ভারতীয় সংসদ

ভারতীয় সংসদে-এর অবস্থান, নাম, ক্ষমতা, সংসদ সদস্য, লোকসভার সদস্য, রাজ্যসভার সদস্য, মনোনীত সদস্য, সংসদের ইতিহাস, সংসদ ভবন, নতুন সংসদ ভবন নির্মাণ, উদ্বোধন, রাষ্ট্রপতি, লোকসভা, রাজ্যসভা, সংসদের অধিবেশন, আইন প্রণয়নের পদ্ধতি, সংসদীয় কমিটি, সংসদের যৌথ অধিবেশন ও বিতর্ক সম্পর্কে জানবো।

ভারতীয় সংসদ প্রসঙ্গে ভারতীয় সংসদের অবস্থান, ভারতীয় সংসদের ক্ষমতা, ভারতীয় সংসদ সদস্য, ভারতীয় সংসদের মনোনীত সদস্য, ভারতীয় সংসদ ভবন, ভারতীয় সংসদ ভবনের নির্মাণকাল ও সময়, ভারতীয় সংসদের আয়তন, ভারতীয় সংসদের উদ্বোধনী অনুষ্ঠান, ভারতীয় সংসদের নতুন ভবন, ভারতীয় সংসদের নতুন ভবনের প্রস্তাব ও ভিত্তিপ্রস্তর স্থাপন, ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা, ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভা, ভারতীয় সংসদের অধিবেশন তিনটি অধিবেশন – বাজেট অধিবেশন, বর্ষা অধিবেশন ও শীতকালীন অধিবেশন, ভারতীয় সংসদের স্থায়ী ও অ্যাডহক কমিটি, ভারতীয় সংসদের যৌথ অধিবেশন ও বিতর্ক।

ভারতীয় সংসদ (Indian Parliament)

ধরণদ্বিকক্ষীয়
স্থাপন২৬ জানুয়ারি ১৯৫০ খ্রিস্টাব্দ
হাউসরাজ্যসভা, লোকসভা
রাজ্যসভার চেয়ারম্যানভেঙ্কাইয়া নাইডু, ভারতীয় জনতা পার্টি ২০১৭ থেকে
লোকসভার অধ্যক্ষওম বিড়লা (ভারতীয় জনতা পার্টি) ১৯ জুন ২০১৯ থেকে
শাসক দলের নেতা (লোকসভা)নরেন্দ্র মোদী (ভারতীয় জনতা পার্টি) ২৬শে মে, ২০১৪ থেকে
সভাস্থলসংসদ ভবন
ভারতীয় সংসদ

ভূমিকা :- ভারত -এর সর্বোচ্চ যুক্তরাষ্ট্রীয় ন্যায়বিভাগ হল সংসদ। ভারতের রাষ্ট্রপতি, নিম্নকক্ষ লোকসভা ও উচ্চকক্ষ রাজ্যসভা নিয়ে ভারতের সংসদ গঠিত।

ভারতীয় সংসদের অবস্থান

নতুন দিল্লির সংসদ মার্গের সংসদ ভবনে ভারতের সংসদ অবস্থিত। সংস্কৃত সংসদ শব্দ থেকে এই নামটি গৃহীত হয়েছে। এর অর্থ সভা বা পরিষদ ।

ভারতীয় সংসদের ক্ষমতা

কোনও প্রস্তাব সংসদের উভয় কক্ষে উত্তীর্ণ হয়ে রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত হলে তবেই আইনে পরিণত হয়।

ভারতের লোকসভা ভাঙার ক্ষমতা

রাষ্ট্রপতি আইনসভার প্রধান হিসাবে তার ভূমিকায় সংসদের যে কোন একটি কক্ষ তলব এবং স্থগিত করার বা লোকসভা ভেঙে দেওয়ার সম্পূর্ণ ক্ষমতা রয়েছে।

ভারতের রাষ্ট্রপতির ক্ষমতার নিয়ন্ত্রণ

রাষ্ট্রপতি শুধুমাত্র প্রধানমন্ত্রী এবং তার কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের পরামর্শে এই ক্ষমতাগুলি ব্যবহার করতে পারেন।

ভারতীয় সংসদ সদস্য

সংসদের যেকোনো কক্ষে নির্বাচিত বা মনোনীত (রাষ্ট্রপতি কর্তৃক) হলে তাদেরকে সংসদ সদস্য (এমপি) হিসেবে উল্লেখ করা হয়।

লোকসভার সংসদ সদস্য

লোকসভার সংসদ সদস্যরা একক সদস্য জেলায় ভারতীয় জনগণের ভোটে সরাসরি নির্বাচিত হন। সংসদের লোকসভায় ৫৪৩ জন সদস্য আছে।

রাজ্যসভার সংসদ সদস্য

রাজ্যসভার সংসদ সদস্যরা আনুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে সমস্ত রাজ্য বিধানসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হন। রাজ্যসভায় ২৪৫ জন সদস্য আছে।

ভারতীয় সংসদের মনোনীত সদস্য

সাহিত্য, শিল্প, বিজ্ঞান এবং সমাজসেবার বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা আছে এমন ১২ জন মনোনীত ব্যক্তি মনোনীত সদস্য রূপে চিহ্নিত।

ভারতীয় সংসদ ভবনের ইতিহাস

  • (১) ব্রিটিশ শাসনের সময় ভারতের আইনসভার শাখা ছিল ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল। এটি ১৮৬১ সালে ভারতীয় কাউন্সিল আইনের মাধ্যমে ঐ বছরই তৈরি করা হয়েছিল এবং ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা লাভ করার পরে ভেঙে দেওয়া হয়েছিল।
  • (২) স্বাধীনতার পর ভারতের গণপরিষদ ভারতের সংবিধান রচনার জন্য নির্বাচিত হয়েছিল। এর সদস্যরা দেশের প্রথম সংসদ হিসেবে কাজ করেছে।
  • (৩) ১৯৫০ সালে নতুন সংবিধান তৈরির কারণে ভারতের গণপরিষদ ভেঙে দেওয়া হয়ে এবং ভারতের আধুনিক সংসদ ব্যবস্থা গৃহীত হয়, যা আজও সক্রিয় রয়েছে।

ভারতীয় সংসদ ভবন

নয়াদিল্লিতে সংসদ ভবন অবস্থিত। এটি এডউইন লুটিয়েন্স এবং হার্বার্ট বেকার দ্বারা ডিজাইন করা হয়েছিল।

ভারতীয় সংসদ ভবনের নির্মাণকাল ও সময়

ভবনটি নির্মাণে ছয় বছর সময় লেগেছিল এবং ভবনটির নির্মাণ ব্যয় ছিল 8.3 মিলিয়ন

ভারতীয় সংসদের আয়তন

ভবনটি ২১ মিটার (৭০ ফুট) লম্বা, ১৭০ মিটার (৫৬০ ফুট) ব্যাস এবং ২.২৯হেক্টর (৫.৬৬ একর) এলাকা জুড়ে রয়েছে।

ভারতীয় সংসদের কাঠামো

সংসদ ভবনের কেন্দ্রীয় হলটি লোকসভা, রাজ্যসভা এবং লাইব্রেরি হলের চেম্বার নিয়ে গঠিত। এই তিনটি চেম্বারকে ঘিরে রয়েছে চারতলা বিশিষ্ট বৃত্তাকার কাঠামো যা সংসদীয় কমিটি, অফিস এবং সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়ের সদস্যদের থাকার ব্যবস্থা করে।

ভারতীয় সংসদের উদ্বোধনী অনুষ্ঠান

উদ্বোধনী অনুষ্ঠানটি ১৮ জানুয়ারী ১৯২৭ সালে ভারতের ভাইসরয় এবং গভর্নর জেনারেল লর্ড আরউইন দ্বারা সঞ্চালিত হয়। ।  

ভারতীয় সংসদের বর্তমান সংসদ ভবনের সংস্কার

বর্তমান সংসদ ভবনটি সংস্কারের প্রয়োজন হয়ে পড়েছে। সংস্কারের পরে পুরনো ভবনটি অন্য কাজে ব্যবহার করা হবে।

ভারতীয় সংসদের নতুন সংসদ ভবন

নতুন করে ঢেলে সাজানোর লক্ষ্যে নতুন সংসদ ভবন হবে বর্তমান সংসদ ভবনের পাশেই।

ভারতীয় সংসদের নতুন ভবনের প্রস্তাব

২০১২ সালে সাবেক স্পিকার মীরা কুমার বর্তমান ভবনের বিকল্প প্রস্তাব করার জন্য একটি কমিটি গঠন করেছিলেন।

ভারতীয় সংসদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২০ সালের ১০ ডিসেম্বর নতুন সংসদ ভবনের ভিত্তি স্থাপন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান করেন।

ভারতীয় সংসদের নতুন ভবনের নির্মাণ ব্যয় ও সময়কাল

নতুন সংসদ ভবনের আনুমানিক ব্যয় ৯.৭১ বিলিয়ন। ভবনটি ২০২২ সালের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।

ভারতীয় সংসদের নতুন ভবনের আকার

বর্তমান সংসদ ভবন গোলাকার হলেও নতুন ভবন হবে ত্রিকোণাকার।

ভারতীয় সংসদের নতুন ভবনের আসন সংখ্যা

নতুন সংসদে থাকবে ৯০০ থেকে ১২০০ সাংসদের বসার আসন।

সেন্ট্রাল ভিস্টা

রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত তিন কিলোমিটার জুড়ে তৈরি হবে সেন্ট্রাল ভিস্টা।

ভারতীয় সংসদের নতুন ভবন নির্মাণের দায়িত্ব

নতুন ভবন নির্মাণের এই প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে টাটা গোষ্ঠীকে। ‘টাটা প্রজেক্টস’ ৮৬১.৯০ কোটি টাকা সর্বনিম্ন দরপত্র দিয়ে এই বরাত লাভ করেছে।

ভারতীয় সংসদের সম্ভাব্য নির্মাণকাল

ওয়ার্ক অর্ডার পাওয়ার ২০ – ২১ মাসের মধ্যে এই প্রকল্প শেষ হবে বলে উল্লেখ করা হয়েছে।

ভারতীয় সংসদ উদ্বোধন

প্রধানমন্ত্রীর নির্দেশে ২৬ জানুয়ারি, ২০২২ সালে নতুন সংসদ ভবনের সম্ভাব্য উদ্বোধনের তারিখ স্থির করা হয়েছে৷ দেশের স্বাধীনতার ৭৫ তম বছরে প্রজাতন্ত্র দিবসের দিনই প্রধানমন্ত্রীর হাতে নতুন সংসদ ভবনের উদ্বোধনের কাজ করার লক্ষ্য রয়েছে।

ভারতীয় সংসদ গঠন

ভারতীয় সংসদ দুটি কক্ষ নিয়ে গঠিত, যথা, লোকসভা এবং রাজ্যসভা, যেখানে ভারতের রাষ্ট্রপতি তাদের প্রধান হিসাবে কাজ করেন।

ভারতের রাষ্ট্রপতি

ভারতের রাষ্ট্রপতি সংসদের একটি উপাদান।

  • (১) সংবিধানের ৬০ এবং ১১১ অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতির দায়িত্ব হল সংসদ কর্তৃক পাসকৃত আইনগুলি সাংবিধানিক আদেশ অনুসারে এবং বিলগুলিতে তার অনুমোদনের আগে যাতে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করা হয় তা নিশ্চিত করা।
  • (২) ভারতের রাষ্ট্রপতি ভারতের সংসদ এবং রাজ্যের আইনসভার নির্বাচিত সদস্যদের দ্বারা নির্বাচিত হন এবং পাঁচ বছরের মেয়াদে দায়িত্ব পালন করেন।

ভারতীয় সংসদের নিম্ন কক্ষ লোকসভা

লোকসভা বা জনগণের কক্ষ বা নিম্নকক্ষে ৫৪৩ জন সদস্য রয়েছে।

  • (১) সারা দেশে সংসদীয় নির্বাচনী এলাকার প্রতিনিধিত্বকারী সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে সদস্যরা সরাসরি ভারতের নাগরিকদের দ্বারা নির্বাচিত হয়।
  • (২) ১৯৫২ এবং ২০২০ সালের মধ্যে ভারত সরকারের পরামর্শে অ্যাংলো-ইন্ডিয়ান সম্প্রদায়ের দুই অতিরিক্ত সদস্যকেও ভারতের রাষ্ট্রপতি মনোনীত করেছিলেন, যা ১০৪ তম সাংবিধানিক সংশোধনী আইন, ২০১৯ দ্বারা ২০২০ সালের জানুয়ারিতে বিলুপ্ত হয়েছিল।
  • (৩) ভারতের প্রতিটি নাগরিক যার বয়স ১৮ বছরের বেশি, লিঙ্গ, বর্ণ, ধর্ম বা জাতি নির্বিশেষে এবং অন্যথায় অযোগ্য নয়, লোকসভার সদস্যদের জন্য ভোট দেওয়ার যোগ্য।
  • (৪) সংবিধানে উল্লেখ করা হয়েছে যে, হাউসের সর্বোচ্চ সংখ্যা ৫৫২ সদস্য। এর মেয়াদ পাঁচ বছর।
  • (৫) লোকসভার সদস্যপদের জন্য যোগ্য হতে একজন ব্যক্তিকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং তার বয়স ২৫ বছর বা তার বেশি হতে হবে, মানসিকভাবে সুস্থ, দেউলিয়া হওয়া উচিত নয় এবং অপরাধমূলকভাবে দোষী সাব্যস্ত হওয়া উচিত নয়।

রাজ্যগুলির মধ্যে এমনভাবে বন্টন করা হয়েছে যে প্রতিটি রাজ্যের জন্য বরাদ্দকৃত আসনের সংখ্যা এবং রাজ্যের জনসংখ্যার মধ্যে অনুপাত, যতদূর সম্ভব, সমস্ত রাজ্যের জন্য একই। [২০]

ভারতীয় সংসদের উচ্চ কক্ষ রাজ্যসভা

রাজ্যসভা বা রাজ্য পরিষদ বা উচ্চকক্ষ হল একটি স্থায়ী সংস্থা যা বিলুপ্তির বিষয় নয়।

  • (১) রাজ্যসভার সদস্যদের এক তৃতীয়াংশ প্রতি দ্বিতীয় বছর অবসর গ্রহণ করে এবং নবনির্বাচিত সদস্যদের দ্বারা প্রতিস্থাপিত হয়।
  • (২) প্রত্যেক সদস্য ছয় বছরের জন্য নির্বাচিত হন। এর সদস্যরা পরোক্ষভাবে রাজ্যগুলির আইনসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হয়।
  • (৩) রাজ্যসভায় সর্বোচ্চ ২৫০ জন সদস্য থাকতে পারে। বর্তমানে ২৪৫ জন সদস্যের একটি অনুমোদিত শক্তি রয়েছে। এর মধ্যে ২৩৩ জন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে নির্বাচিত এবং ১২ জন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত।
  • (৪) একটি রাষ্ট্রের সদস্য সংখ্যা তার জনসংখ্যার উপর নির্ভর করে। রাজ্যসভার সদস্য হওয়ার জন্য একজন ব্যক্তির সর্বনিম্ন বয়স ৩০ বছর।

ভারতীয় সংসদের অধিবেশন স্থান

সংসদ ভবনে সংসদের বৈঠক হয় নতুন দিল্লি। সংসদ ভবনের কেন্দ্রীয় কক্ষটি সংসদের যৌথ অধিবেশনের জন্য ব্যবহার করা হয়।

ভারতীয় সংসদের অধিবেশন

যে সময়কালে হাউস তার কার্য পরিচালনার জন্য মিলিত হয় তাকে একটি অধিবেশন বলা হয়। সংবিধান রাষ্ট্রপতিকে এমন বিরতিতে প্রতিটি হাউসকে তলব করার ক্ষমতা দেয় যাতে দুটি অধিবেশনের মধ্যে ছয় মাসের বেশি ব্যবধান না থাকে। তাই বছরে অন্তত দুবার সংসদের বৈঠক করতে হবে। ভারতে সংসদ প্রতি বছর তিনটি অধিবেশন পরিচালনা করে অভিযোগের তদন্তের জন্য সদস্য কমিটি।

  • (১) বাজেট অধিবেশন :- জানুয়ারি/ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে।
  • (২) বর্ষা অধিবেশন :- জুলাই থেকে আগস্ট/সেপ্টেম্বর মাসের মধ্যে।
  • (৩) শীতকালীন অধিবেশন :- নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে।

ভারতীয় সংসদের আইন প্রণয়নের পদ্ধতি

আইন প্রণয়ন প্রস্তাব বিল আকারে সংসদের যে কোনো কক্ষের সামনে আনা হয়। একটি বিল হল একটি আইনী প্রস্তাবের খসড়া, যা সংসদের উভয় কক্ষে পাশ হলে এবং রাষ্ট্রপতি কর্তৃক সম্মত হলে একটি আইনে পরিণত হয়। অর্থ বিলগুলি লোকসভায় উৎপন্ন হতে হবে। রাজ্যের কাউন্সিল কেবলমাত্র চৌদ্দ দিনের মধ্যে হাউসে বিলের বিষয়ে সুপারিশ করতে পারে।

ভারতীয় সংসদীয় কমিটি

সুনির্দিষ্ট বিষয়ে সুনির্দিষ্টভাবে বিবেচনা করার জন্য সংসদীয় কমিটি গঠন করা হয়। জনসাধারণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত এবং কমিটিকে সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করার জন্য অধ্যয়ন করা হয়। সংসদীয় কমিটি দুই ধরনের – অ্যাডহক কমিটি এবং স্থায়ী কমিটি।

(১) স্থায়ী কমিটি

সংসদের একটি আইন বা সংসদে কার্যপ্রণালী ও আচরণের বিধিমালার বিধান অনুসারে সময়ে সময়ে গঠিত হয় স্থায়ী কমিটি। এই কমিটির কাজ ধারাবাহিক প্রকৃতির হয়।

(২) অ্যাডহক কমিটি

অ্যাডহক কমিটিগুলি একটি নির্দিষ্ট উদ্দেশ্যে নিযুক্ত করা হয় এবং যখন তারা তাদের উপর অর্পিত কাজ শেষ করে এবং একটি প্রতিবেদন জমা দেয় তখন তাদের অস্তিত্ব বন্ধ হয়ে যায়।

ভারতীয় সংসদ আক্রমণ

২০০১ সালের ১৩ ডিসেম্বর ভারতীয় সংসদ একটি ইসলামিক সন্ত্রাসী গোষ্ঠী দ্বারা আক্রান্ত হয়েছিল। আক্রমণকারী দল ছিল লস্কর-ই-তৈবা (লেট) এবং জইশ-ই-মোহাম্মদ (জেএম) সন্ত্রাসী। এই হামলায় পাঁচ সন্ত্রাসী, ছয়জন দিল্লি পুলিশের কর্মী, দুইজন পার্লামেন্ট সিকিউরিটি সার্ভিসের কর্মী এবং একজন মালী সহ মোট ১৪ জন নিহত হয়। এই ঘটনার ফলে ভারতপাকিস্তান -এর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়, যার ফলে ভারত-পাকিস্তান অচলাবস্থার সৃষ্টি হয়।

ভারতীয় সংসদের যৌথ অধিবেশন এবং বিতর্ক

২০১৬ সালের ১৬ নভেম্বর ভারতীয় সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন সংসদের উচ্চ এবং নিম্ন উভয় কক্ষের বৈঠকে নরেন্দ্র মোদি সরকারের নোটবন্দীকরণ (নোট নিষেধাজ্ঞা) উদ্যোগের উপর রাজনৈতিক দলগুলির দ্বারা শক্তিশালী বিরোধিতা এবং হৈচৈ লক্ষ্য করা যায়।

উপসংহার :- কোনো বিষয় নিয়ে দুই কক্ষের মধ্যে মতবিরোধ দেখা দিলে সংসদের দুই কক্ষের যৌথ অধিবেশনের মাধ্যমে তা সমাধান করা হয়। তবে লোকসভার আকার রাজ্যসভার প্রায় দ্বিগুণ হওয়ায় যৌথ অধিবেশনে লোকসভারই শক্তি বেশি থাকে।


প্রিয় পাঠক/পাঠিকা আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “ভারতীয় সংসদ” পোস্টটি পড়ার জন্য। এই ভাবেই adhunikitihas.com ওয়েবসাইটের পাশে থাকুন। যে কোনো প্রশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলো করুণ এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তুলুন।

সবশেষে আপনার কাছে আমাদের অনুরোধ যদি এই পোস্টটি আপনার ভালো লেগে থাকে তাহলে Comment ও Share করে দিবেন, (ধন্যবাদ)।

(FAQ) ভারতীয় সংসদ সম্পর্কে জিজ্ঞাস্য?

১. ভারতের কেন্দ্রীয় আইনসভার নাম কি?

সংসদ।

২. ভারতের পার্লামেন্টের দুটি কক্ষের নাম কি?

উচ্চকক্ষ রাজ্যসভা ও নিম্নকক্ষ লোকসভা।

৩. পার্লামেন্টের স্থায়ী কক্ষ কোনটি?

রাজ্যসভা।

৪. ভারতের পার্লামেন্ট বা সংসদের কমিটির নাম কি?

স্থায়ী কমিটি ও অস্থায়ী বা অ্যাডহক কমিটি।

2 thoughts on “ভারতীয় সংসদ”

Leave a Comment