বিখ্যাত ইংরেজ কবি ও লেখক লেডি মেরির প্রেমপত্র প্রসঙ্গে লেডি মেরির পরিচয়, লেডি মেরির দেশ, লেডি মেরির প্রেম, লেডি মেরির স্বামী, লেডি মেরির প্রেমিক ও লেডি মেরির মূল প্রেমপত্র সম্পর্কে জানব।
কবি লেডি মেরির প্রেমপত্র
ঐতিহাসিক প্রেমপত্র | লেডি মেরির প্রেমপত্র |
দেশ | ইংল্যান্ড |
পরিচিতি | কবি ও লেখক |
স্বামী | এডওয়ার্ড ওয়ার্টলে মনটেণ্ড |
প্রেমিক | এডওয়ার্ড ওয়ার্টলে মনটেণ্ড |
প্রেমপত্র রচনা | ২৫ এপ্রিল, ১৭১০ খ্রি |
লেডি মেরি (Lady Mary) ছিলেন ডিউক অব কিংসটনের জ্যেষ্ঠাকন্য়া আর এডওয়ার্ড ওয়ার্টলে মনটেণ্ড (Edward Wertley Montague) ছিলেন তাঁর স্বামী। স্বামীকে তিনি যে সব পত্র লিখেছিলেন তা হতে তাঁর রসজ্ঞান ও বুদ্ধিমত্তার বেশ পরিচয় পাওয়া যায়।
১৭১০ খ্রিস্টাব্দের ২৫শে এপ্রিল তারিখে তিনি তাঁর ভাবী স্বামীকে একখানি পত্র লেখেন। সে পত্রখানিই তাঁর রসজ্ঞানের প্রকৃষ্ট উদাহরণ। নীচে তার বঙ্গানুবাদ দেওয়া হল।
প্রিয়বর,
এই মাত্র তোমার দু-খানি পত্র পেলাম। আমি বুঝতে পারছি না কোথায় তোমায় পত্র পাঠাব – লন্ডনে না দেশের বাড়িতে! খুব সম্ভব তুমি তা পাবে না – ভয় হয় পাছে অন্য লোকের হাতে পড়ে। যাই হোক, তবু লিখছি।
আমার আন্তরিক ইচ্ছা – তুমি যা চিন্তা কর আমিও সেই চিন্তাই করি। আমি অনেক চেষ্টা করেছি তোমার সঙ্গে একমত হতে – তোমার যুক্তি মেনে নেবার। পুরুষের পক্ষে স্ত্রীলোককে সম্মান ও শ্রদ্ধা করা অসম্ভব নয় – তোমার এই মত যতই আমি নিজেরই সঙ্গে খাপ খাইয়ে নিতে চেষ্টা করি, ততই আমার বিবেক বিদ্রোহী হয়ে ওঠে – যুক্তি মানতে চায় না।
তুমি যে আমায় সুন্দরী দেখ – আমায় যে বুদ্ধিমতী মনে কর – তার জন্য তোমায় ধন্যবাদ। আমার যা কিছু দোষ – যত কিছু দুর্বলতা সবই যে তুমি ক্ষমা কর – তাতে যে তুমি আমার উপর রাগ কর না, তার জন্যও তোমাকে আমার ধন্য়বাদ দেওয়া উচিত।
আমার চরিত্রের একটা দিক খুব ভাল নয় – অন্য দিকটা তুমি যতটা ভাব ততটা মন্দও নয়। তোমায় আমায় যদি একত্রে বসবাস করতাম তাহলে তুমি উভয়তই নিরাশ হতে – দেখতে পেতে আমার মধ্যে ভাল ও মন্দের একটা কেমন সুসামঞ্জস্য আছে যা তুমি কোনো দিনই আশা করতে পার নি – আবার এমন শত সহস্র দোষও তোমার চোখে পড়ত – যা তোমার ধারণার বাইরে।
তুমি ভাবছ, যদি তুমি আমায় বিয়ে করতে তা হলে হয়ত আমি তোমার প্রতি দারুণ আসক্ত হয়ে পড়তাম (অন্তত কিছুদিনের জন্য়, মনে কর এক মাস), আবার হয়ত দিনকতক পরে অন্য কাকেও আমার প্রেম নিবেদন করতাম, না? কিন্তু সত্য বলতে কি, এই দু-রকমের কোনোটাই আমার দ্বারা সম্ভব হত না। আমি তোমায় মনে রাখতে পারি – প্রকৃত বন্ধু হতে পারি কিন্তু প্রকৃত ভালবাসতে পারি কি না তা আমি নিজেই জানি না। যা কিছু সরল ও সারবান তা সবই তুমি আমার মধ্যে আশা করতে পার – কিন্তু কি যে আমার প্রিয় তা তুমি বুঝতে পারবে না। কিসে আমার আকর্ষণ বেশী – আর আমার অভিমতই বা কি – তুমি যদি মনে কর তুমি সে সকলই বুঝতে পেরেছ, তা হলে আমি বলব তুমি আমার অন্তরকে ঠিক ধরতে পার নি, তোমার বিবেচনা ভুল।
পত্রের শেষাংশে অনেক অবান্তর ও দার্শনিক বিষয়ে আলোচনা আছে, অপ্রয়োজনীয় বোধে আমরা তা বর্জন করলাম।
(FAQ) লেডি মেরির প্রেমপত্র সম্পর্কে জিজ্ঞাস্য?
বিখ্যাত ইংরেজ লেখক ও কবি।
ইংল্যান্ড।
এডওয়ার্ড ওয়ার্টলে মনটেণ্ড।
২৫ এপ্রিল, ১৭১০ খ্রিস্টাব্দে।