আজ সম্বাদ কৌমুদী পত্রিকা -র সম্পাদক, প্রকাশকাল, প্রধান উদ্যোক্তা, প্রকাশক, উদ্দেশ্য, কুসংস্কারের বিরোধিতা, সমাচার দর্পণ পত্রিকার হিন্দু বিরোধিতার জবাব, পত্রিকার লেখক গোষ্ঠী সম্পর্কে জানবো।
সাপ্তাহিক সম্বাদ কৌমুদী পত্রিকা প্রসঙ্গে সম্বাদ কৌমুদী পত্রিকার প্রকাশকাল, সম্বাদ কৌমুদী পত্রিকার সম্পাদক, সম্বাদ কৌমুদী পত্রিকার প্রকাশক, সম্বাদ কৌমুদী পত্রিকার উদ্দেশ্য, সম্বাদ কৌমুদী পত্রিকার পৃষ্ঠপোষক, সম্বাদ কৌমুদী পত্রিকায় কুসংস্কারের বিরোধিতা, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনা ত্যাগ, সম্বাদ কৌমুদী পত্রিকার প্রকাশনা বন্ধ ও সম্বাদ কৌমুদী পত্রিকার লেখকগোষ্ঠী।
সাপ্তাহিক সম্বাদ কৌমুদী পত্রিকা
ধরণ | সাপ্তাহিক পত্রিকা |
প্রকাশকাল | ১৮২১ খ্রিস্টাব্দ |
সম্পাদক | ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় |
প্রকাশনা স্থান | কলকাতা |
ভূমিকা :- একটি বাংলা সাপ্তাহিক পত্রিকা হল সম্বাদ কৌমুদী। এই পত্রিকার সঙ্গে রাজা রামমোহন রায়ের নাম বিশেষ ভাবে জড়িত ছিল।
সম্বাদ কৌমুদী পত্রিকার সম্পাদক
সম্বাদ কৌমুদী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়।
সম্বাদ কৌমুদী পত্রিকার প্রকাশকাল
পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়েছিল কলকাতা থেকে ১৮২১ সালের ৪ঠা ডিসেম্বর। পত্রিকাটি প্রতি মঙ্গলবার প্রকাশিত হত।
সম্বাদ কৌমুদী পত্রিকার পৃষ্ঠপোষক
সম্বাদ কৌমুদী পত্রিকার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন রাজা রামমোহন রায়।
সম্বাদ কৌমুদী পত্রিকার প্রকাশক
এই পত্রিকার প্রকাশক ছিলেন তারাচাদ দত্ত। ১৮৩৪ সাল পর্যন্ত পত্রিকাটি প্রকাশিত হয়েছিল।
সম্বাদ কৌমুদী পত্রিকার উদ্দেশ্য
লোকহিত সাধনই ছিল এই সংবাদপত্র প্রচারের প্রধান লক্ষ্য। সম্বাদ কৌমুদী প্রগতি ও যুক্তিমার্গ অবলম্বন করেছিল।
উদারনৈতিক পত্রিকা সম্বাদ কৌমুদী পত্রিকা
মূলত সামাজিক ও হিন্দুধর্মীয় রক্ষণশীলতার বিরুদ্ধে উদার মনোভাব নিয়ে পত্রিকাটি লেখনী ধারণ করেছিল।
সম্বাদ কৌমুদী পত্রিকায় কুসংস্কারের বিরোধিতা
তদানীন্তন হিন্দু সমাজের কুসংস্কারগুলো দূর করার জন্য সংস্কারের পক্ষে জনমত গড়ে তোলায় ‘সংবাদ কৌমুদী’ বিশেষ ভূমিকা পালন করেছে।
ভবানীচরণের সম্বাদ কৌমুদী পত্রিকার সম্পাদনা ত্যাগ
পরবর্তীতে রাজা রামমোহনের সাথে মত-পার্থক্যে জড়িয়ে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় পত্রিকাটির সম্পাদনা ত্যাগ করেন এবং পরবর্তীতে ১৮২২ সালের ৫ই মে সমাচার চন্দ্রিকা পত্রিকা প্রকাশ করেন।
সম্বাদ কৌমুদী পত্রিকার প্রকাশনা বন্ধ
ব্রিটিশ সরকার সেই সময়কার সংবাদপত্র গুলোর উপর সেন্সরশিফ আরোপ করার পর রামমোহন রায় পত্রিকাটি বন্ধ করে দেন।
সম্বাদ কৌমুদী পত্রিকায় সমাচার দর্পণের জবাব
সমাচার দর্পণ পত্রিকায় প্রায়ই হিন্দুধর্ম ও সমাজকে অকারণে গালিগালাজ করা হত। এর প্রতিবিধান করার জন্য ১৮২১ সালের ৪ঠা ডিসেম্বর রাজা রামমোহন রায় ও ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ‘সম্বাদ কৌমুদী’ পত্রিকাটি প্রকাশ করে ‘সমাচার দর্পণে’ প্রকাশিত মিশনারীদের হিন্দুধর্মের প্রতি আক্রমণের যথোপযুক্ত জবাব দেন।
সম্বাদ কৌমুদী পত্রিকার লেখকগোষ্ঠী
রাজা রামমোহন রায়, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ও তারাচাঁদ দত্ত ছিলেন এই পত্রিকার লেখক।
উপসংহার :- উনিশ শতকীয় রেনেশাঁস বা নবজাগরণ -এর প্রথম পুরোধা রামমোহন রায় এই পত্রিকার সঙ্গে যুক্ত হয়ে তাঁর উদার দৃষ্টিভঙ্গি এবং যুক্তিনিষ্ঠ মনের দ্বারা গভীর প্রভাব বিস্তার করেন। বিশেষ করে সমাচার দর্পণের হিন্দু বিরোধী অপপ্রচার বন্ধ করার জন্য এই পত্রিকার ভূমিকা অনস্বীকার্য।
প্রিয় পাঠক/পাঠিকা আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “সম্বাদ কৌমুদী পত্রিকা” পোস্টটি পড়ার জন্য। এই ভাবেই adhunikitihas.com ওয়েবসাইটের পাশে থাকুন। যেকোনো প্রশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলো করুণ এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তুলুন।
সবশেষে আপনার কাছে আমাদের অনুরোধ যদি এই পোস্টটি আপনার ভালো লেগে থাকে তাহলে Comment ও Share করে দিবেন, (ধন্যবাদ)।
(FAQ) সম্বাদ কৌমুদী পত্রিকা সম্পর্কে জিজ্ঞাস্য?
রাজা রামমোহন রায়।
১৮২১ খ্রিস্টাব্দের ৪ ডিসেম্বর মঙ্গলবার।
ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়।