বিজয়নগর সাম্রাজ্যের সালুভ বংশ প্রসঙ্গে নরসিংহ সালুভ, তিস্ম, নরস নায়ক সম্পর্কে জানবো।
বিজয়নগর সাম্রাজ্যের সালুভ বংশ
বিষয় | বিজয়নগর রাজ্যের শালুভ বংশ |
সময়কাল | ১৪৮৬-১৫০৩ খ্রি: |
প্রতিষ্ঠাতা | নরসিংহ সালুভ |
শেষ রাজা | নরস নায়ক |
সাম্রাজ্য | বিজয়নগর সাম্রাজ্য |
ভূমিকা :- সঙ্গম বংশ-এর শেষ রাজা বিরূপাক্ষের দুর্বলতার সুযোগে বিজয়নগরের এই চরম সঙ্কটে চন্দ্রগিরির সালুভ বংশীয় সামন্তরাজা নরসিংহ সালুভ বিজয়নগরের পরিত্রাতার ভূমিকা গ্রহণ করেন।
বিজয়নগর সাম্রাজ্যের সালুভ বংশের প্রতিষ্ঠাতা নরসিংহ সালুভ
- (১) ১৪৮৬ খ্রিস্টাব্দে নরসিংহ সালুভ অপদার্থ রাজা দ্বিতীয় বিরূপাক্ষকে সিংহাসনচ্যুত করে, স্বয়ং এক নতুন রাজবংশের প্রতিষ্ঠা করেন। নরসিংহ সালুভ ‘অনধিকারী’ হলেও, জনসাধারণের আস্থা অর্জন করতে সমর্থ হয়েছিলেন।
- (২) বিজয়নগর রাজ্যের যে-সকল অঞ্চল ইতিপূর্বে বিদ্রোহী হয়েছিল, তাদের দমন করে পুনরায় ঐসব অঞ্চল অধিকারে সমর্থ হয়েছিলেন। কিন্তু রাইচুর দোয়াব ও উড়িষ্যার অধিকৃত উদয়গিরি পুনরুদ্ধার করতে তিনি অসমর্থ হন।
বিজয়নগর সাম্রাজ্যের সালুভ বংশের রাজা তিস্ম
নরসিংহ সালুভ ১৪৯০ খ্রিস্টাব্দে মৃত্যুর পূর্বেই তাঁর নাবালক জোষ্ঠ পুত্র তিস্মকে সিংহাসনে বসিয়ে, মন্ত্রী নরস নায়ককে অভিভাবক নিযুক্ত করে যান।
বিজয়নগর সাম্রাজ্যের সালুভ বংশের রাজা নরস নায়ক
- (১) সমকালীন ঐতিহাসিকদের বিবরণ থেকে জানা যায়, নরস নায়ক তিম্মকে হত্যা করে স্বয়ং সিংহাসনে আরোহণ করেন। কিন্তু অপর একটি তথ্য থেকে জানা যায়, বিচক্ষণ নরস নায়ক অপর রাজপুত্র ইম্মাদি নরসিংহকে সিংহাসনে বসিয়ে, তিম্মকে হত্যার দায়িত্ব থেকে অব্যাহতি পেতে চেয়েছিলেন।
- (২) কিন্তু সমকালীন ঐতিহাসিকদের বিবরণ থেকে জানা যায় যে, তিনি এই রাজপুত্রকে নজরবন্দি রেখেছিলেন। তাই তিস্মর হত্যার দায়িত্ব থেকে নরস নায়ক একেবারে অব্যাহতি পেতে পারেন না। তবে নরস নায়ক যে বিজয়নগরের পূর্বগৌরব ফিরিয়ে আনতে অনেকটাই সমর্থ হয়েছিলেন, তা যথার্থ।
- (৩) নরস নায়কের রাজত্বকাল সংস্কৃতির দিক থেকেও বিজয়নগর সাম্রাজ্যের ইতিহাসে এক গৌরবময় স্থান অধিকার করে আছে।
উপসংহার :- ১৫০৩ খ্রিস্টাব্দে নরস নায়কের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র বীর নরসিংহ সালুভ বংশের দাবি অগ্রাহ্য করে বিজয়নগর সাম্রাজ্যে এক নতুন রাজবংশের সূচনা করেন।
(FAQ) বিজয়নগর সাম্রাজ্যের সালুভ বংশ সম্পর্কে জিজ্ঞাস্য?
১. বিজয়নগর সাম্রাজ্যের সালুভ বংশের সময়কাল কত?
১৪৮৬-১৫০৩ খ্রি:।
২. সালুভ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
নরসিংহ সালুভ।
৩. সালুভ বংশের শেষ রাজা কে ছিলেন?
নরস নায়ক।
৪. সালুভ বংশের পর কোন বংশ ক্ষমতা দখল করে?