সেলুকাস

আজ গ্রীক বীর যোদ্ধা সেলুকাস -র জন্ম, পরিচিতি, সেনাপতি জীবন, রাজত্বকাল, চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে যুদ্ধ ও বন্ধুত্ব স্থাপন, মুদ্রা প্রচলন, নতুন শহর প্রতিষ্ঠা সম্পর্কে জানবো।

গ্ৰিক বীর আলেকজান্ডারের সেনাপতি সেলুকাস প্রসঙ্গে সেলুকাস ও আলেকজান্ডারের জনপ্রিয় বাক্য, সেলুকাসের রাজা উপাধি গ্ৰহণ, আলেকজান্ডারের সাম্রাজ্যের শাসনকর্তা সেলুকাস, সেলুকাসের রাজত্বকাল, সেলুকাসের ভারতে আগমন, সেলুকাস ও চন্দ্রগুপ্ত মৌর্যের যুদ্ধ, সেলুকাস ও চন্দ্রগুপ্ত মৌর্যের যুদ্ধ বিরতি চুক্তি, সেলুকাস কর্তৃক চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় দূত প্রেরণ, সেলুকাসের মুদ্রা প্রবর্তন, সেলুকাস কর্তৃক নতুন শহর প্রতিষ্ঠা, ডিমিট্রিয়াসের সাথে সেলুকাসের মিত্রতা, সেলুকাসের শেষ জীবন, সেলুকাসের উত্তরসূরি ও গ্ৰিক বীর যোদ্ধা সেলুকাস নিকেটরের মৃত্যু।

গ্রীক বীর যোদ্ধা সেলুকাস নিকেটর

ঐতিহাসিক চরিত্রসেলুকাস
জন্ম৩৫৮ খ্রিস্টপূর্বাব্দ
পিতামাতাঅ্যান্টিওকাস ও লাওডিসিয়া
রাজবংশসেলুসিড
রাজত্ব৩০৫-২৮১ খ্রিস্টপূর্ব
মৃত্যু২৮১ খ্রিস্টপূর্ব
সেলুকাস নিকেটর

ভূমিকা :- ম্যাসেডোনিয়ার একজন গ্রীক জেনারেল ও অফিসার এবং পরবর্তীকালে আলেকজান্ডার দ্য গ্রেটের উত্তরসূরি এবং সেলুসিড সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন সেলুকাস নিকেটর।

আলেকজান্ডারের ভারত আক্রমণের সেনাপতি সেলুকাস

গ্রীক বীর আলেকজান্ডারের ভারত আক্রমণ -এর সময় তার প্রধান সেনাপতি ছিলেন সেলুকাস নিকেটর।

সেলুকাস ও আলেকজান্ডারের জনপ্রিয় বাক্য

ভারত -এ অবস্থান কালে আমাদের দেশ ভারতবর্ষ -এর প্রকৃতি ও মানুষের মধ্যে বৈচিত্র্য দেখে আলেকজান্ডার সেলুকাসকে বলেছিলেন, ‘সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ ভারতবর্ষ। এই কথা বর্তমানে মুখে মুখে ঘুরতে থাকে।

সেলুকাসের রাজা উপাধি গ্রহণ

আলেকজান্ডারের মৃত্যুর পর ক্ষমতার লড়াইয়ে সেলুকাস এশিয়া মাইনর, সিরিয়া, মেসোপটেমিয়া ও ইরানী মালভূমির শাসক হয়ে ওঠেন এবং অবশেষে ব্যাসিলিয়াস বা রাজা উপাধি গ্রহণ করেন।

আলেকজান্ডারের সাম্রাজ্যের শাসনকর্তা সেলুকাস

৩১২ খ্রিস্টপূর্বাব্দ থেকে সেলুকাস নির্মমভাবে তার আধিপত্য বিস্তার করেন। তিনি কেবল ব্যাবিলনিয়া নয়, আলেকজান্ডারের সাম্রাজ্যের বিশাল পূর্ব অংশ শাসন করেছিলেন।

সেলুকাসের রাজত্বকাল

আনুমানিক ৩০৬ খ্রিস্টপূর্ব থেকে ২৮১ খ্রিস্টপূর্ব পর্যন্ত সেলুকাস তার রাজত্ব বজায় রেখেছিলেন।

সেলুকাসের ভারতে আগমন

৩০৬ খ্রিস্টপূর্বাব্দে সেলুকাস নিকেটর ভারতে যান এবং সিন্ধু পর্যন্ত অঞ্চল দখল করেন এবং শেষ পর্যন্ত মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য -এর সাথে যুদ্ধ করেন।

সেলুকাস ও চন্দ্রগুপ্তের যুদ্ধ

সেলুকাস গান্ধার এবং পূর্ব ভারতে প্রাক্তন সামন্তদের কাছে বশ্যতা দাবি করেছিলেন। এই উচ্চাকাঙ্ক্ষাগুলি চন্দ্রগুপ্ত মৌর্য দ্বারা বিরোধিতা ফলে সেলুসিড-মৌর্য যুদ্ধ (305-303 BC) হয়েছিল।

সেলুকাসের যুদ্ধ বিরতি চুক্তি

একটি চুক্তির মাধ্যমে সেলুকাস ও চন্দ্রগুপ্তের বিরোধের নিষ্পত্তি হয়। এই চুক্তির পর চন্দ্রগুপ্ত সেলুকাসের কন্যাকে বিয়ে করেছিলেন এবং  মাহুত সহ ৫০০ যুদ্ধ হাতি সেলুকাসকে প্রদান করেন। এ থেকে মনে করা হয় যুদ্ধে সেলুকাস আত্মসমর্পণ করেছিলেন।

সেলুকাস কর্তৃক মৌর্য সাম্রাজ্যে দূত প্রেরণ

সেলুকাস একজন দূত হিসেবে মেগাস্থিনিস -কে পাটলিপুত্র নগরে মৌর্য দরবারে পাঠান। মেগাস্থিনিসের ভ্রমণ বৃত্তান্তের নাম ইন্ডিকা

সেলুকাস কর্তৃক মুদ্রার প্রচলন

সেলুকাস ভারতে থাকার সময় মুদ্রা তৈরি করেছিলেন। কারণ, তার নামে বেশ কিছু মুদ্রা ভারতীয় মানের এবং ভারতে খনন করা হয়েছে। এই মুদ্রাগুলি তাকে “ব্যাসিলিয়াস” (“রাজা”) হিসাবে বর্ণনা করে।

সেলুকাস কর্তৃক নতুন শহর প্রতিষ্ঠা

সেলুকাস তার শাসনাকালে বেশ কয়েকটি নতুন শহর প্রতিষ্ঠা করেছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল অ্যান্টিওক, এডেসা এবং টাইগ্রিসের সেলুসিয়া।

ইপসাসের যুদ্ধে সেলুকাসের জয়লাভ

চন্দ্রগুপ্তের কাছ থেকে প্রাপ্ত যুদ্ধ হাতি ব্যবহার করে সেলুকাস ইপসাসের যুদ্ধে লাইসিমাকাস অ্যান্টিগোনাস এবং ডেমেট্রিয়াসকে পরাজিত করেছিলেন।

ডেমিট্রিয়াসের সাথে সেলুকাসের মিত্রতা

২৯৯ খ্রিস্টপূর্বাব্দে সেলুকাস ডেমেট্রিয়াসের সাথে মিত্রতা করেন এবং তার মেয়ে স্ট্রাটোনিসকে বিয়ে করেন।

সেলুকাসের অবশিষ্ট জীবন

সেলুকাস মিশর ব্যতীত আলেকজান্ডারের সমস্ত বিজয় ধরে রেখেছিলেন এবং মেসিডোনিয়ান রাজ্যের পুরানো সীমানায় তার অবশিষ্ট দিনগুলির জন্য নিজেকে সন্তুষ্ট করতে চেয়েছিলেন।

সেলুকাসের উত্তরসূরী

সেলুকাসের স্থলাভিষিক্ত হন তার পুত্র অ্যান্টিওকাস প্রথম সেলুসিড সাম্রাজ্যের শাসক হিসেবে।

গ্রীক বীর যোদ্ধা সেলুকাস নিকেটর মৃত্যু

২৮১ খ্রিস্টপূর্বাব্দে টলেমি কেরাউনস দ্বারা সেলুকাসকে হত্যা করা হয়।


প্রিয় পাঠক/পাঠিকা আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “বীর যোদ্ধা সেলুকাস” পোস্টটি পড়ার জন্য। এই ভাবেই adhunikitihas.com ওয়েবসাইটের পাশে থাকুন। যেকোনো প্রশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলো করুণ এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তুলুন।

সবশেষে আপনার কাছে আমাদের অনুরোধ যদি এই পোস্টটি আপনার ভালো লেগে থাকে তাহলে Comment ও Share করে দিবেন, (ধন্যবাদ)।

(FAQ) গ্রীক বীর যোদ্ধা সেলুকাস সম্পর্কে জিজ্ঞাস্য?

১. সেলুকাস কে ছিলেন?

গ্রীক বীর আলেকজান্ডারের সেনাপতি ও তার মৃত্যুর পর একজন সফল শাসক।

২. সেলুকাসের কন্যার নাম কি, যার সাথে চন্দ্রগুপ্ত মৌর্যের বিবাহ হয়?

হেলেনহেলেন বা হেলেনা।

৩. সেলুকাসের দূতের নাম কি?

মেগাস্থিনিস।

Leave a Comment