ডেনমার্কের যুদ্ধ

জার্মানির ঐক্য আন্দোলনের প্রথম যুদ্ধ হিসেবে ডেনমার্কের সঙ্গে যুদ্ধ প্রসঙ্গে প্রথম যুদ্ধ শুরু, যুদ্ধের কারণ হিসেবে শ্লেজউইগ ও হলস্টেনে স্বায়ত্তশাসন, জার্মান সমবায়ের সদস্য হলস্টেন, শ্লেজউইগে জার্মান সংখ্যাধিক্য, জার্মানির সঙ্গে সংযুক্তির দাবি, লণ্ডন প্রটোকল, ডেনমার্কের লণ্ডন প্রটোকল অমান্য, যুদ্ধ ঘোষণা, ভিয়েনা চুক্তি, যুদ্ধের গুরুত্ব হিসেবে নেতৃত্বদানে প্রাশিয়ার যোগ্যতা অর্জন, পরস্পর বিরোধী স্বার্থ ও গ্যাস্টিনের সন্ধি সম্পর্কে জানবো।

ডেনমার্কের সঙ্গে প্রাশিয়ার যুদ্ধ প্রসঙ্গে জার্মানির ঐক্য আন্দোলনের প্রথম যুদ্ধ শুরু, বিসমার্কের ভূমিকা, ডেনমার্কের সঙ্গে যুদ্ধের সময়কাল, ডেনমার্কের সঙ্গে যুদ্ধের কারণ, ডেনমার্কের সঙ্গে যুদ্ধ ঘোষণা, ডেনমার্কের সঙ্গে প্রাশিয়ার ভিয়েনা চুক্তি স্বাক্ষর, ডেনমার্কের সঙ্গে প্রাশিয়ার যুদ্ধের গুরুত্ব ও গ্যাস্টিনের সন্ধি।

ডেনমার্কের যুদ্ধ

সময়কাল১৮৬৪ খ্রিস্টাব্দ
বিবাদমান পক্ষপ্রাশিয়া ও ডেনমার্ক
ফলাফলডেনমার্কের পরাজয়
ভিয়েনা চুক্তিঅক্টোবর ১৮৬৪ খ্রিস্টাব্দ
পরিস্থিতিজার্মানির ঐক্য আন্দোলন
ডেনমার্কের যুদ্ধ

ভূমিকা:- ১৮৬৪ থেকে ১৮৭০ খ্রিস্টাব্দ পর্যন্ত ছয় বছরের মধ্যে তিনটি যুদ্ধের দ্বারা অটোফন বিসমার্ক জার্মানিকে ঐক্যবদ্ধ করেন। এই তিনটি যুদ্ধের প্রথমটি হল ১৮৬৪ খ্রিস্টাব্দে ডেনমার্কের সঙ্গে যুদ্ধ।

প্রথম যুদ্ধ শুরু

শ্লেজউইগ ও হলস্টেন সমস্যাকে কেন্দ্র করে ডেনমার্কের সঙ্গে প্রাশিয়ার প্রথম যুদ্ধ শুরু হয়।

ডেনমার্কের সঙ্গে যুদ্ধের কারণ

রাশিয়া ও ডেনমার্কের মধ্যে সংঘটিত যুদ্ধের পিছনে বেশ কিছু কারণ ছিল। যেমন – 

(১) শ্লেজউইগ ও হলস্টেনে স্বায়ত্তশাসন

শ্লেজউইগ ও হলস্টেন ছিল জার্মানির রাজ্যসীমার অন্তর্ভুক্ত দুটি ডাচি বা জমিদারি। এই জমিদারি দুটি ডেনমার্কের রাজার ব্যক্তিগত সম্পত্তি হলেও ডেনমার্কের অন্তর্ভুক্ত ছিল না। এই স্থান দুটি স্বায়ত্তশাসন ভোগ করত।

(২) জার্মান সমবায়ের সদস্য হলস্টেন

হলস্টেনের অধিবাসীদের প্রায় সকলেই ছিল জার্মান এবং এই ডাচিটি ‘জার্মান রাজ্য-সমবায়ের’ সদস্য ছিল। এই সুবাদে ডেনমার্কের রাজা ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্টের সদস্য হন।

(৩) শ্লেজউইগে জার্মান সংখ্যাধিক্য

শ্লেজউইগের অধিবাসীদের দুই-তৃতীয়াংশ ছিল জার্মান এবং এক-তৃতীয়াংশ ছিল ডেন।

(৪) জার্মানির সঙ্গে সংযুক্তির দাবি

১৮৪৮ খ্রিস্টাব্দে এই ডাচি দুটি ডেনমার্কের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং জার্মানির সঙ্গে সংযুক্তির দাবি করে।

(৫) লণ্ডন প্রোটোকল

প্রাশিয়া তাদের এই দাবি সমর্থন করলেও ইউরোপীয় শক্তিবর্গের চাপে ১৮৫২ খ্রিস্টাব্দে লন্ডন প্রোটোকল স্বাক্ষরিত হয়। স্থির হয় যে, ডাচি দুটি ডেনমার্কের অধীনেই থাকবে—তবে তারা স্বায়ত্তশাসন ভোগ করবে।

(৬) ডেনমার্কের লণ্ডন প্রটোকল অমান্য

১৮৬৩ খ্রিস্টাব্দে ডেনমার্কের অধিপতি নবম খ্রিস্টিয়ান স্থান দুটিকে নিজ রাজ্যের অন্তর্ভুক্ত করতে চাইলে জার্মানিতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

ডেনমার্কের যুদ্ধ ঘোষণা

বিসমার্ক ডেন-রাজকে ‘লন্ডন প্রোটোকল’ মেনে চলার আবেদন জানান। তাঁর পরামর্শ অগ্রাহ্য হলে বিসমার্ক ১৮৬৪ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে অস্ট্রিয়ার সঙ্গে মিলিত হয়ে ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।

ডেনমার্কের যুদ্ধ শেষে ভিয়েনা চুক্তি

যুদ্ধে পরাজিত হয়ে ডেনমার্ক ১৮৬৪ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে ভিয়েনা চুক্তি স্বাক্ষর করে শ্লেজউইগ ও হলস্টেন-এর উপর থেকে সব দাবি ত্যাগ করে এবং এই স্থান দুটির উপর প্রাশিয়া ও অস্ট্রিয়ার যৌথ কর্তৃত্ব স্বীকৃত হয়।

ডেনমার্কের যুদ্ধের গুরুত্ব

বিসমার্কের এই ডেনমার্ক যুদ্ধ নানা কারণে গুরুত্বপূর্ণ ছিল। যেমন –

(১) নেতৃত্ব দানের প্রাশিয়ার যোগ্যতা অর্জন

এই যুদ্ধের সাফল্য বিসমার্কের সামরিক সাফল্যের যৌক্তিকতা প্রমাণ করে, জার্মানদের মধ্যে জাতীয় গর্বের সঞ্চার হয় এবং প্রমাণিত হয় যে, প্রাশিয়াই জার্মানির নেতৃত্ব দানের উপযুক্ত।

(২) পরস্পর বিরোধী স্বার্থ

ডেনমার্ক, সুইডেন ও নরওয়ে ছাড়াও আরও পাঁচটি ইউরোপীয় রাষ্ট্র লন্ডন চুক্তি-তে স্বাক্ষর করেছিল, কিন্তু কার্যক্ষেত্রে কেউই এই চুক্তি রক্ষায় অগ্রসর হয় নি। বিসমার্ক উপলব্ধি করেন যে, পরস্পর-বিরোধী স্বার্থই এই রাষ্ট্রগুলিকে ঐক্যবদ্ধ হতে দেবে না।

গ্যাস্টিনের সন্ধি

বিসমার্কের লক্ষ্য ছিল শ্লেজউইগ ও হলস্টেন নামক স্থান দুটি আত্মসাৎ করা। এই কারণে এই স্থান দুটির উপর কর্তৃত্ব নিয়ে অচিরেই প্রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে বিরোধ বাধে। শেষ পর্যন্ত ১৮৬৫ খ্রিস্টাব্দে গ্যাস্টিনের সন্ধি দ্বারা প্রাশিয়া শ্লেজউইগ এবং অস্ট্রিয়া হলস্টেন লাভ করে।

উপসংহার:- গ্যাস্টিনের সন্ধি ছিল সাময়িক যুদ্ধবিরতি মাত্র। বিসমার্কের মতে এই সন্ধি ছিল ‘ফাটলের উপর কাগজের প্রলেপ’। অধ্যাপক এ. জে. পি. টেলর বলেন যে, এই চুক্তির মধ্যে সীমাহীন বিবাদের বীজ নিহিত ছিল, কারণ বিসমার্ক এমনভাবে এই চুক্তির শর্তাবলী স্থির করেছিলেন যাতে অস্ট্রিয়ার সঙ্গে প্রাশিয়ার বিরোধ বাধে।


প্রিয় পাঠক/পাঠিকা আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “ডেনমার্কের যুদ্ধ” পোস্টটি পড়ার জন্য। এই ভাবেই adhunikitihas.com ওয়েবসাইটের পাশে থাকুন। যে কোনো প্রশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলো করুণ এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তুলুন।

সবশেষে আপনার কাছে আমাদের অনুরোধ যদি এই পোস্টটি আপনার ভালো লেগে থাকে তাহলে Comment ও Share করে দিবেন, (ধন্যবাদ)।

(FAQ) ডেনমার্কের যুদ্ধ সম্পর্কে জিজ্ঞাস্য?

১. জার্মানির ঐক্য আন্দোলনের প্রথম যুদ্ধ কবে কাদের সঙ্গে হয়?

১৮৬৪ খ্রিস্টাব্দে ডেনমার্ক।

২. কোন দুটি স্থানকে কেন্দ্র করে প্রাশিয়া ও ডেনমার্কের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়?

শ্লেজউইগ ও হলস্টেন।

৩. ভিয়েনা চুক্তি কবে কাদের মধ্যে হয়?

অক্টোবর ১৮৬৪ খ্রিস্টাব্দে প্রাশিয়া ও ডেনমার্কের মধ্যে।

৪. জার্মানির ঐক্য আন্দোলনে নেতৃত্ব দেন কে?

বিসমার্ক।

অন্যান্য ঐতিহাসিক যুদ্ধগুলি

Leave a Comment