দশ রাজার যুদ্ধ

দশ রাজার যুদ্ধ -এর সময়কাল, যুদ্ধে বিবাদমান পক্ষ, যুদ্ধক্ষেত্রের অবস্থান, যুদ্ধের পটভূমি ও ফলাফল সম্পর্কে জানবো।

ঋকবৈদিক যুগে সংঘটিত দশ রাজার যুদ্ধ প্রসঙ্গে দশ রাজার যুদ্ধ কি, দশ রাজার যুদ্ধকালে রাজা সুদাস, দশ রাজার যুদ্ধের পূর্বে পুরোহিত বিশ্বামিত্রকে অপসারণ, দশ রাজার যুদ্ধে রাজা সুদাস কে আক্রমণ, দশ রাজার যুদ্ধের পটভূমি, দশ রাজার যুদ্ধ সংঘটন, দশ রাজার যুদ্ধের প্রথম পর্ব, দশ রাজার যুদ্ধের দ্বিতীয় পর্ব, দশ রাজার যুদ্ধে পুরু অঞ্চল দখল, দশ রাজার যুদ্ধে জয়লাভের পর অশ্বমেধ যজ্ঞ, মহাভারত যুদ্ধের সম্ভাব্য প্রোটোটাইপ দশ রাজার যুদ্ধ, ভরত গোষ্ঠীর রাজা সুদাস ও বিশ্বামিত্রের নেতৃত্বে দশটি উপজাতির মধ্যে দশ রাজার যুদ্ধ, পারুস্নি নদীর তীরে সংঘটিত দশ রাজার যুদ্ধ ও দশ রাজার যুদ্ধের ফলাফল।

খ্রিস্টপূর্ব যুগে দশ রাজার যুদ্ধ

সময়কালখ্রিস্টপূর্ব চতুর্দশ শতক
বিবাদমান পক্ষরাজা সুদাস (ত্রৎসু ও ভরত গোষ্ঠী) ও ঋষি বশিষ্ঠ্য এবং ঋষি বিশ্বামিত্র ও দশটি উপজাতি
অবস্থানপারুস্নি নদীর কাছে (আধুনিক রাভি), পাঞ্জাব
ফলাফল ঋগ্বেদীয় উপজাতিরা সুদাস দ্বারা বিজিত 
দশ রাজার যুদ্ধ

ভূমিকা :- প্রাচীন ভারত -এ দশ রাজার যুদ্ধের প্রথম ইঙ্গিত পাওয়া যায় ঋগ্বেদের সপ্তম মন্ডলে। একজন ভরত রাজা এবং উপজাতিদের সম্মিলিত গোষ্ঠীর মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়।

দশ রাজার যুদ্ধে রাজা সুদাস

পশ্চিম পাঞ্জাবে প্রতিষ্ঠিত ভরত উপজাতির রাজা ছিলেন সুদাস।

দশ রাজার যুদ্ধের পূর্বে বিশ্বামিত্রকে অপসারণ

রাজা সুদাস তাঁর প্রধান পুরোহিত বিশ্বামিত্রের পরিবর্তে বশিষ্ঠ কে নিযুক্ত করতে চেয়েছিলেন।

দশ রাজার যুদ্ধে রাজা সুদাসকে আক্রমণ

পদচ্যুত হয়ে বিশ্বামিত্র ক্ষোভের বশবর্তী হয়ে দশটি উপজাতিকে সংঘবদ্ধ করে রাজা সুদাসকে আক্রমণ করেছিল

দশ রাজার যুদ্ধের পটভূমি

ভারত গোষ্ঠী বিতস্তা ও শতদ্রু নদী অতিক্রম করে কুরুক্ষেত্রের দিকে অগ্রসর হলে সেখানে তারা একটি অস্থায়ী আন্তঃ-উপজাতি জোটের সম্মুখীন হয়েছিল। ফলে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

  • (১) মাইকেল উইটজেল যুক্তি দেন যে, আন্তর্জাতিক অসন্তোষ বা বহিষ্কৃত পরিবার-পুরোহিতের ষড়যন্ত্রের ফসল ছিল এই যুদ্ধ।
  • (২) রণবীর চক্রবর্তী যুক্তি দেন যে যুদ্ধটি সম্ভবত নদীগুলি নিয়ন্ত্রণ করার জন্য হয়েছিল। কারণ, এই নদী গুলি ছিল সেচ ব্যবস্থার জীবনরেখা।
  • (৩) ঋগ্বেদের স্তোত্রগুলি ভরত গোষ্ঠীর থেকে গরু চুরি করতে চাওয়া উপজাতির কথাও বর্ণনা করেছে।

দশ রাজার যুদ্ধ সংঘটন

এই যুদ্ধ দুটি পর্বে সংঘটিত হয়।

দশ রাজার যুদ্ধের প্রথম পর্ব

যুদ্ধের প্রথম পর্বটি কুরুক্ষেত্রের পশ্চিমে মনুসার কাছে রাভি নদীর (তখন পারুস্নি) তীরে সংঘটিত হয়েছিল।

  • (১) ঋগ্বেদ -এ ভরত গোষ্ঠীর রাজা সুদাস এবং তার পুরোহিত পৈজাবন ও বশিষ্ঠের নাম উল্লেখ করা হয়েছে।
  • (২) প্রধান প্রতিপক্ষ সন্দেহজনক এবং অংশগ্রহণকারী উপজাতিদের নাম উদ্ধার করা কঠিন। তবে এই বিদ্রোহীদের মধ্যে আছে পুরু (ভারতদের পূর্বের প্রধান-উপজাতি), যদু, তুর্বস, মৎস্য, দ্রুহ্য, পাকথা, ভালনাস, আলিনা, বিষানিন, শিবাস, ভাইকর্ণ, এবং অনু।
  • (৩) আপাতদৃষ্টিতে এটি একটি অসম যুদ্ধ। সুদাস কৌশলগতভাবে উপজাতীয় জোটের বিরুদ্ধে জয়লাভ করেছিল। বেশিরভাগ বিরোধীদের ডুবিয়ে দেওয়া হয়েছিল বলে মনে করা হয়।
  • (৪) ভাগ্যের এই আকস্মিক পরিবর্তনের পিছনে ভরতদের পৃষ্ঠপোষক-দেবতা ইন্দ্রের কল্যাণ ও কৌশলকে দায়ী করা হয়, যার আশীর্বাদ বশিষ্ঠের কাব্যতত্ত্ব দ্বারা প্রমাণিত হয়।

দশ রাজার যুদ্ধের দ্বিতীয় পর্ব

দশ রাজার যুদ্ধের দ্বিতীয় পর্বে যুদ্ধক্ষেত্র (সম্ভবত) যমুনা নদীর তীরে স্থানান্তরিত হয়, যেখানে স্থানীয় সর্দার ভিদা তিনটি অন্যান্য উপজাতির সাথে পরাজিত হয় – আজস, সিঘ্রাস এবং ইয়াকসুস।

দশ রাজার যুদ্ধে পুরু অঞ্চল দখল

দশ রাজার যুদ্ধ ভরত গোষ্ঠীকে সরস্বতী নদীর চারপাশে কেন্দ্রীভূত সমগ্র পুরু অঞ্চল (পশ্চিম পাঞ্জাব) দখল করতে এবং পূর্ব দিকে অগ্রসর হতে সাহায্য করে।

দশ রাজার যুদ্ধে জয়লাভের পর অশ্বমেধ যোগ্য

উত্তর, পূর্ব এবং পশ্চিমের শত্রুদের থেকে মুক্ত একটি রাজ্য প্রতিষ্ঠার স্মরণে অশ্বমেধ অনুষ্ঠানের মাধ্যমে সুদাস তার বিজয় উদযাপন করেছিলেন।

মহাভারত যুদ্ধের সম্ভাব্য প্রোটোটাইপ দশ রাজার যুদ্ধ

উইটজেল এই যুদ্ধটিকে মহাভারত -এ বর্ণিত কুরুক্ষেত্রের যুদ্ধ -এর সম্ভাব্য আর্কিটাইপ বা প্রোটোটাইপ বলে উল্লেখ করেছেন।

উপসংহার :- এই যুদ্ধে জয়লাভ করে সুদাস ভরত উপজাতির ভবিষ্যৎ গৌরবের ভিত্তি স্থাপন করেছিলেন। এই ভরত উপজাতির নাম থেকেই আমাদের দেশ ভারতবর্ষ নামে পরিচিত হয়।


প্রিয় পাঠক/পাঠিকা আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “দশ রাজার যুদ্ধ” পোস্টটি পড়ার জন্য। এই ভাবেই adhunikitihas.com ওয়েবসাইটের পাশে থাকুন। যেকোনো প্রশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলো করুণ এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তুলুন।

সবশেষে আপনার কাছে আমাদের অনুরোধ যদি এই পোস্টটি আপনার ভালো লেগে থাকে তাহলে Comment ও Share করে দিবেন, (ধন্যবাদ)।

(FAQ) দশ রাজার যুদ্ধ সম্পর্কে জিজ্ঞাস্য?

১. দশ রাজার যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল?

পারুস্নি (বর্তমানে রাভি)।

২. দশ রাজার যুদ্ধ কোথায় বর্ণিত আছে?

ঋগ্বেদের সপ্তম মণ্ডলে।

৩. দশ রাজার যুদ্ধে ভরত গোষ্ঠীর রাজা কে ছিলেন?

রাজা দিবদাসের পুত্র রাজা সুদাস।

Leave a Comment