বিখ্যাত নাট্যকার হেনরিক ইবসেনের প্রেমপত্র প্রসঙ্গে হেনরিক ইবসেনের পরিচিতি, হেনরিক ইবসেনের খ্যাতি, হেনরিক ইবসেনের প্রেম, হেনরিক ইবসেনের প্রেমিকা ও হেনরিক ইবসেনের মূল প্রেমপত্র সম্পর্কে জানব।
নাট্যকার হেনরিক ইবসেনের প্রেমপত্র
ঐতিহাসিক প্রেমপত্র | হেনরিক ইবসেনের প্রেমপত্র |
দেশ | নরওয়ে |
পরিচিতি | বিখ্যাত নাট্যকার |
পুরো নাম | হেনরিক জোহান ইবসেন |
প্রেমিকা | এমিলি |
বিংশ শতকের শ্রেষ্ঠ বস্তুতান্ত্রিক নাট্যকার ইবসেনের পরিচর অনাবশ্য়ক। ভিয়েনাবাসীনী তরুণী এমিলির সঙ্গে তাঁর প্রথম সাক্ষাৎ হয় সে এক নিদাঘের সায়াহ্নে। প্রৌঢ়ত্বের সীমা অতিক্রম করে ইবসেন তখন বার্ধক্যে পদার্পণ করেছেন – বয়স তাঁর ৬২। সোলনেস (Solness) নাটকে Hilde Wange-এর চরিত্রে তরুনী এমিলিই রূপায়িত হয়ে উঠেছে। বৃদ্ধের হৃদয়ে তরুণীর প্রেমের অঙ্কুরোদগম হয়েছিল সত্য কিন্তু তিনি বুঝলেন ব্যর্থক্য ও যৌবনে প্রভেদ অনেক। যুবতীর হৃদয় জয় করতে হলে চাই যৌবন; যাই হোক তবু তিনি চেষ্টা করলেন তরুণীকে জয় করতে – প্রেমপত্রের বিনিময় হল।
এমিলির কোনো এক পত্রের উত্তরে ইবসেন লিখলেন :
Munich, 6. 12. 1889
তোমার চিঠি পেয়েছি – কিন্তু আজও তার উত্তর দিতে পারি নি। তুমি হয়ত কত কথাই ভাবছ – আমার সম্বন্ধে হয়ত কত খারাপ ধারণা করেছ! কিন্তু তোমায় বলতে কি – তোমাকে কিছু লেখার মত নির্জন স্থান পাই নি – যেখানে সেখানে লোকের সামনে ত আর তোমায় লেখা যায় না। আজ সন্ধ্যায় আবার যেতে হবে থিয়েটারে – Enemy of the People অভিনয় হবে।
একথা ভাবতেও কষ্ট হয় যে তোমার ফটোগ্রাফ আজও পাওয়া যায় নি – কিন্তু কি করব সুন্দরী ও ত তাড়াতাড়ির কাজ নয়! তোমার ছবিখানি মনের মত করে তৈরী করিয়ে নিতে না পারলে যে আমার তৃপ্তি হবে না – সুতরাং আমাকে অপেক্ষা করতেই হবে। ছবি সে ত বাইরের জন্য – তুমি কাছে থাক না তাই চোখের সামনে তোমায় যাতে সব সময়ে পাই সেই জন্যই তো ছবির দরকার, অন্তরের জন্য় তো নয়। আমার অন্তর যে তোমার রূপের আলোকে উজ্জ্বল হয়ে আছে প্রেয়সী! তোমার পাগল করা মনোমোহিনী মুর্তিই আমার একমাত্র ধ্যান ধারণা – আমার আশা-আকাঙ্ক্ষা।
মাঝে মাঝে মনে হয় তুমি মানবী না দেবী – ওগো রহস্যময়ী, কোন মায়ালোকের রাজকুমারী তুমি? তুমি কবির কল্পনা – কাব্যের কবিতা – কোন স্বপ্নলোকের অধিবাসিনী! মর্ত্যের মানব আমি তোমার সঙ্গ – তোমার পরশ পাওয়ার আকাঙ্ক্ষা আমার বাতুলতা নয় কি? আমি জানি তুমি মুক্তা ভালবাস, তাই কল্পনায় দেখি হীরা মণি মুক্তা পরে বসে আছ।
আচ্ছা, বলতে পার এই যে আকর্ষণ এর প্রকৃত রূপ কি? আমি তাই ভাবি – কিন্তু ভেবে কোনো কূল কিনারা পাই না। কখনও মনে হয় পেয়েছি – কিন্তু আবার তা ঘুলিয়ে যায়।
তুমি অনেক প্রশ্নই করেছ – তার কিছু জবাব দেওয়া হল না। পরের বারে চেষ্টা করব যা পারি উত্তর দিতে। তোমার কাছেও আমার জানবার অনেক আছে – নিজেকে নিজে প্রশ্ন করি – অবিরতই তোমার কথা মনকে তোলপাড় করে তোলে। আচ্ছা, আজ তবে আসি – শীঘ্রই আবার জানাচ্ছি –
ইবসেন
(FAQ) হেনরিক ইবসেনের প্রেমপত্র সম্পর্কে জিজ্ঞাস্য?
একজন বিখ্যাত নাট্যকার।
নরওয়ে।
এমিলি।