মাদ্রাজের সন্ধি

মাদ্রাজের সন্ধি -র সময়কাল, স্বাক্ষরকারী দুই পক্ষ, মাদ্রাজের সন্ধির প্রেক্ষাপট হিসেবে হায়দার বিরোধী মৈত্রী চুক্তি, হায়দারের কূটকৌশল, প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ, হায়দার আলির সাফল্য, মাদ্রাজের সন্ধি স্বাক্ষর, মাদ্রাজের সন্ধির শর্ত, প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধের সমাপ্তি ও মাদ্রাজের সন্ধির গুরুত্ব সম্পর্কে জানবো।

মাদ্রাজের সন্ধি প্রসঙ্গে মাদ্রাজের সন্ধি স্বাক্ষরের সময়কাল, মাদ্রাজের সন্ধি স্বাক্ষরকারী পক্ষ, হায়দার আলি ও ইংরেজদের মধ্যে মাদ্রাজের সন্ধি, মাদ্রাজের সন্ধির প্রেক্ষাপট, মাদ্রাজের সন্ধি স্বাক্ষর, মাদ্রাজের সন্ধির শর্ত, মাদ্রাজের সন্ধি দ্বারা প্রথম-ইঙ্গ মহীশূর যুদ্ধের সমাপ্তি ও মাদ্রাজের সন্ধির গুরুত্ব সম্পর্কে জানব।

মাদ্রাজের সন্ধি (১৭৬৯ খ্রিস্টাব্দ)

ঐতিহাসিক ঘটনামাদ্রাজের সন্ধি
সময়কাল১৭৬৯ খ্রিস্টাব্দ
দুই পক্ষমহীশূর রাজ্যের হায়দার আলি ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি
শর্তএকে অপরের অধিকৃত স্থানগুলি প্রত্যাবর্তন
মাদ্রাজের সন্ধি

ভূমিকা :- হায়দার আলির উত্থান দাক্ষিণাত্যের অপর তিন শক্তি- মারাঠা, নিজাম ও ইংরেজদের শিরঃপীড়ার কারণ হয়। ১৭৬৬ খ্রিস্টাব্দে এই তিন শক্তি হায়দার-বিরোধী এক মৈত্রী-চুক্তি সম্পাদন করে।

মাদ্রাজের সন্ধির প্রেক্ষাপট

এই সন্ধি স্বাক্ষরিত হবার প্রেক্ষাপট ছিল নিম্নরূপ –

(১) হায়দার বিরোধী মৈত্রী চুক্তি

মারাঠা, নিজাম ও ইংরেজ শক্তি হায়দার আলির বিরুদ্ধে এক মৈত্রী চুক্তি সম্পাদন করে।

(২) হায়দার আলির কূটকৌশল

সুচতুর হায়দার আলি কূটকৌশল ও অর্থের বিনিময়ে মারাঠা ও নিজামকে ইংরেজ-পক্ষ ত্যাগে বাধ্য করেন।

(৩) প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধের সূচনা

১৭৬৭ খ্রিস্টাব্দে হায়দার আলি ইংরেজদের আশ্রিত কর্ণাটকের নবাব মহম্মদ আলি-র বিরুদ্ধে যুদ্ধ যাত্রা করলে প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ শুরু হয়।

(৪) হায়দার আলির সাফল্য

পরপর চারটি যুদ্ধে ইংরেজ সেনাপতি স্মিথের হাতে হায়দার পরাজিত হন। অবশেষে ১৭৬৯ খ্রিস্টাব্দে হায়দারের সেনাবাহিনী অতর্কিতে অরক্ষিত ইংরেজ ঘাঁটি মাদ্রাজের উপকণ্ঠে হাজির হলে ইংরেজ কর্তৃপক্ষ ভীত হয়ে পড়ে।

মাদ্রাজের সন্ধি স্বাক্ষর

এই পরিস্থিতিতে ইংরেজ কর্তৃপক্ষ হায়দার আলি প্রদত্ত শর্তে মাদ্রাজের সন্ধি (১৭৬৯ খ্রিঃ) স্বাক্ষরে বাধ্য হন।

মাদ্রাজের সন্ধির শর্ত

এই সন্ধির শর্ত অনুসারে স্থির হয় যে,

  • (১) একে অন্যের অধিকৃত স্থানগুলি পরস্পরকে ফিরিয়ে দেবে এবং
  • (২) এক পক্ষ অপর কোনও তৃতীয় শক্তি দ্বারা আক্রান্ত হলে অন্য পক্ষ তাকে সাহায্য করবে।

প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধের সমাপ্তি

এইভাবে ১৭৬৯ খ্রিস্টাব্দে মাদ্রাজের সন্ধি দ্বারা প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধের সমাপ্তি ঘটে।

মাদ্রাজের সন্ধির গুরুত্ব

যদিও প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ অমীমাংসিত ভাবে শেষ হয় এবং এই যুদ্ধে কারও বিশেষ কোনও লাভ বা ক্ষতি হয় নি, তবুও নানা দিক থেকে মাদ্রাজ সন্ধি খুবই গুরুত্বপূর্ণছিল। যেমন –

  • (১) এই সন্ধির মাধ্যমে হায়দার সম্ভাব্য মারাঠা আক্রমণের বিরুদ্ধে ইংরেজদের সাহায্যের প্রতিশ্রুতি আদায় করেন।
  • (২) ডঃ কালীকিঙ্কর দত্ত-র মতে, এই সন্ধি হায়দার আলির গভীর কূটনৈতিক জ্ঞানের পরিচায়ক।
  • (৩) ডঃ এন. কে. সিংহ বলেন যে, এটি হল এমন একটি চুক্তি যা ইংরেজরা প্রথম একটি ভারতীয় শক্তির সঙ্গে নিজ উদ্যোগে সম্পন্ন করে।

উপসংহার :- মাদ্রাজের এই চুক্তির ফলে হায়দারের মর্যাদা, মনোবল ও আত্মবিশ্বাস বহুল পরিমাণে বৃদ্ধি পায় এবং অপরদিকে ইংরেজ-মর্যাদায় প্রবল আঘাত হানে।

(FAQ) মাদ্রাজের সন্ধি সম্পর্কে জিজ্ঞাস্য?

১. মাদ্রাজের সন্ধি কবে স্বাক্ষরিত হয়?

১৭৬৯ খ্রিস্টাব্দে।

২. মাদ্রাজের সন্ধি কারা স্বাক্ষর করে?

ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও মহীশূর রাজ্যের হায়দার আলি।

৩. কোন সন্ধির মাধ্যমে প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধের অবসান ঘটে?

১৭৬৯ খ্রিস্টাব্দে মাদ্রাজের সন্ধি দ্বারা।

৪. মাদ্রাজের সন্ধি স্বাক্ষরের সময় বাংলার গভর্নর কে ছিলেন?

ভেরেলেস্ট।

Leave a Comment