ক্যারোলিন ও রবার্ট সাউদির প্রেমপত্র

ইংল্যান্ডের ক্যারোলিন ও রবার্ট সাউদির প্রেমপত্র প্রসঙ্গে ক্যারোলিন ও রবার্ট সাউদির পরিচয়, ক্যারোলিন ও রবার্ট সাউদির খ্যাতি, ক্যারোলিন ও রবার্ট সাউদির প্রেম, ক্যারোলিন ও রবার্ট সাউদির মূল প্রেমপত্র সম্পর্কে জানব।

ক্যারোলিন ও রবার্ট সাউদির প্রেমপত্র

ঐতিহাসিক প্রেমপত্রক্যারোলিন ও রবার্ট সাউদির প্রেমপত্র
পরিচিতিউনবিংশ শতাব্দীর ইংরাজ কবি
দেশইংল্যান্ড
প্রেমিকরবার্ট সাউদি
প্রেমিকাক্যারোলিন
ক্যারোলিন ও রবার্ট সাউদির প্রেমপত্র

সাউদি ছিলেন উনবিংশ শতাব্দীর ইংরাজ কবি। ‘লাইফ অব নেলসেন’ তাঁর শ্রেষ্ঠ গ্রন্থ। ১৭৯৭ খ্রিস্টাব্দে তিনি এডিথ ফ্রিকারকে গোপনে বিবাহ করেন এবং তার চল্লিশ বছর পর দ্বিতীয় বারে ক্যারোলিন বাউলসের পাণিগ্রহণ করেন।

ক্যারোলিনকে বিবাহের প্রায় কুডি বছর পূর্বে ১৮১৮ খ্রিস্টাব্দে তাঁরা পরস্পরের প্রেমে মুগ্ধ হন, পত্রের আদান-প্রদান হতে আরম্ভ হয়। সেই সময় ক্যারোলিন একবার রবার্টকে লিখেছিলেন তিমি অনেকের দ্বারা প্রতারিত হয়েছিলেন – এই পত্র পাঠে তা বেশ বোঝা যায়।

বাকল্যাণ্ড, ২রা জানুয়ারী, ১৮২৪

প্রিয় রবার্ট,

এককথায় বলতে গেলে জগতে একটি মাত্র লোক তুমি যার সঙ্গে হৃদ্যতা বা বন্ধুত্ব করে আমি প্রতারিত হই নি বা যাকে পেয়ে ভুল করেছি বলে অনুতাপ করতে হয় নি। তুমি যে আমায় ত্যাগ কর নি তার কারণ তুমি আমার দুঃখ বোঝ – সে জ্ঞান তোমার আছে। অতীতে সুখের দিনে কত লোক আমার প্রতি কত দরদ দেখিয়েছে কিন্তু আজ তারা কেউ নেই। জগতের এই রীতি – আমার তিক্ত অভিজ্ঞতা হয়েছে।

জীবনের সকল অবস্থাতে – সুখে দুঃখে আনন্দে বিষাদে যে বন্ধু সেই প্রকৃত যন্ধু; আর সেই রকম একটি মাত্র বন্ধু পঞ্চাশ জন্মের হাজার হাজার নির্মম ক্ষণিকের পরিচয়ের গ্লানি মুছিয়ে দেয়। তোমাকে পেয়েছি হয়ত অনেক দেরীতে কিন্তু তাতে কি আসে যায়! দেরীতে পেয়েছি বলেই আমাদের এ বন্ধুত্ব এই ভালবাসা হবে প্রকৃত চিরস্থায়ী। ভগবানের ইচ্ছায় আমরা যেন পরস্পরের সান্নিধ্য লাভ করতে পারি। তোমার মাথায় তাঁর আশিস ঝরে পড়ুক – তোমার জীবন দীর্ঘ ও মধুময় হয়ে উঠুক – এই আমার প্রার্থনা, প্রিয়তম।

ক্যারোলিন

(১৮২৯ খ্রিস্টাব্দের ১লা জানুয়ারী কেসউইক থেকে সাউদি ক্যারোলিনকে লিখেছিলেন) –

আজ ১ লা জানুয়ারী – নববর্ষের শুভ প্রথম দিন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি কুশলে থাক! তোমার স্বাস্থ্যের উন্নতি হোক, দুঃখ ও ক্লেশ তোমার কাছ থেকে দূরে সরে যাক – বেড়ে উঠুক তোমার সুখ সম্পদ! তোমার মনোবাসনা পূর্ণ হোক – তুমি চিরায়ু হও প্রিয়ে! তোমার যশঃ সৌরভ দিগন্ত বিস্তৃত হোক, তুমি পরিপূর্ণ ভাবে তোমার সৎকর্মের ফলভোগ কর!

তুমি উপহার পাঠিয়েছ কী চমৎকার একখানি ছবি, আর তার সঙ্গে পাঠিয়েছ তোমার কোমল হাতের ছোঁয়া লাগা একখানি চিঠি। তোমার চিঠি পেলে যে আমার কী আনন্দ হয়! তোমার পত্রে যাই লেখা থাকুক না তাতেই আমার তৃপ্তি, তাতেই আমি নিজেকে কৃতার্থ মনে করি। কিন্তু প্রিয়ে, তোমার অসুখ কি তোমার কোনো বিপদ আপদের কথা লেখা থাকলেই আমার সব আনন্দ মুহূর্তে মিলিয়ে যায়! তোমার বাড়ির একদিককার প্রাচীর ভেঙ্গে পড়েছে শুনে আতঙ্কে আমার গা কাঁপছে। ভগবান রক্ষা করেছেন – নইলে মনে কর দেখি এর পরিণাম কত খারাপ হত যদি না তিনি রক্ষা করতেন। প্রাণেশ্বরী – ভগবান তোমার মঙ্গল করুন।

সাউদি

(FAQ) ক্যারোলিন ও রবার্ট সাউদির প্রেমপত্র সম্পর্কে জিজ্ঞাস্য?

১. রবার্ট সাউদি কে ছিলেন?

রোমান্টিক স্কুলের ইংরেজ কবি।

২. রবার্ট সাউদির বিখ্যাত গ্রন্থের নাম কী?

‘লাইফ অব নেলসেন’।

৩. রবার্ট সাউদির স্ত্রীর নাম কী?

এডিথ ফ্রিকার ও ক্যারোলিন।

৪. রবার্ট সাউদি কাকে তার প্রেমপত্র প্রেরণ করেন?

ক্যারোলিন।

Leave a Comment