বন্দেমাতরম পত্রিকা

বন্দেমাতরম পত্রিকা প্রসঙ্গে সম্পাদক, প্রকাশকাল, প্রকাশনা স্থান, উদ্দেশ্য, পত্রিকার নির্দেশ, মাদাম কামার লেখনী ও ম্যাজিস্ট্রেট হত্যা সম্পর্কে বন্দেমাতরম পত্রিকার লেখনী সম্পর্কে জানবো।

বন্দেমাতরম পত্রিকা

পত্রিকাবন্দেমাতরম পত্রিকা
সম্পাদকমাদাম কামা
প্রকাশকালমে, ১৯১০ খ্রি:
প্রকাশনা স্থানপ্যারিস
বন্দেমাতরম পত্রিকা

ভূমিকা :- ১৯১০ খ্রিস্টাব্দের মে মাসে বিখ্যাত প্রবাসী মাদ্রাজী বিপ্লববাদী মাদাম কামা প্যারিস নগরী থেকে ‘বন্দেমাতরম’ নামে একটি সংবাদপত্র প্রকাশ করেন।

বন্দেমাতরম পত্রিকার সম্পাদক

ভারতীয় বিপ্লবাদের জননী মাদাম কামা বন্দেমাতরম পত্রিকার সম্পাদনা করতেন।

বন্দেমাতরম পত্রিকার প্রকাশকাল

১৯১০ খ্রিস্টাব্দের মে মাসে বন্দেমাতরম পত্রিকার যাত্রা শুরু হয়।

বন্দেমাতরম পত্রিকার প্রকাশনা স্থান

ফ্রান্স-এর প্যারিস শহর থেকে মাদাম কামা বন্দেমাতরম পত্রিকাটির প্রকাশ শুরু করেন।

বন্দেমাতরম পত্রিকার উদ্দেশ্য

এই পত্রিকার মাধ্যমে মাদাম কামা মাদ্রাজের বৈপ্লবিক সংগ্রামে প্রেরণা যোগাতে থাকেন।

বন্দেমাতরম পত্রিকার নির্দেশ

এই পত্রিকার বিভিন্ন প্রবন্ধে ইংরেজ-হত্যা প্রভৃতি বৈপ্লবিক ক্রিয়াকলাপের স্পষ্ট নির্দেশ দেওয়া হত।

বন্দেমাতরম পত্রিকায় মাদাম কামার লেখনী

১৯১১ খ্রিস্টাব্দের এপ্রিল সংখ্যায় মাদাম কামা লিখেছিলেন –

“সভায়, বাংলোতে, রেলপথে, রেলগাড়ীতে, দোকানে, গির্জায়, বাগানে অথবা কোনো মেলায় – যেখানে পার, যেখানে সুবিধা হবে সেইখানেই ইংরেজদের হত্যা কর। অফিসার ও সাধারণ লোকের মধ্যে কোনো বাদ-বিচার করো না। মহামতি নানা সাহেব এই সত্তাটি বুঝেছিলেন, আর আমাদের বাংলাদেশ-এর বন্ধুরাও তা বুঝতে পেরেছেন। তাদের চেষ্টা সফল হোক, তাঁদের হস্ত প্রসারিত হোক। এখন আমরা ইংরেজদের বলতে পারি, ‘এই জঙ্গল হতে যতদিনে তোমাদের না তাড়াই, ততদিন চুপ করে থাক।”

ম্যাজিস্ট্রেট হত্যা সম্পর্কে বন্দেমাতরম পত্রিকার লেখনী

১৯১১ খ্রিস্টাব্দের জুন মাসে তিনেভেলি জেলার ম্যাজিস্ট্রেট অ্যাসের হত্যা উপলক্ষে ‘বন্দেমাতরম’ পত্রিকার জুলাই-সংখ্যায় লেখা হয় –

“যখন জমকালো পোষাক পরা হিন্দুস্থানের ক্রীতদাসের দল রাজকীয় সার্কাসের মত লণ্ডনের রাস্তায় কুচকাওয়াজ করছে এবং (রাজা পঞ্চম জর্জের রাজ্যাভিষেক উপলক্ষে) কতকগুলি গরুর মত ইংল্যান্ড-এর রাজার পদতলে লুটিয়ে পড়ছে, ঠিক তখনই তিনেভেলি ও ময়মনসিংহ জেলায় আমাদের দুইজন দেশবাসী তাদের সাহসিকতাপূর্ণ কাজের দ্বারা প্রমাণ করেছেন যে, হিন্দুস্থান ঘুমিয়ে নেই।”

উপসংহার :- মূলত বৈপ্লবিক সংগ্ৰামে প্রেরণা জোগানোই ছিল বন্দেমাতরম পত্রিকার প্রধান উদ্দেশ্য। মাদাম কামা একে শ্রীমদ্ভগবদ্গীতার নির্দেশ বলে উল্লেখ করেন।

(FAQ) বন্দেমাতরম পত্রিকা সম্পর্কে জিজ্ঞাস্য?

১. বন্দেমাতরম পত্রিকা কোথা থেকে প্রকাশিত হয়?

প্যারিস।

২. বন্দেমাতরম পত্রিকার সম্পাদক কে ছিলেন?

ভিখাজী রুস্তমজী মাদাম কামা।

৩. বন্দেমাতরম পত্রিকা প্রথম কখন প্রকাশিত হয়?

মে, ১৯১০ খ্রিস্টাব্দে।

Leave a Comment