মিস কারপেন্টারের প্রেমপত্র

স্যার ওয়াল্টার স্কট ও মিস কারপেন্টারের প্রেমপত্র প্রসঙ্গে স্যার ওয়াল্টার স্কট ও মিস কারপেন্টারের পরিচিতি, স্যার ওয়াল্টার স্কট ও মিস কারপেন্টারের প্রেম ও স্যার ওয়াল্টার স্কট ও মিস কারপেন্টারের মূল প্রেমপত্র সম্পর্কে জানব।

ওয়াল্টার স্কট ও মিস কারপেন্টারের প্রেমপত্র

ঐতিহাসিক প্রেমপত্রমিস কারপেন্টারের প্রেমপত্র
পরিচিতিফরাসি রমণী
দেশফ্রান্স
প্রেমিকস্যার ওয়াল্টার স্কট
পত্র রচনা২৫ অক্টোবর ১৭৯৭ খ্রি
মিস কারপেন্টারের প্রেমপত্র

বিখ্যাত ঔপন্যাসিক স্যার ওয়াল্টার স্কট মিস কারপেন্টার নামে এক কুমারীর পাণি গ্রহণ করেন। স্কট নিজেই একদিন বলেছিলেন – আমি যে একজন তরুণীর মন হরণ করতে পেরেছি তাতেই আমি ধন্য, তার জন্য আমি গর্ব অনুভব করি। ১৭৯৭ সালে তাঁরা পরস্পর বাগদত্তা হন।

নিম্নে উল্লেখিত চিঠিখানি থেকে বুঝতে পারা যায় যে মিস কারপেন্টার যে ফরাসী রমণী এ কথা জানার পরেই স্কট বিবাহ বিষয়ে আর অগ্রসর হন নি।

মিস কারপেন্টারের লেখা একটি পত্র :

Carlisle, October, 25. 1797

মিষ্টার স্কট, সত্য বলতে কি আপনি যা লিখেছেন তাতে আমি মোটেই সন্তুষ্ট নই। আমি তো বলেছি আমি এ সব পছন্দ করি না, কিন্তু তবু আপনি আমায় পত্র লিখতে অনুবোধ করেন কেন? প্রকৃতই আপনার বিবেচনা শক্তি যেন কম বলেই বোধ হয়। আপনি বলেন আমি রহস্যময়ী, তাই সেই সন্দেহ ভঞ্জন করবার প্রয়োজন বোধেই আপনার এ খেয়ালটুকু আমি বরদাস্ত করি। আপনাকে বলতে আমার বাধা নেই, আমার বাবা ও মা উভয়েই ফরাসী – নাম কারপেন্টার (Carpenter), বাবা ফরাসী গভর্ণমেন্টের চাকরী করতেন। তাঁদের বাস ছিল লয়ন্স-এ (Lyons), আপনি অবশ্য খোঁজ খবর নিয়ে জানতে পারেন যে তাঁরা বেশ সুখ্যাতির সঙ্গে বাস করতেন এবং তাঁরা নিছক সাধারণ ভাবে থাকতেন না, বৈশিষ্ঠ্য তাঁদের ছিলই। আমার দুর্ভাগ্য যে জ্ঞানোন্মেষের পূর্বেই পিতা আমার মারা যান। বাবার মৃত্যুর পর তাঁর বিশিষ্ট বন্ধু লর্ড ডাউনসায়ার আমাদের দেখা শুনা করতেন। তার কিছু দিন পরেই স্নেহময়ী মাও আমায় ছেড়ে যান – হা অদৃষ্ট!

আশা করি এবার আপনি সন্তুষ্ট। লর্ড ডাউনসায়ার আমাদের কথা সবই জানেন; তাঁর কাছেই সব শুনতে পারবেন, হয়ত বা ইতিমধ্যে শুনেও থাকবেন।

আপনি তো বলেন যে লর্ড ডাউনসায়ারকে আপনিও কতকটা ভালবাসেন, কিন্তু ক্ষমা করবেন, আপনার মনে শান্তি না আসা পর্যন্ত আমি কিন্তু আপনাকে ভালবাসতে পারছি না।

যাক, দুটো একটা কথা বলে পত্র শেষ করি। আপনার পত্রের প্রায় প্রতি ছত্রে “অবশ্য অবশ্য” কথা বসিয়েছেন। ও শব্দটা একটু কম ব্যবহার করুন – কম মনে করবেন যতটা মনে করবেন আমাকে। আপনি নিশ্চয়ই সাবধান হবেন – অবশ্যই আমার কথা ভাববেন, আমায় বিশ্বাস করবেন।

মিস কারপেন্টার

স্কটের আর একখানি পত্রের উত্তরে মিস কারপেন্টার :

Carliste, Nov, 2, 1797

আপনি আজ আমায় বড় ব্যথা দিয়েছেন। দোহাই আপনার, ‘গরীব’ বলে অনুযোগ আর করবেন না! আপনি কি আমার চেয়ে দশগুণ ধনী নন! নিজের উপর বিশ্বাস রাখুন, আত্মনির্ভরশীল হউন, আমি নিঃসন্দেহে বলতে পারি একদিন না একদিন আপনি উন্নতি করবেন। আপনি ওসব বাজে চিন্তা করেন কেন, সত্যই আমার তাতে দুঃখ হয়! আমি চেষ্টা করলে বোধহয় আপনার এ ব্যাধি সারাতে পারব। আমার মনে হয় আপনি খুব বেশী লেখেন! তা হবে না – আমি যখন কর্ত্রী তখন এত লিখতে দেব না।

আচ্ছা, এবার কি লিখছেন বলুন ত? চিন্তা আবার মাথার ভেতর এল কি করে। ‘মরণ-মরণ’ এ রকম চিন্তা আবার মাথার ভিতর এল কী করে? আপনার যখন এ সব চিন্তা তখন মনে হয় বিয়ে হলে নিশ্চয় আপনি আমার উপর বিরক্ত হয়ে উঠতেন। বিয়ের আগে এ আপনার বেশ উপহার যা হোক। কিন্তু আপনি নিশ্চয় জানবেন সে দৃশ্য দেখবার দুর্ভাগ্য আমার হবে না, হবে না। বাঃ, এই চিন্তাই যদি করেন তা হলে তো দেখছি আপনি বেশ আনন্দেই আছেন।

তবে এখন আসি প্রিয়তম। আমার মাথার দিব্যি, নিজের শরীরের প্রতি একটু লক্ষ্য রাখবেন। সে অনাগত দুর্দিনের আশঙ্কা আমার নেই – মনে রাখবেন মিস কারপেন্টার আপনাকে সত্যই খুব ভালবাসে।

মিস কারপেন্টার

(FAQ) মিস কারপেন্টারের প্রেমপত্র সম্পর্কে জিজ্ঞাস্য?

১. মিস কারপেন্টার কোন দেশের নাগরিক ছিলেন?

ফ্রান্স।

২. মিস কারপেন্টারের প্রেমিকের নাম কী?

বিখ্যাত ঔপন্যাসিক স্যার ওয়াল্টার স্কট।

৩. মিস কারপেন্টার কখন তার প্রেমপত্র লেখেন?

২৫ অক্টোবর ১৭৯৭ খ্রি

Leave a Comment