ঐতিহাসিক যুগ (Historical period)

ঐতিহাসিক যুগ (Historical period) -এর সময়কাল, মিশর ও মেসোপটেমিয়ার দৃষ্টান্ত, আর্য সভ্যতার যুগ, ভারতে ঐতিহাসিক যুগ, ভারতে ঐতিহাসিক যুগের সূচনা।

মানব সভ্যতার ঐতিহাসিক যুগ প্রসঙ্গে ঐতিহাসিক যুগের সময়কাল, মিশর ও মেসোপটেমিয়ায় ঐতিহাসিক যুগের দৃষ্টান্ত, ঐতিহাসিক যুগের আর্য সভ্যতা, ঐতিহাসিক যুগে ভারতের প্রাচীনতম পাঠোদ্ধার লিপি, ভারতে ঐতিহাসিক যুগ, ঐতিহাসিক যুগের সোহাগোর তাম্রলিপি, ঐতিহাসিক যুগে বৌদ্ধ ও জৈন গ্ৰন্থ, ঐতিহাসিক যুগের সূচনাকাল সম্পর্কে ড. দিলীপ কুমার চক্রবর্তীর মত, আধুনিক যুগের ইতিহাসের ভিত্তি, ঐতিহাসিক যুগে ভারতের ইতিহাস রচনা, ভারতের কালানুক্রমিক ইতিহাস ও ভারতে ঐতিহাসিক যুগের সূচনা।

প্রাচীন ঐতিহাসিক যুগ (Ancient historical period)

বিষয়ঐতিহাসিক যুগ
বৈশিষ্ট্যলিখিত বিবরণের অস্তিত্ব
সূচনাকাল  আনুমানিক ৩০০০ খ্রিস্টপূর্ব
প্রথম সূচনা মিশর ও মেসোপটেমিয়া
ভারত -এ সূচনাআনুমানিক ৩২৬ খ্রীষ্টপূর্ব
ঐতিহাসিক যুগ

ভূমিকা :- লিখন পদ্ধতির উদ্ভাবন ও লিখিত বিবরণের অস্তিত্বকে ‘ঐতিহাসিক যুগের’ সূচনা হিসেবে ধরা হয়।

ঐতিহাসিক যুগের সময়কাল (The duration of the historical period)

সাধারণ ভাবে বলা হয় যে, পৃথিবীর সব দেশে একই সময়ে লিপি বা বর্ণমালার আবির্ভাব ঘটেনি। তাই সর্বত্র একই সময়ে ‘ঐতিহাসিক যুগের’ সূচনা হয়নি।

মিশর ও মেসোপটেমিয়ায় ঐতিহাসিক যুগের দৃষ্টান্ত (Illustrations of the historical period in Egypt and Mesopotamia)

খ্রিস্টপূর্ব ৩০০০ অব্দের কাছাকাছি সময় থেকেই মিশর, মেসোপটেমিয়া প্রভৃতি দেশে লিপির প্রচলন হয়েছিল এবং এগুলির পাঠোদ্ধার সম্ভব হয়েছে। এগুলি থেকেই এইসব দেশের রাজবংশ, রাজন্যবর্গ এবং সন-তারিখের মোটামুটি লিখিত বিবরণ পাওয়া যায়।

ঐতিহাসিক যুগ আর্য সভ্যতা (Historical Era Aryan Civilization)

আর্য সভ্যতার যুগে বিশাল ও অনুপম সাহিত্য সৃষ্টি হলেও আর্যদের কোনো লিপিজ্ঞান ছিল না বলেই অনুমান করা হয়।

প্রাচীন ঐতিহাসিক যুগে ভারতের প্রাচীনতম পাঠোদ্ধার লিপি (India’s oldest decipherable script in the historical period)

কারও কারও মতে প্রাচীন ভারতের শিলালিপিগুলির মধ্যে মৌর্য সম্রাট অশোক -এর শিলালিপিগুলিই (২৬০ খ্রিস্টপূর্বের পরবর্তী) হল প্রাচীনতম, যেগুলির পাঠোদ্ধার করা সম্ভব হয়েছে।

ভারতে ঐতিহাসিক যুগ (Historical period in India)

অশোকের শিলালিপি পাঠোদ্ধার সম্ভব হয়েছে বলে কেউ কেউ ভারতে ‘ঐতিহাসিক যুগের সূচনাকাল হিসেবে খ্রিস্টপূর্ব তৃতীয় শতককে চিহ্নিত করে থাকেন।

ঐতিহাসিক যুগের সোহগোর তাম্রলিপি (Sohgo copper plate of historical period)

আবার অনেকে সোহগোর তাম্রলিপিকে ভারতের ক্ষেত্রে প্রাচীনতম লিপি বলে মনে করেন। তাদের মতে এই লিপিটি অশোকের জন্মের পঞ্চাশ বছর পূর্বে রচিত।

ভারতে ঐতিহাসিক যুগে বৌদ্ধ ও জৈন গ্ৰন্থ (Buddhist and Jain texts in historical period)

উত্তর ভারতে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের পরবর্তীকালে বিভিন্ন বৌদ্ধ (গৌতম বুদ্ধ প্রবর্তিত বৌদ্ধ ধর্ম) ও জৈন গ্রন্থ (মহাবীর প্রবর্তিত জৈন ধর্ম) রচিত হলে সেগুলি থেকে সমসাময়িক বিভিন্ন ঐতিহাসিক তথ্য জানা যায়।

ঐতিহাসিক যুগের সূচনাকাল সম্পর্কে ড. দিলীপ কুমার চক্রবর্তীর মত (Dr. about the beginning of the historical period. Like Dilip Kumar Chakraborty)

কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দিলীপকুমার চক্রবর্তী ভারতের ঐতিহাসিক যুগের সূচনাকাল খ্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে আরও পিছিয়ে দেওয়ার পথে জোরালো সওয়াল করেছেন।

  • (১) তিনি বলেছেন যে, “খ্রিস্টপূর্ব তৃতীয় শতকের আগে গাঙ্গেয় উপত্যকায় লিপি ছিল না এটা অবান্তর কথা হওয়াই স্বাভাবিক।
  • (২) তিনি প্রশ্ন তুলেছেন যে, খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে পাণিনির ব্যাকরণ রচনা কি কখনও লিপি প্রচলনের পূর্বে হতে পারে।
  • (৩) তাই কেউ কেউ মনে করেন যে, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের পরবর্তীকালেই ভারতে ঐতিহাসিক যুগের সূচনা হয়।

আধুনিক যুগের ইতিহাসের ভিত্তি (Foundations of modern history)

লিপির পাঠোদ্ধার ও সন তারিখ সমন্বিত ইতিহাস আধুনিক যুগের ইতিহাসের ভিত্তি।

ঐতিহাসিক যুগে ভারতের ইতিহাস রচনা (Historiography of India in historical period)

লিপির পাঠোদ্ধার না হওয়ার কারণে ভারতে খ্রিস্টপূর্ব ৩০০০ অব্দ থেকে খ্রিস্টপূর্ব ৬৫০ অব্দ পর্যন্ত কালপর্বে সন-তারিখ সংবলিত কোনো ধারাবাহিক ইতিহাস রচনা করা সম্ভব হয়নি।

প্রাচীন ঐতিহাসিক যুগ প্রসঙ্গে ভারতের কালানুক্রমিক ইতিহাস (Chronological history of India in context of historical eras)

ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ -এর মতে, ভারতের কালানুক্রম সংবলিত ইতিহাস জানা যায় ৬৫০ খ্রিস্টপূর্বাব্দ থেকে। দাক্ষিণাত্যের ক্ষেত্রে আরও পরে।

ভারতে ঐতিহাসিক যুগের সূচনা (Beginning of historical era in India)

ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ -এর মতে, সকল দিক বিবেচনা করে ভারতে ঐতিহাসিক যুগের সূচনার সময়টি হল ৩২৬ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের ভারত আক্রমণ -এর বছর থেকে।

ঐতিহাসিক যুগ সম্পর্কে আলোচনা

(FAQ) ঐতিহাসিক যুগ (Historical period) সম্পর্কে জিজ্ঞাস্য?

১. ঐতিহাসিক যুগ কাকে বলে?

যে যুগে লিখন পদ্ধতির উদ্ভাবন হয় এবং ইতিহাসের লিখিত বিবরণ পাওয়া যায়, তাকে ঐতিহাসিক যুগ বলা হয়।

২. ভারতে ঐতিহাসিক যুগ শুরু হয় কখন?

আনুমানিক ৩২৬ খ্রীষ্টপূর্ব।

৩. পাঠোদ্ধার করা ভারতের প্রথম ঐতিহাসিক লিপিটি কার?

সম্রাট অশোকের।

Leave a Comment