরিকার শাসনকাল বলে অভিহিত করেছেন।

অন্তঃপুরিকার শাসনকালে বৈরাম খাঁর পতন

একথা সত্য যে, দরবারের যে তুরানী গোষ্ঠী ইরানী এবং শিয়া বৈরাম খাঁর পতন ঘটায় তারা নিস্বার্থ ছিল না। এই গোষ্ঠীর নেতা আকবরের ধাত্রীমাতার পুত্র আদম খান প্রমুখ বৈরামের পতনের পর কিছু ক্ষমতা লাভ করে। ১৫৬৪ খ্রিস্টাব্দে আকবর নিজ হাতে শাসনভার নেন।

অন্তঃপুরিকার শাসন সম্পর্কে স্মিথের মতের বিরোধিতা

  • (১) অধুনা গবেষকরা স্মিথের এই মতকে স্বীকার করেন না। আকবর তাঁর ধাত্রীমাতার প্রতি শ্রদ্ধাবশত তাঁর পুত্র ও তাঁর আত্মীয়দের কিছু দায়িত্বপূর্ণ পদ দেন। তাছাড়া বৈরামের পতনের ফলে যে সকল পদ শূন্য হয় তা তাকে পূরণ করতে হয়।
  • (২) কিন্তু এর অর্থ এই নয় যে, আকবর ১৫৬০ খ্রিস্টাব্দের পর কোনো নিজস্ব নীতি গ্রহণ করতেন না এবং অন্ধভাবে তার ধাত্রীমাতা ও তাঁর পরিবারের কথা মেনে চলতেন।

অন্তঃপুরিকার শাসনকালে বৈরাম খাঁকে ক্ষমা প্রদর্শন

বৈরাম ছিলেন মহম আনাগা ও তাঁর পুত্র আদম খাঁর প্রধান শত্রু। তাদের হাতে প্রকৃত ক্ষমতা থাকলে তাঁরা বৈরামকে মৃত্যুদণ্ড দিতেন। কিন্তু আকবর বৈরামকে ক্ষমা প্রদর্শন করেন।

অন্তঃপুরিকার শাসনকালে আকবরের উদার শাসন নীতির সূচনা

আকবর ১৫৬২ খ্রিস্টাব্দে তাঁর উদার শাসন নীতির সূচনা করেন। ১৫৬৩ খ্রিস্টাব্দে হিন্দুদের ওপর তীর্থ কর এবং ১৫৬৪ খ্রিস্টাব্দে আকবর জিজিয়া কর রহিত করেন।

অন্তঃপুরিকার শাসনকালে আকবরের রাজ্য বিস্তার নীতি গ্ৰহণ

ডঃ আর পি ত্রিপাঠীর মতে, এই সময় আকবর তাঁর রাজ্য বিস্তার নীতি গ্রহণ করেন। তিনি আদম খাঁ ও পীর মহম্মদকে মালব জয়ের আদেশ দেন।

অন্তঃপুরিকার শাসনকালে আকবরের সমন্বয় নীতি প্রবর্তন

এই সময়ে আকবর রাজপুত কন্যাকে বিবাহ করে তাঁর সমন্বয় নীতি প্রবর্তন করেন।

আকবরের নির্দেশে আদম খানের মৃত্যুদন্ড

মালবে আদম খানের ঔদ্ধত্য ও স্বার্থপরতার জন্য আকবর বিশেষ বিরক্ত হন। আদম খান সম্রাটের বিরক্তিতে ভ্রুক্ষেপ না করে সামসুদ্দিন আগা খানকে হত্যা করলে, আকবর তাঁর মৃত্যুদণ্ড দেন।

আনাগার মৃত্যুতে অন্তঃপুরিকার শাসনের অবসান

পুত্র আদম খানের মৃত্যুর ফলে বৃদ্ধা মহম আনাগা ভগ্ন হৃদয়ে প্রাণত্যাগ করেন।

উপসংহার :- সুতরাং একথা বলা যায় যে, ১৫৬০ খ্রিস্টাব্দের পর আকবর নিজ হাতেই শাসনদণ্ড পরিচালনা করেন।

(FAQ) অন্তঃপুরিকার শাসন সম্পর্কে জিজ্ঞাস্য?

১. মুঘল আমলে কোন সময়কাল অন্তঃপুরিকার শাসন নামে পরিচিত?

১৫৬০-১৫৬৪ খ্রিস্টাব্দে।

২. কাদের দ্বারা অন্তঃপুরিকার শাসন পরিচালিত হয়?

মহম আনাগা ও আদম খাঁ।

৩. মহম আনাগা কে ছিলেন?

আকবরের ধাত্রীমাতা।

৪. আকবর কবে জিজিয়া কর রহিত করেন?

১৫৬৪ খ্রিস্টাব্দে।

Leave a Comment