ভারতে মুঘল শক্তির সাফল্যের কারণ

ভারতে মুঘল শক্তির সাফল্যের কারণ প্রসঙ্গে জনসমর্থনহীন, অদক্ষ সেনাপতি, রণদক্ষতার অভাব, পুরাতন যুদ্ধ কৌশল, গোষ্ঠী তন্ত্র, উপস্থিত বুদ্ধির অভাব, রাজপুতদের দুর্বল রণকৌশল, মুঘলদের আগ্নেয়াস্ত্রের সুবিধা, তুলঘুমা কৌশল ও দক্ষ সেনাপতি বাবর সম্পর্কে জানবো।

ভারতে মুঘল শক্তির সাফল্যের কারণ

ঐতিহাসিক ঘটনাভারতে মুঘল শক্তির সাফল্যের কারণ
প্রথম রাজাজহিরুদ্দিন মহম্মদ বাবর
পানিপথের প্রথম যুদ্ধ১৫২৬ খ্রি
খানুয়ার যুদ্ধ১৫২৭ খ্রি
ভারতে মুঘল শক্তির সাফল্যের কারণ

ভূমিকা :- ভারত-এ তুর্কী বিজয়ের মতই মুঘল বিজয় ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। মুঘল সম্রাট যখন ভারত আক্রমণ করেন তখন উত্তর ভারতে আফগান ও রাজপুত এই দুই প্রধান শক্তি আধিপত্য করত।

ভারতে বাবরের জয়লাভ

বাবর তিনটি প্রধান যুদ্ধে যথা, পানিপথের প্রথম যুদ্ধ, খানুয়ার যুদ্ধ ও ঘর্ঘরার যুদ্ধ-এ আফগান ও রাজপুত শক্তিকে বিধ্বস্ত করেন।

ভারতে জনসমর্থনহীন বাবর

যতদূর জানা যায় বাবরের সৈন্য সংখ্যা ছিল ৮-১২ হাজার। তাছাড়া তিনি ছিলেন বহিরাগত। ভারতবাসী তাঁকে বিদেশী বলেই মনে করত। আফগানরা ছিল ভারতবাসীর চক্ষে স্বদেশী। কাজেই বাবরের পক্ষে জনসমর্থন ছিল না।

অদক্ষ সেনাপতি বাবর

সেনাপতিরূপে বাবর ভীষণ দক্ষ ছিলেন তার কোন প্রমাণ নেই। তিনি সমরখন্দের যুদ্ধে বিফলতা বরণ করেন। তাহলে কি কারণে ভারতে তিনি অসাধারণ সফলতা পান তা আলোচনার যোগ্য।

ভারতে বাবরের সেনার রণদক্ষতার অভাব

বাবরের সেনা সংখ্যার তুলনায় আফগান সেনাদল সংখ্যায় অনেক বেশি হলেও তাদের রণদক্ষতা বিশেষ ছিল না। মুঘল বাহিনীর উজবেগী অশ্বারোহীদের তুলনায় আফগান সেনারা ছিল হীনবল।

ভারতে পুরাতন যুদ্ধ কৌশল

আফগান ও রাজপুত সেনার সাহসের অভাব ছিল না। কিন্তু তারা পুরাতন আফগানদের সামরিক কায়দায় যুদ্ধ করত। বাবরের নতুন রণকৌশলের সঙ্গে তারা এঁটে উঠতে পারেনি।

ভারতে গোষ্ঠীতন্ত্র

আফগান সেনাদল ছিল গোষ্ঠীতন্ত্রে বিভক্ত। এদের মধ্যে ঐক্যের অভাব ছিল। ইব্রাহিম লোদীর বাহিনী এজন্য যথেষ্ট শৃঙ্খলাবদ্ধ ছিল না। তাছাড়া আফগানরা ছিল আত্মকলহের জন্য দুর্বল।

ভারতে বিরক্ত আফগান সর্দার

ইব্রাহিম লোদীর বিরুদ্ধে অন্যান্য আফগান সর্দাররা বিরক্ত ছিল। এজন্য আফগান সর্দাররা এক মন এক প্রাণ হয়ে বাবরের প্রতিরোধ করে নি। দৌলত খাঁ লোদী ও আলম খাঁ বাবরকে ভারত আক্রমণে প্ররোচিত করেন।

ভারতে ইব্রাহিম লোদীর উপস্থিত বুদ্ধির অভাব

  • (১) ইব্রাহিম লোদী ছিলেন জেদী ও গোয়ার প্রকৃতির লোক। তাঁর উপস্থিত বুদ্ধি ও রণকৌশলের সম্পর্কে জ্ঞান ছিল ক্ষীণ। বাবর তার আত্মজীবনীতে বলেছেন যে, ইব্রাহিম লোদীর বাস্তববুদ্ধি খুবই কম ছিল।
  • (২) পানিপথের প্রথম যুদ্ধের সময় তিনি তাঁর হাতিগুলিকে সেনাদলের সামনে সার দিয়ে দাঁড় করিয়ে মহা ভুল করেন। বাবরের কামান ও বন্দুকের আঘাতে হাতিগুলি ক্ষেপে গিয়ে লোদী সেনাদের মাড়িয়ে দেয়।

ভারতে রাজপুতদের দুর্বল রণকৌশল

বাবরের কাছে রাজপুতদের পরাজয়ের কারণ প্রায় একই প্রকার ছিল। রাজপুতরা খুবই সাহসী ও কষ্টসহিষ্ণু যোদ্ধা হলেও, তাদের রণকৌশল ছিল পুরাতন ও অচল। ব্যক্তিগতভাবে প্রতি রাজপুত যোদ্ধা খুবই বীর ছিল। কিন্তু রণকৌশল ও শৃঙ্খলায় তারা মুঘল শক্তি অপেক্ষা হীন ছিল।

মুঘলদের আগ্নেয়াস্ত্রের সুবিধা

বাবরের জয়লাভের কারণ ছিল তাঁর আগ্নেয় অস্ত্রের ব্যবহার। ভারতে এই প্রথম কোনো বড় যুদ্ধে আগ্নেয় অস্ত্র ব্যবহার করা হয়। বাবরের কামান ও বন্দুকের সামনে আফগান ও রাজপুত সেনা তাদের তরবারি, তীর-ধনুক, বল্লম নিয়ে অসহায় হয়ে পড়ে।

ভারতে মুঘলদের অবরোধ তৈরি

বাবর শুধু আগ্নেয় অস্ত্র ব্যবহার করেন নি। যাতে এর থেকে ভাল ফল পাওয়া যায় তিনি তার ব্যবস্থা করেন। এজন্য গোলন্দাজদের সামনে মাটির বা গরুর গাড়ির অবরোধ তৈরি করতেন। তার আড়াল থেকে কামান ও বন্দুক চালনা করা হত।

মুঘলদের তুলঘুমা রণকৌশল

বাবর মধ্য এশিয়ায় তুর্কী, পারসিক ও উজবেগীদের সঙ্গে সারা জীবন যুদ্ধ করে রণকৌশল শিক্ষা করেন। ফলে তিনি আফগান ও রাজপুতদের বিরুদ্ধে “তুলঘুমা” কৌশল অত্যন্ত সফলতার সঙ্গে ব্যবহার করেন। আগ্নেয়াস্ত্রের সঙ্গে অশ্বারোহী আক্রমণ ছিল এই কৌশলের অঙ্গ।

ভারতে দক্ষ সেনাপতি বাবর

বাবর সেনাপতি হিসেবে অসাধারণ না হলেও খুবই উন্নতমানের ছিলেন। তার তুল্য সেনাপতি আফগান বা রাজপুতদের মধ্যে ছিল না।

উপসংহার :- রাজনৈতিক দিক থেকে রাজপুত ও আফগানরা একযোগে বাধাদানে ব্যর্থ হওয়ার ফলে বাবর একের পর এক জয় অর্জন করতে পারেন।

(FAQ) ভারতে মুঘল শক্তির সাফল্যের কারণ সম্পর্কে জিজ্ঞাস্য?

১. ভারতে তুলঘুমা রণকৌশল ব্যবহার করেন কে?

বাবর।

২. ভারতে প্রথম কোন যুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়?

পানিপথের প্রথম যুদ্ধে।

৩. বাবরের জয়লাভের পূর্বে উত্তর ভারতে কোন কোন শক্তির আধিপত্য ছিল?

আফগান ও রাজপুত।

৪. বাবর কোন কোন যুদ্ধে ভারতের আফগান ও রাজপুত শক্তিকে বিধ্বস্ত করেন?

পানিপথের প্রথম যুদ্ধ, খানুয়ার যুদ্ধ ও ঘর্ঘরার যুদ্ধ।

Leave a Comment