সন্ত্রাসের রাজত্বের ফলাফল

ফ্রান্সে সন্ত্রাসের শাসনের ফলাফল প্রসঙ্গে সুফল হিসেবে ফ্রান্সের নিরাপত্তা, সুগঠিত সেনাবাহিনী তৈরি, অর্থনৈতিক সংস্কার সাধন, কৃষির উন্নতি, বিপ্লবকে রক্ষা, সন্ত্রাসের শাসনের কুফল হিসেবে তেইনের মন্তব্য, কৃষক ও মেহনতি মানুষদের হত্যা, ব্যক্তি স্বাধীনতা ও নিরাপত্তা বিঘ্নিত এবং বিপ্লবকে পঙ্গু করে দেওয়া সম্পর্কে জানবো।

সন্ত্রাসের রাজত্বের ফলাফল

ঐতিহাসিক ঘটনাসন্ত্রাসের রাজত্বের ফলাফল
সময়কাল২ জুন, ১৭৯৩ – ২৭ জুলাই, ১৭৯৪
স্থানফ্রান্স
লাল সন্ত্রাস১৩ এপ্রিল – ২৭ জুলাই, ১৭৯৪
নায়করোবসপিয়ার
সন্ত্রাসের রাজত্বের ফলাফল

ভূমিকা:- ১৭৯৩ খ্রিস্টাব্দের ২রা জুন থেকে ১৭৯৪ খ্রিস্টাব্দের ২৭শে জুলাই পর্যন্ত তেরো মাস ফরাসি বিপ্লব -এর ইতিহাসে এক অতি গুরুত্বপূর্ণ, ঘটনাবহুল ও ভয়াবহ অধ্যায় হিসেবে চিহ্নিত। এই কালপর্বে ফ্রান্সের ইতিহাসে যে ধরনের আত্মঘাতী ও হিংসাশ্রয়ী ঘটনা ঘটে, সমগ্র বিশ্বের ইতিহাসে তা বিরল। এই কাল পর্ব সন্ত্রাসের রাজত্ব নামে পরিচিত।

ফ্রান্সের সন্ত্রাসের শাসনের সুফল

ফ্রান্সের ইতিহাসে সন্ত্রাসের রাজত্ব ছিল একটি আপৎকালীন স্বৈরতন্ত্র’। সন্ত্রাসের শাসনের সুফলগুলি নিম্নলিখিত ক্ষেত্রে পরিলক্ষিত হয়‌। যেমন –

(১) ফ্রান্সের নিরাপত্তা

বৈদেশিক আক্রমণ ও অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ফ্রান্সে যে অরাজকতার সৃষ্টি করেছিল সন্ত্রাসের শাসন প্রাথমিকভাবে সেই অরাজকতার অবসান ঘটিয়ে ফরাসি জনগণকে নিরাপত্তা দিতে সক্ষম হয়েছিল।

(২) সুগঠিত সেনাবাহিনী তৈরি

বৈদেশিক আক্রমণ প্রতিরােধ এবং আভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা স্থাপনের জন্য সন্ত্রাসের সংগঠকেরা একটি বিশাল সেনাবাহিনী গঠন করেছিল। এর ফলে ফ্রান্সের সৈন্যসংখ্যা অল্প সময়ের মধ্যেই ১০ লক্ষ অতিক্রম করে। সন্ত্রাসের কঠোর শাসন এই সেনাবাহিনীর মধ্যে গভীর জাতীয়তাবােধ ও কঠোর শৃঙ্খলা সঞ্চারিত করেছিল।

(৩) অর্থনৈতিক সংস্কারসাধন

ঐতিহাসিক লেফেভর (Lefebvre), মাতিয়ে (Mathiez) প্রমুখ ঐতিহাসিকরা মনে করেন অর্থনৈতিক সংস্কারের জন্য সন্ত্রাসের শাসনের প্রয়ােজন ছিল। তাদের মতে সন্ত্রাসের শাসনের জন্যই ফ্রান্সে কালােবাজারি দমন, সর্বোচ্চ মূল্য নিয়ন্ত্রণ আইন, ন্যায্য হারে কর আদায় ইত্যাদি সম্ভব হয়েছিল।

(৪) কৃষিক্ষেত্রে উন্নতি

সন্ত্রাসের সংগঠকেরা দেশত্যাগী অভিজাতদের জমিগুলি দরিদ্র ও ভূমিহীন কৃষকদের মধ্যে বণ্টন করেন এবং সামন্ততন্ত্রের অবসান ঘটিয়ে কৃষিক্ষেত্রে গতিশীলতা করেছিলেন।

(৫) বিপ্লবকে রক্ষাকরা

সন্ত্রাসের সংগঠকেরা সন্দেহের আইন’ ও নির্মম অত্যাচারের মাধ্যমে ভয়াবহ ধ্বংসের হাত থেকে বিপ্লবকে রক্ষা করেছিল। এই কারণে ঐতিহাসিক টেলর (Taylor) বলেছেন, সন্ত্রাস বিপ্লবকে রক্ষা করেছিল’ (The Terror saved the Revolution)।

ফ্রান্সের সন্ত্রাসের রাজত্বের কুফল

সন্ত্রাসের শাসনের নানা কুফলও ছিল বলে কোনাে কোনাে ঐতিহাসিক মনে করেন। যেমন –

(১) তেইনের মন্তব্য

ঐতিহাসিক তেইন (Taine) মনে করেন, সন্ত্রাসের রাজত্ব ছিল মূলত ক্ষমতালােভী, সুবিধাভােগী ও দুর্বিনীত এক শ্রেণির মানুষের ক্রিয়াকলাপ। তার মতে, সন্ত্রাসের শাসনে নিরাপত্তা বলে কিছু ছিল না, কারণ কেবল সন্দেহের বশেই বিনা বিচারে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়। বলা হয়, “সন্ত্রাস দিয়ে বিপ্লব তার নিজের সন্তানদের গিলে ফেলে।

(২) কৃষক ও মেহনতি মানুষের হত্যা

ডেভিড থমসনের (David Thomson) মতে, সন্ত্রাসের শাসনে নিহত মানুষের ৭০%-ই ছিল কৃষক ও মেহনতি মানুষ। জনৈক ঐতিহাসিকের মতে, সন্ত্রাসের রাজত্বকালে ফ্রান্সে চলেছিল কসাই বৃত্তির ঘৃণ্য মহামারি।

(৩) ব্যক্তি স্বাধীনতা ও নিরাপত্তা বিঘ্নিত

এই সময়কালে ব্যক্তিস্বাধীনতা ও জীবনের নিরাপত্তা ছিল না। রােবসপিয়র (Robespierre) গির্জাকে যুক্তির মন্দির’ (Temple of Reason) বলে তুলে ধরেন।

(৪) বিপ্লবকে পঙ্গু করা

সন্ত্রাসের সংগঠকদের কার্যকলাপ ক্রমশ ফ্রান্সের মানুষকে ক্ষুব্ধ করে তুলেছিল। তাই লুই ব্ল্যাঙ্ক-এর মতে “সন্ত্রাস বিপ্লবকে রক্ষা করেনি, সন্ত্রাস বিপ্লবকে পঙ্গু করে দেয়।”

উপসংহার:- পরিশেষে বলা যায়, ফ্রান্সের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ফ্রান্সে সন্ত্রাসের মতাে কঠোর শাসনের প্রয়ােজন ছিল, কিন্তু ‘মহাসন্ত্রাস’ ছিল অপ্রয়ােজনীয়। যুদ্ধের অবসানে যখন সন্ত্রাসের কঠোরতা হ্রাসের প্রয়ােজন ছিল তখন রােবসপিয়র ‘লাল সন্ত্রাস’ চালু করে দেশে নতুন করে অরাজকতার সৃষ্টি করেছিলেন। তাই বলা যায়, সন্ত্রাসের শাসন ছিল ইতিবাচক ও নেতিবাচক ফলের সমষ্টি।

(FAQ) সন্ত্রাসের শাসনের ফলাফল সম্পর্কে জিজ্ঞাস্য?

১. ফ্রান্সে সন্ত্রাসের শাসনের সময়কাল কত?

২জুন, ১৭৯৩ খ্রিস্টাব্দ থেকে ২৭ জুলাই, ১৭৯৪ খ্রিস্টাব্দ।

২. ফ্রান্সে সন্ত্রাসের শাসনের নায়ক কে?

রোবসপিয়ার।

৩. কোন সময় পর্বকে লাল সন্ত্রাস বলা হয়?

১৩ এপ্রিল থেকে ২৭ জুলাই, ১৭৯৪ খ্রিস্টাব্দ।

৪. সন্ত্রাসের শাসনের অবসান ঘটে কখন?

২৭ জুলাই, ১৭৯৪ খ্রিস্টাব্দ।

৫. কার মৃত্যুর মাধ্যমে সন্ত্রাসের শাসনের অবসান ঘটে?

রোবসপিয়ার।

Leave a Comment