ভলতেয়ারের প্রেমপত্র

বিখ্যাত ফরাসি দার্শনিক ভলতেয়ারের প্রেমপত্র প্রসঙ্গে ভলতেয়ারের প্রেমিকা অলিম্পি দ্যুনোয়া, প্রেমিকাকে লেখা ভলতেয়ারের প্রেমপত্র, ভলতেয়ারের প্রেমপত্রের বাণী ও ভলতেয়ারের প্রেমপত্রের সময়কাল সম্পর্কে জানব।

দার্শনিক ভলতেয়ারের প্রেমপত্র

ঐতিহাসিক প্রেমপত্রভলতেয়ারের প্রেমপত্র
পরিচিতিদার্শনিক
দেশফ্রান্স
রচিত গ্রন্থলেতর ফিলোজোফিক
প্রেমিকাঅলিম্পি দ্যুনোয়া
ভলতেয়ারের প্রেমপত্র

ভলতেয়ার ছিলেন ফরাসি বিপ্লব-এর অগ্রদূত অসামান্য প্রতিভাশালী লেখক। তাঁর বিরামহীন লেখনী থেকে নিসৃত হয়েছে অসংখ্য গদ্য রচনা, নাটক, কাব্য, ব্যঙ্গাত্মক রচনা ও বুদ্ধি ঝলকিত উক্তি। তাকে সত্যিকারের প্রতিভাধর সংবাদিক বলে আখ্যাত করা যেতে পারে; অননুকরণীয় ভাষায় তিনি তৎকালীন সমাজের সমস্ত গ্লানির বিরুদ্ধে তীব্র কষাঘাত হেনেছিলেন। হেগ-এ অলিম্পি দ্যুনোয়া নামে এক মহিলাকে তিনি একটু বেশি রকমের ভালবেসেছিলেন। কিন্তু বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে তিনি তাঁর আত্মকেন্দ্রিক সমস্যাগুলো বা আদর্শগুলোর প্রতি কোনো নারী বা নারীর প্রতি প্রেমকে সংযুক্ত হতে দেন নি।

দ্যুনোয়াকে লিখিত তাঁর পত্র –

হেগ, ১৭১৩

রাজার নামে এখানে আমি বন্দী। তারা আমার জীবন নিয়ে নিতে পারে, কিন্তু তোমার প্রতি আমার ভালবাসা কদাচ নয়। হ্যাঁ, প্রিয় বান্ধবী আমার, আজ রাত্রিতে আমি তোমার সঙ্গে দেখা করব যদি তার জন্যে আমাকে ফাঁসি যেতে হয় তথাপি। ঈশ্বরের দোহাই, যে নিরাশার ভাষায় তুমি পত্র লেখ সে ভাষায় আমার সঙ্গে কথা বলো না; তোমাকে বাঁচতে হবে এবং সতর্ক হতে হবে। তোমার সর্বাধিক প্রবল শত্রু ভেবে তোমার মাতৃদেবী সম্পর্কে সতক থাকবে। কি বলছি শোন! প্রত্যেকের সম্পর্কে সতর্ক থাকবে, কাউকে বিশ্বাস করো না; প্রস্তুত হয়ে থেকো, চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে, আমি ছদ্মবেশে হোটেল থেকে বেরিয়ে পড়ব, গাড়ি ভাড়া নেব এবং আমরা বায়ুর গতিতে শেভেনিঞ্জেনে পৌঁছাব। আমি সঙ্গে কাগজপত্র আর কালি নেব, আমরা আমাদের প্রেমপত্র লিখব সেখানে। যদি সত্যই আমাকে ভালবাস তো নিজেকে আশ্বস্ত করো, আর তোমার সমুদয় শক্তি ও উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাও। তোমার মা যেন কিছুই টের না পান; তুমি তোমার একটি ছবি আনতে চেষ্টা করো; আর বিশ্বাস রেখো, পৃথিবীর জঘন্যতম অত্যাচারও আমাকে তোমার সেবা থেকে ঠেকিয়ে রাখতে পারবে না। না, তোমার থেকে আমাকে বিচ্ছিন্ন করার কোনো শক্তি পৃথিবীতে নেই; সততার উপর আমাদের প্রেম প্রতিষ্ঠিত, আমরা যতদিন বাঁচব ততদিন আমাদের প্রেমও বাঁচবে। বিদায়, এমন কিছু নেই পৃথিবীতে যা আমি তোমার জন্য দুঃসাহসিকতায় বরণ করব না। অবশ্য, তার চেয়ে ঢের বেশি কিছু তুমি পাবার যোগ্য। আমার আপন হৃদয়, বিদায়।

– ভলতেয়ার

(FAQ) ভলতেয়ারের প্রেমপত্র সম্পর্কে জিজ্ঞাস্য

১। ভলতেয়ার কে ছিলেন?

বিখ্যাত ফরাসি দার্শনিক।

২। ভলতেয়ার কোথা থেকে তার প্রেমপত্র লেখেন?

হেগ ।

৩। ভলতেয়ারের প্রেমিকা কে ছিলেন?

অলিম্পি দ্যুনোয়া

Leave a Comment