সাময়িক পত্র পশ্বাবলী পত্রিকা প্রসঙ্গে পশ্বাবলী পত্রের সাথে যুক্ত ব্যক্তিবর্গ, প্রথম চার সংখ্যার বিষয়, পশ্বাবলী পত্রের পঞ্চম ও ষষ্ঠ সংখ্যা বিলম্বে প্রকাশ, পুস্তকাকারে পশ্বাবলী প্রকাশ ও পশ্বাবলী পত্রিকার দ্বিতীয় পর্যায় সম্পর্কে জানবো।
পশ্বাবলী পত্রিকা প্রসঙ্গে পশ্বাবলী পত্রিকার ভাষা বাংলা, পশ্বাবলী পত্রিকার প্রকাশকাল, পশ্বাবলী পত্রিকার সম্পাদক, পশ্বাবলী পত্রিকার বিষয়, পুস্তকাকারে পশ্বাবলী পত্রিকার প্রকাশ সম্পর্কে জানব।
পশ্বাবলী পত্রিকা
ঐতিহাসিক পত্রিকা | পশ্বাবলী পত্রিকা |
ধরণ | মাসিক পত্রিকা |
প্রকাশকাল | ফেব্রুয়ারি ১৮২২ খ্রি |
প্রকাশক | লসন ও পীয়ার্স |
বিষয় | পশুর বৃত্তান্ত |
ভূমিকা :- ১৮২২ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে কলকাতা স্কুলবুক সোসাইটি কর্তৃক ‘পশ্বাবলী’ নামে একখানি বাংলা মাসিক-পুস্তক প্রকাশিত হয়। এর প্রত্যেক সংখ্যায় একটি করে জন্তুর বিবরণ, এবং প্রথম পৃষ্ঠায় সেই জন্তুর কাঠ-খোদাই চিত্র থাকত।
পশ্বাবলী পত্রের সাথে যুক্ত ব্যক্তিবর্গ
এই পত্রের প্রথম পর্যায় পাদরি জন লসন কর্তৃক সংগৃহীত ও ডবলিউ. এইচ. পীয়ার্স কর্তৃক বাংলায় অনুদিত হয়। কাঠ-খোদাই চিত্রগুলি লসনের। তিনি কাঠ-খোদাই কার্যে সুপটু ছিলেন।
মাসিক পশ্বাবলী পত্রের প্রথম চার সংখ্যার বিষয়
এই পত্রের প্রথম চার সংখ্যার আখ্যাপত্র হতে তাদের বিষয় ও প্রকাশকাল উদ্ধৃত করা হল –
- (ক) ১ সংখ্যা – সিংহের বৃত্তান্ত (ফেব্রুয়ারি ১৮২২)
- (খ) ২ সংখ্যা – ভালুকের বৃত্তাত্ত (মার্চ ১৮২২)
- (গ) ৩ সংখ্যা – হস্তীর বৃত্তান্ত (এপ্রিল ১৮২২)
- (ঘ) ৪ সংখ্যা – গণ্ডার ও হিপপটমসের বৃত্তান্ত (আগস্ট ১৮২২)
পশ্বাবলী পত্রের পঞ্চম ও ষষ্ঠ সংখ্যা বিলম্বে প্রকাশ
এই পত্রের পঞ্চম ও ষষ্ঠ সংখ্যার বিষয় ব্যাঘ্র ও বিড়ালের বিবরণ। এই দুই সংখ্যা বহু বিলম্বে প্রকাশিত হয়েছিল।
পুস্তকাকারে পশ্বাবলী প্রকাশ
১৮২৭ সালে লসনের মৃত্যুতে ‘পশ্বাবলী’র প্রথম পৰ্যায় ছয় সংখ্যার বেশী অগ্রসর হতে পারে নি। স্কুলের ছাত্রদের পারিতোষিক পুস্তক হিসাবে গ্রহণীয় হবে বিবেচনা করে, ১৮২৮ সালে কলকাতা স্কুলবুক সোসাইটি ‘পশ্বাবলী নামে এই ছয় সংখ্যা একত্র পুস্তকাকারে প্রকাশ করেছিল।
মাসিক পশ্বাবলী পত্রিকার দ্বিতীয় পর্যায়
দ্বিতীয় পর্যায়ের পশ্বাবলী পরিচালনা করেন হিন্দু কলেজের শিক্ষক রামচন্দ্র মিত্র। এর প্রথম সংখ্যা ‘কুক্কুরের বৃত্তান্ত’ ১৮৩৩ সালে প্রকাশিত হয় বলে জানা যায়। রামচন্দ্র মিত্র পশ্বাবলীর সর্বসমেত ১৬ সংখ্যা ইংরেজী-বাংলায় প্রকাশ করেছিলেন, কিন্তু এগুলি নিয়মিতভাবে প্রকাশিত হয় নি।
উপসংহার :- কলকাতায় তখনো জীববিদ্যা ও উদ্ভিদবিদ্যা নিয়ে চর্চার পরিবেশ তেমন খোলতাই হয় নি। পশ্বাবলী সেটাই করেছিল এবং করেছিল বেশ চমকপ্রদভাবেই। পশুপাখিদের নিয়ে আজকের সচিত্র নানা পাঠ্যপুস্তকের পথিকৃৎ এই পত্রিকাই।
(FAQ) পশ্বাবলী পত্রিকা সম্পর্কে জিজ্ঞাস্য?
মাসিক পত্রিকা।
জন লসন ও ডবলিউ. এইচ. পীয়ার্স।
ফেব্রুয়ারি ১৮২২ খ্রিস্টাব্দে।