ফ্রান্সের রাজদূত শেতোব্রিয়াঁর প্রেমপত্র প্রসঙ্গে ফরাসি নাগরিক শেতোব্রিয়াঁ, শেতোব্রিয়াঁর প্রেমপত্র, শেতোব্রিয়াঁর প্রেম, শেতোব্রিয়াঁর প্রেমিকা, শেতোব্রিয়াঁর প্রেমপত্র রচনার সময়কাল ও শেতোব্রিয়াঁর মূল প্রেমপত্র সম্পর্কে জানব।
রাজদূত শেতোব্রিয়াঁর প্রেমপত্র
ঐতিহাসিক প্রেমপত্র | শেতোব্রিয়াঁর প্রেমপত্র |
পরিচিতি | ফরাসি রাজদূত |
দেশ | ফ্রান্স |
প্রেমিকা | মাদাম দ্য কুস্তিন |
রাজতন্ত্র পুনঃ প্রতিষ্ঠিত হওয়ার পর শেতোব্রিয়াঁ ফ্রান্সের রাজদূত রূপে খ্যাতি অর্জন করেন। ফ্রান্সে তিনি প্রথম সার্থক কাব্যিক গদ্যের অমর লেখক রূপে পরিচিত। প্রাক ফরাসি বিপ্লব যুগের অভিজাত মহিলাদের নিকট তাঁর খুব সমাদর ছিল; আর তাঁর সীমাহীন অহমিকা ছিল তাঁর বহুবিধ দুর্ভাগ্যের জন্য দায়ী।
মাদাম দ্য কুস্তিন-এর নিকট লেখা তাঁর পত্রাংশ –
শনিবার সকাল
গতকাল থেকে কী যন্ত্রণায় আমি সময় গুণছি তুমি কল্পনাও করতে পারবে না; ওরা চেয়েছিলেন যে, আজই আমি চলে যাই। যাক, বিশেষ সৌভাগ্যবশত আমি আগামী বুধবার পর্যন্ত সময় পেয়েছি। তোমাকে সত্যই বলছি, আমি অর্ধ উন্মত্ত-প্রায়। আমার বিশ্বাস, শেষ পর্যন্ত পদত্যাগ-পত্র পেশ করে আমি ক্ষান্ত হব। তোমাকে ছেড়ে যেতে হবে, এই চিন্তাই মৃত্যুবৎ। আর আমার দুর্ভাগ্যের পরাকাষ্ঠা, বিকেল দু’টোর আগে আমি তোমার সঙ্গে মিলিত হতে পারছি না।
ঈশ্বরের দোহাই, তুমি চলে যেও না। অন্তত একবারের জন্য তোমাকে আমায় দেখতে দাও। তুমি কি অসুস্থ ?
রবিবার সকাল
যদি তুমি জানতে গতকাল থেকে আমি যুগপৎ কী পরিমাণ সুখী এবং দুঃখী, তাহলে তুমি করুণায় বিগলিত হতে। এখন ভোর পাঁচটা, আমার সেলে আমি একা। বাইরের আশ্চর্য সজীব সুন্দর বাগানের উপর আমার উন্মুক্ত জানালা, আর তার মধ্য দিয়ে আমি তোমার কুটিরের উপরে ভেসে উঠা সুন্দর সূর্যোদয়ের সোনা দেখতে পাচ্ছি। মনে হয়, আজ আর আমি তোমাকে দেখতে পাব না, আমার হৃদয় বিষণ্ণ। এ সমস্তই যেন একটা রোমান্সের মত, কিন্তু রোমান্স গুলোর কি কোনো স্বাদ কোনো আকর্ষণ নেই? আমাদের জীবনটাই কি এক দুঃখভরা রোমান্স নয়? আমার নিকট পত্র লিখো; তোমার কাছ থেকে কিছু একটা এসেছে তা আমাকে দেখতে দাও! বিদায়, বিদায়, আগামী কাল পর্যন্ত বিদায়!
(FAQ) শেতোব্রিয়াঁর প্রেমপত্র সম্পর্কে জিজ্ঞাস্য?
ফ্রান্সের রাজদূত, বিখ্যাত কবি ও লেখক।
মাদাম দ্য কুস্তিন।
শেতোব্রিয়াঁ।