ভারতের সংবিধানের মৌলিক কর্তব্য

ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্য গৃহীত, স্থান, নির্দিষ্টকরণে ভূমিকা, ধারণা গ্ৰহণ, নৈতিক বাধ্যবাধকতা, আইন দ্বারা প্রয়োগ, গুরুত্বপূর্ণ দিক, লঙ্ঘনে শাস্তি, জাতীয় কর্তব্য ও মৌলিক কর্তব্য সমূহ সম্পর্কে জানবো।

ভারতের সংবিধানের মৌলিক কর্তব্য প্রসঙ্গে মৌলিক কর্তব্য নির্দিষ্ট করণের ভূমিকা, মৌলিক কর্তব্যের ধারণা, মৌলিক কর্তব্য প্রয়োগ, মৌলিক কর্তব্যের গুরুত্বপূর্ণ দিক, মৌলিক কর্তব্য লঙ্ঘনের শাস্তি, ভারতের সংবিধানে উল্লিখিত মৌলিক কর্তব্য সম্পর্কে সুপ্রিম কোর্টের রায়, সংবিধানে উল্লিখিত ১১টি মৌলিক কর্তব্য ও তাদের আলোচনা।

ভারতের সংবিধানের মৌলিক কর্তব্য

সংবিধানে অন্তর্ভুক্ত১৯৭৬ সালে
অধ্যায়চতুর্থ
অনুচ্ছেদ৫১ (ক)
সংখ্যা১১ টি
মৌলিক কর্তব্য

 ভূমিকা :- মৌলিক অধিকার, রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি এবং মৌলিক কর্তব্য’ হল ভারতের সংবিধান -এর এমন ধারা যা নাগরিকদের প্রতি রাজ্যগুলির মৌলিক বাধ্যবাধকতা এবং রাষ্ট্রের প্রতি নাগরিকদের কর্তব্য ও অধিকারগুলি নির্ধারণ করে৷

মৌলিক কর্তব্যের ধারাগুলি সংবিধানে গৃহীত

এই ধারাগুলি সংবিধানের গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে বিবেচিত হয়, যা 1949 সালের মধ্যে ভারত -এর গণপরিষদ দ্বারা বিকশিত হয়েছিল।

ভারতের সংবিধানের মৌলিক কর্তব্যের অন্তর্ভুক্তি স্থান

সংবিধানের চতুর্থ অংশ (ক) -এর অধীনে ৫১ (ক) অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মৌলিক কর্তব্য নির্দিষ্টকরণে ভূমিকা

ইন্দিরা গান্ধীর সরকার জরুরি অবস্থার সময়ে এই সংস্থান নির্দিষ্ট করেছিল।

মৌলিক কর্তব্যের ধারণা

মৌলিক কর্তব্য এর ধারণাটি সোভিয়েত রাশিয়ার সংবিধান থেকে গৃহীত হয়েছে ।

মৌলিক কর্তব্য বিষয়ে নৈতিক বাধ্যবাধকতা

মৌলিক কর্তব্যগুলিকে দেশপ্রেমের চেতনা উন্নীত করতে এবং ভারতের ঐক্যকে সমুন্নত রাখতে সাহায্য করার জন্য সমস্ত নাগরিকের নৈতিক বাধ্যবাধকতা হিসাবে সংজ্ঞায়িত করা হয়।

আইন দ্বারা মৌলিক কর্তব্য সমূহের প্রয়োগ

নির্দেশমূলক নীতির মতো, এগুলি আদালতের দ্বারা প্রয়োগযোগ্য নয় যদি না সংসদের আইন দ্বারা প্রয়োগযোগ্য হয়।

দশটি মৌলিক কর্তব্য

১৯৭৬ সালে ৪২ তম সংশোধনীর মাধ্যমে সংবিধানে, সেই বছরের শুরুর দিকে সরকার কর্তৃক গঠিত স্বরণ সিং কমিটির সুপারিশের ভিত্তিতে প্রাথমিকভাবে দশটি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে।

মৌলিক কর্তব্য সংযোজন

২০০২ সালে ৮৬ তম সংশোধনীর মাধ্যমে আরো একটি মৌলিক দায়িত্ব যুক্ত করে এগারোটি মৌলিক কর্তব্য নির্দিষ্ট করা হয়।

মৌলিক কর্তব্যের গুরুত্বপূর্ণ দিক

মৌলিক কর্তব্য সমূহ সকল ভারতীয়কে অভিন্ন ভ্রাতৃত্বের চেতনায় উন্নীত করতে, পরিবেশ ও জনসাধারণের সম্পত্তি রক্ষা করতে, বৈজ্ঞানিক মেজাজ বিকাশ করতে, হিংসা পরিহার করতে এবং জীবনের সকল ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের দিকে প্রচেষ্টা চালাতে বাধ্য করে।

মৌলিক কর্তব্য লঙ্ঘনের শাস্তি

রাষ্ট্রপতিসহ উপরাষ্ট্রপতি, স্পিকার, সংসদ সদস্য, রাজ্যের আইনসভার সদস্য ও কোনো নাগরিক কর্তৃক সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্য লঙ্ঘনের ক্ষেত্রে সংবিধানের অবমাননা বা জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ আইন1971-এর অধীনে শাস্তিযোগ্য।

সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্য সম্পর্কে সুপ্রিম কোর্টের রায়

সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে এই মৌলিক দায়িত্বগুলি আদালতকে আইনসভা কর্তৃক গৃহীত আইনের সাংবিধানিকতা নির্ধারণে সহায়তা করতে পারে।

জাতীয় কর্তব্য

মানবাধিকারের সার্বজনীন ঘোষণা এবং নাগরিক ও রাজনৈতিক অধিকারের আন্তর্জাতিক চুক্তির মতো আন্তর্জাতিক উপকরণগুলিতে এই জাতীয় কর্তব্যগুলির উল্লেখ রয়েছে।

ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্য সমূহ

ভারতের সংবিধানে উল্লিখিত মৌলিক কর্তব্যগুলি হল নিম্নরূপ –

  • (১) সংবিধানকে মান্য করতে হবে এবং সংবিধানের আদর্শ, প্রতিষ্ঠানসমূহ, জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের প্রতি শ্রদ্ধা জানাতে হবে ।
  • (২) যে সকল মহান আদর্শ দেশের স্বাধীনতার জন্য জাতীয় সংগ্রামকে অনুপ্রাণিত করেছিল সেগুলিকে পোষণ এবং অনুসরণ করতে হবে ।
  • (৩) ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতি কে সমর্থন ও সংরক্ষণ করতে হবে ।
  • (৪) দেশ রক্ষা ও জাতীয় সেবাকার্যে আত্মনিয়োগের জন্য আহূত হলে সাড়া দিতে হবে ।
  • (৫) ধর্মগত, ভাষাগত, অঞ্চলগত, শ্রেণীগত বিভেদের ঊর্ধ্বে থেকে সমস্ত ভারতবাসীর মধ্যে ঐক্য ও ভাতৃত্ববোধ কে সম্প্রসারিত করতে হবে এবং নারী জাতির মর্যাদাহানিকর সকল প্রথাকে পরিহার করতে হবে ।
  • (৬) আমাদের দেশের মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহ্য কে মূল্য প্রদান ও সংরক্ষণ করতে হবে ।
  • (৭) বনভূমি, নদী, বন্যপ্রাণীসহ প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ ও উন্নতি এবং জীবজন্তুর প্রতি মমত্ববোধ প্রকাশ করতে হবে ।
  • (৮) বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, মানবিকতাবোধ অনুসন্ধিৎসা ও সংস্কারমূলক মনোভাবের প্রসার সাধন করতে হবে।
  • (৯) জাতীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ করতে হবে ও হিংসার পথ পরিহার করতে হবে ।
  • (১০) সকল ক্ষেত্রে জাতীয় উন্নতির উৎকর্ষ এবং গতি বজায় রাখার উদ্দেশ্যে ব্যক্তিগত ও সমষ্টিগত সকল কাজে চরম উৎকর্ষের জন্য সচেষ্ট হতে হবে ।
  • (১১) ৬ থেকে ১৪ বছর বয়সের প্রত্যেক শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে । (এটি পিতা-মাতা ও অভিভাবকদের পালনীয় মৌলিক কর্তব্য)

মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতি

মৌলিক অধিকারের সাথে সংঘাতের ক্ষেত্রে আইনের সাংবিধানিক বৈধতা বজায় রাখার জন্য নির্দেশমূলক নীতিগুলি ব্যবহার করা হয়েছে। মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতিগুলিও সামাজিক কল্যাণের জন্য আইনের ভিত্তি গঠনে একত্রে ব্যবহার করা হয়েছে।


প্রিয় পাঠক/পাঠিকা আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্য” পোস্টটি পড়ার জন্য। এই ভাবেই adhunikitihas.com ওয়েবসাইটের পাশে থাকুন। যে কোনো প্রশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলো করুণ এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তুলুন।

সবশেষে আপনার কাছে আমাদের অনুরোধ যদি এই পোস্টটি আপনার ভালো লেগে থাকে তাহলে Comment ও Share করে দিবেন, (ধন্যবাদ)।

(FAQ) ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্য সম্পর্কে জিজ্ঞাস্য?

১. ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্য সমূহ কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে?

রাশিয়া।

২. ভারতের সংবিধানের কোন ধারায় মৌলিক কর্তব্য সমূহ যুক্ত করা হয়েছে?

৫১ (ক) ধারায়।

৩. ভারতের সংবিধানের কোন অধ্যায়ে মৌলিক কর্তব্য সমূহ অন্তর্ভুক্ত করা হয়েছে?

চতুর্থ অধ্যায়।

Leave a Comment