ষোড়শ মহাজনপদ: মৎস্য

ঐতিহাসিক ধর্মীয় স্থান মৎস্য -র অবস্থান, ইতিহাস, ধর্মীয় অর্থনৈতিক সংস্কৃতির গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হল । খ্রিস্ট পূর্ব ষষ্ঠ শতকে ভারতে কোনাে কেন্দ্রীয় রাজশক্তি ছিল না। ভারতে কোনাে অখণ্ড সর্বভারতীয় রাষ্ট্র এই সময় ছিল না। একটা অখণ্ড রাষ্ট্রের পরিবর্তে ছিল যােলটি রাজ্য বা যােড়শ মহাজনপদ।

ষোড়শ মহাজনপদ মৎস্য প্রসঙ্গে মৎস্য রাজ্যের অবস্থান, মৎস্য রাজ্যের প্রতিষ্ঠাতা, মৎস্য রাজ্যের উল্লেখযোগ্য নদী, মৎস্য রাজ্যের রাজধানী, মৎস্য রাজ্যের প্রতিবেশী, মৎস্য রাজ্যের রাষ্ট্রীয় প্রতীক, শেষ বৈদিক যুগে মৎস্য রাজ্য, মৎস্য রাজ্যের অন্তর্ভুক্ত, মৎস্য রাজ্যের রাজধানী শহর বৈরাট, পালি সাহিত্যে মৎস্য উপজাতি, মৎস্য রাজ্যের গুরুত্ব হ্রাস, মহাভারতের বর্ণনায় মৎস্য রাজ্য, পাণ্ডবদের মৎস্য রাজ্যে অবস্থান ও মৎস্য উৎসব।

ষোড়শ মহাজনপদ:- যেমন – কাশী, কোশল, অঙ্গ, মগধ, বৃজি, মল্ল, চেদি, বৎস্য, কুরু, পাঞ্চাল, মৎস, শূরসেন, অশ্মক, অবন্তী, গান্ধার এবং কম্বোজ

মহাজনপদ: মৎস্য

পরিচিতিঅন্যতম ষোড়শ মহাজনপদ
অবস্থান বর্তমান রাজপুতানার জয়পুর, ভরতপুর ও আলােয়ার রাজ্য
প্রতিষ্ঠাতাবিরাট রাজা
রাজধানীবিরাটনগর
উল্লেখযোগ্য নদীচম্বল ও সরস্বতী
মৎস্য

ভূমিকা :- হিন্দু মহাকাব্য মহাভারত এবং খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে বৌদ্ধ গ্ৰন্থ আঙ্গুত্তর নিকায়ে বর্ণিত বৈদিক যুগের ষোড়শ মহাজনপদ গুলির মধ্যে একটি ছিল মৎস্য, যা এখন ভারত -এর আধুনিক রাজ্য।

মৎস্য রাজ্যের অবস্থান

বর্তমান রাজপুতানার জয়পুর, ভরতপুর ও আলােয়ার রাজ্য নিয়ে গঠিত ছিল তৎকালীন মৎস্য রাজ্যটি।

ষোড়শ মহাজনপদ মৎস্য রাজ্যের প্রতিষ্ঠাতা

মৎস্য রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন রাজা মৎস্য, যিনি ছিলেন সত্যবতীর যমজ ভাই এবং তিনি ভীষ্মের সমসাময়িক ছিলেন।

মৎস্য রাজ্যে উল্লেখ যোগ্য নদী

চম্বল ও সরস্বতী মৎস্য রাজ্যের দুটি উল্লেখযোগ্য নদী।

মৎস্য রাজ্যের রাজধানী

রাজস্থানের জয়পুর জেলার উত্তরাঞ্চলের বিরাটনগর ছিল মৎস্য রাজ্যের রাজধানী। মহাভারতের খ্যাতিমান বিরাট রাজা ছিলেন এই বিরাটনগরের প্রতিষ্ঠাতা।

ষোড়শ মহাজনপদ মৎস্য রাজ্যের প্রতিবেশী

মৎস্য রাজ্যের উত্তরে ও পূর্বে যথাক্রমে কুরু ও শূরসেন মহাজনপদ ছিল।

মৎস্য রাজ্যের রাষ্ট্রীয় প্রতীক

মাছের সংস্কৃত হল মৎস্য। মৎস্য হিন্দুদের কাছে পবিত্র কারণ হিন্দু দেবতা বিষ্ণুর অন্যতম অবতার হল মৎস্য। মৎস্য রাজ্যে সাধারণত তাদের রাষ্ট্রীয় প্রতীকে মাছ থাকে।

শেষ বৈদিক যুগে মৎস্য রাজ্য

বৈদিক যুগ -এর শেষের দিকে মৎস্যরা কুরু রাজ্যের দক্ষিণে এবং যমুনা নদীর পশ্চিমে অবস্থিত একটি রাজ্য শাসন করত। যমুনা নদী পাঞ্চাল রাজ্য থেকে মৎস্য রাজ্যেকে পৃথক করেছিল।

মৎস্য রাজ্যের অন্তর্ভুক্ত

সমগ্র হিন্দৌন, আলওয়ার এবং ভরতপুরের পাশাপাশি দক্ষিণ হরিয়ানার অংশ মৎস্য রাজ্যের অন্তর্ভুক্ত ছিল।

মৎস্য রাজ্যের রাজধানী বৈরাট

মৎস্য রাজ্যের রাজধানী বিরাটনগরী বর্তমানে বৈরাট নামে পরিচিত। এই নগরীর প্রতিষ্ঠাতা রাজা বিরাটের নামানুসারে নামকরণ করা হয়েছে বলে জানা যায়।

পালি সাহিত্যে মৎস্য উপজাতি

পালি সাহিত্যে মৎস্য উপজাতি সাধারণত শূরসেনের সাথে যুক্ত। পশ্চিম মৎস্য ছিল চম্বল নদীর উত্তর তীরে পার্বত্য অঞ্চল।

ষোড়শ মহাজনপদ মৎস্য রাজ্যের গুরুত্ব হ্রাস

খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর প্রথম দিকে বৌদ্ধ গ্রন্থ আঙ্গুত্তর নিকায়ে উল্লিখিত ষোলটি মহাজনপদের মধ্যে মৎস্য ছিল একটি। কিন্তু এর শক্তি ব্যাপকভাবে হ্রাস পেয়েছিল এবং গৌতম বুদ্ধ -এর সময় এটির তেমন রাজনৈতিক গুরুত্ব ছিল না।

মহাভারতের বর্ণনায় মৎস্য

মহাভারতে সহজ নামে একজন রাজার উল্লেখ আছে, যিনি চেদি এবং মৎস্য উভয়ের উপর শাসন করতেন। মনে করা হয় যে, মৎস্য একবার চেদি রাজ্যের একটি অংশে পরিণত হয়েছিল।

পান্ডবদের মৎস্য রাজ্যে অবস্থান

পাণ্ডবদের নির্বাসনের ত্রয়োদশ বছরে পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী রাজা বিরাটের মৎস্য রাজ্যে অবস্থান করেন।

ইউনাইটেড স্টেটস অফ মৎস্য

ভারতের স্বাধীনতার পর ভরতপুর, ধোলপুর, আলওয়ার এবং করৌলি রাজ্যগুলিকে সাময়িকভাবে ১৯৪৭ থেকে ১৯৪৯ সাল পর্যন্ত “ইউনাইটেড স্টেটস অফ মৎস্য” হিসাবে একত্রিত করা হয়েছিল।

রাজস্থানে অন্তর্ভুক্তি মৎস্য রাজ্য

মার্চ ১৯৪৯ সালে প্রবেশাধিকারের পত্রে স্বাক্ষর করার পরে তারা বর্তমান রাজস্থান রাজ্যের সাথে একীভূত হয়েছিল।

মৎস্য উৎসব

আলওয়ারে প্রতি বছর নভেম্বরের শেষ সপ্তাহে সংস্কৃতি ও রোমাঞ্চ উদযাপনের জন্য মৎস্য উৎসব অনুষ্ঠিত হয়।

উপসংহার :- মৎস্য রাজ্যটি প্রথমে চেদী রাজ্যের দখলে আসে এবং পরবর্তীতে মগধ সাম্রাজ্য -এর অন্তর্ভুক্ত হয়।


প্রিয় পাঠক/পাঠিকা আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “ষোড়শ মহাজনপদ: মৎস্য” পোস্টটি পড়ার জন্য। এই ভাবেই adhunikitihas.com ওয়েবসাইটের পাশে থাকুন। যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলো করুণ এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তুলুন।

সবশেষে আপনার কাছে আমাদের অনুরোধ যদি এই পোস্টটি আপনার ভালো লেগে থাকে তাহলে Comment ও Share করে দিবেন, (ধন্যবাদ)।

(FAQ) ষোড়শ মহাজনপদ: মৎস্য হতে জিজ্ঞাস্য?

১. মৎস্য মহাজনপদ কোথায় অবস্থিত?

বর্তমান রাজপুতানার জয়পুর, ভরতপুর ও আলােয়ার রাজ্যে।

২. মৎস্য রাজ্যের রাজধানীর নাম কী?

বিরাটনগর।

৩. মৎস্য রাজ্য বর্তমানে কী নামে পরিচিত?

বিরাট।

Leave a Comment