বিরসা মুন্ডা

বিরসা মুণ্ডা -র জন্ম, পিতামাতা, শিক্ষা, খ্রিস্টধর্ম গ্রহণ, কুসংস্কারের বিরোধিতা, ধর্মপ্রচার, বিরসাইত, প্রথম আন্দোলন, বিদ্রোহের সূচনা, বিদ্রোহের প্রসার, পরাজয়, বিচার, মৃত্যু, সাহিত্যে উল্লেখ বিরসা মুন্ডা , স্মৃতি, মিউজিয়ামে স্থান, জনপ্রিয় সংস্কৃতিতে অবদান সম্পর্কে জানবো।

মুণ্ডা বিদ্রোহের প্রধান নেতা বিরসা মুন্ডা প্রসঙ্গে বিরসা মুন্ডার জন্ম, বিরসা মুন্ডার পিতামাতার নাম, বিরসা মুন্ডার শিক্ষা, বিরসা মুন্ডার আদিবাসী সমাজ সংস্কার, বিরসা মুন্ডার ধর্ম প্রচার, বিরসা মুন্ডার নেতৃত্বে মুণ্ডা বিদ্রোহের সূচনা ও প্রসার, ধরতি আবা বিরসা মুন্ডা, বিরসা মুন্ডার পরাজয়, বিরসা মুন্ডার বিচার, কলেরা রোগে বিরসা মুন্ডার মৃত্যু, বিরসা মুন্ডার খ্যাতি, স্মরণীয় বিরসা মুন্ডা, বিরসা মুন্ডার প্রতি সম্মাননা প্রদান।

বিরসা মুন্ডা

ঐতিহাসিক চরিত্রবিরসা মুন্ডা
জন্ম১৫ নভেম্বর ১৮৭৫ খ্রিস্টাব্দ
পিতামাতাসুগান মুন্ডা, করমি বাহাতু
অবদানমুণ্ডা বিদ্রোহ -এর প্রধান নেতা
মৃত্যু৯ জুন, ১৯০০ খ্রিস্টাব্দ
বীরসা মুন্ডা

ভূমিকা :- ১৮৯৯-১৯০০ খ্রিস্টাব্দে ভারত -এর ছোটোনাগপুর ও তার সংলগ্ন অঞ্চলে আদিবাসী মুণ্ডা সম্প্রদায় শক্তিশালী বিদ্রোহ শুরু করে। বিরসা মুন্ডা ছিলেন এই বিদ্রোহের প্রধান নেতা।

বিরসা মুন্ডার জন্ম

বিরসা মুন্ডা ১৮৭৫ খ্রিস্টাব্দের ১৫ নভেম্বর বিহারের (বর্তমানে ঝাড়খণ্ড) রাঁচি জেলার উলিহাত গ্রামে জন্মগ্রহণ করেন।

বিরসা মুন্ডার পিতামাতা

বিরসা মুন্ডার পিতা সুগান মুন্ডা ছিলেন একজন বর্গাচাষি। তার মায়ের নাম করমি বাহাতু।

বিরসা মুন্ডার শিক্ষা

বিরসা বাল্যকালে খ্রিস্টান মিশনারি স্কুলে পড়াশোনা করেন।

বিরসা মুন্ডার ডেভিড দাউদ নাম গ্ৰহণ

স্কুলে পড়ার সময় বিরসা মুন্ডার খ্রিস্টধর্ম গ্রহণ করলে তার নাম হয় ডেভিড দাউদ।

আদিবাসী সমাজ সংস্কারক বিরসা মুন্ডা

বীরসা মুন্ডা ছিলেন ভারতের রাঁচি অঞ্চলের একজন মুন্ডা আদিবাসী এবং সমাজ সংস্কারক।

বিরসা মুন্ডার কুসংস্কারের বিরোধিতা

তিনি মুন্ডা সমাজের প্রচলিত কুসংস্কারের  বিরোধিতা করেন, পশুবলি বন্ধ এবং মাদক বর্জন করার কথা বলেন। তিনি মহাপ্লাবনের ভবিষ্যদ্বাণী করেন।

বিরসা মুন্ডার ধর্মপ্রচার

বিরসা মুন্ডার ১৮৯৫ খ্রিস্টাব্দে এক নতুন ধর্মমত প্রচার করেন। তিনি নিজেকে অবতার বলে ঘোষণা করেন এবং দাবি করেন যে, তিনি ভগবানের দর্শন পেয়েছেন। তিনি মুন্ডাদের উপবীত ধারণ করতে বলেন।

বিরসা মুন্ডার অনুগামী বিরসাইত

তার প্রচারিত নতুন ধর্মের মূল ভিত্তি ছিল একেশ্বরবাদী মুণ্ডা ধর্ম। দলে দলে মুণ্ডা, ওরাওঁ নরনারীরা এই নতুন ধর্ম গ্রহণ করে পরিচিত হয় বিরসাইত নামে।

বিরসা মুন্ডার প্রথম আন্দোলন

১৮৯৩-৯৪ খ্রিস্টাব্দ নাগাদ সরকারি বনবিভাগ মুণ্ডা গ্রামের পতিত জমি অধিগ্রহণ করতে শুরু করলে বিরসা মুন্ডা তার বিরুদ্ধে আন্দোলন শুরু করেন।

বীরসা মুন্ডার নেতৃত্বে মুন্ডা বিদ্রোহের সূচনা

বিরসা মুন্ডা ১৮৯৯ খ্রিস্টাব্দ নাগাদ মুন্ডাদের ঐক্যবদ্ধ করে সেনাবাহিনী গড়ে তোলেন এবং ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করনে। ১৮৯৯ খ্রিস্টাব্দের ২৪ ডিসেম্বর বিদ্রোহের দিন ঠিক হয়।

মুন্ডা বিদ্রোহের প্রসার

১৯০০ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে বিরসা মুন্ডার নেতৃত্বে বিদ্রোহ প্রবল আকার ধারণ করে। বিদ্রোহীরা সরকারি অফিস, থানা, ইংরেজ পুলিশ ও কর্মচারীদের আক্রমণ করতে থাকে।

মুণ্ডা বিদ্রোহীদের কাছে বিরসা মুন্ডার পরিচিতি

মুণ্ডা বিদ্রোহে যোগদানকারী বিদ্রোহীদের কাছে তিনি ‘ধরতি আবা’ বা বিরসা ভগবান নামে পরিচিত ছিলেন।

বিরসা মুন্ডার পরাজয়

প্রবল বিক্রমে লড়াই করেও বিরসা মুন্ডার বাহিনী শেষপর্যন্ত ব্রিটিশবাহিনীর কাছে পরাজিত হয়। বিরসাকে রাঁচি জেলে বন্দি করা হয়।

বিরসা মুন্ডার বিচার

বিচারে তার ফাঁসির হুকুম হয়। ফাঁসির আগের দিন রাঁচি জেলের অভ্যন্তরে বিরসার মৃত্যু ঘটে। ধৃত অন্যান্য দুজনের ফাঁসি, ১২ জনের দ্বীপান্তর এবং ৭৩ জনের দীর্ঘ কারাবাস হয়।

বিরসা মুন্ডার মৃত্যু

রাঁচি জেলে অভ্যন্তরে কলেরা রোগে আক্রান্ত হয়ে ১৯০০ খ্রিস্টাব্দে মাত্র ২৫ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। কিন্তু জেলে বিষপ্রয়োগের ফলে বিরসা মুন্ডার মৃত্যু হয় বলে জানা যায়।

সাহিত্যে বিরসা মুন্ডার উল্লেখ

মহাশ্বেতা দেবীর জনপ্রিয় উপন্যাস ‘অরন্যের অধিকার’ শহীদ বীরসা মুন্ডার জীবন নির্ভর কাহিনী। এই উপন্যাসের জন্য তিনি সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করেন।

বিরসা মুন্ডার জন্মবার্ষিকী উদযাপন

কর্ণাটকের মহীশূর ও কোদাগু জেলার আদিবাসীরা আজও বিরসার জন্মবার্ষিকী উদযাপন করে।

বিরসা মুন্ডার প্রতি সম্মাননা ও স্মৃতি

বিরসা মুন্ডার নামে বেশ কিছু সংগঠন চলে যার মধ্যে উল্লেখযোগ্য হল,

  • (১) বীরসা মুন্ডা বিমানবন্দর।
  • (২) বিরসা ইনস্টিটিউট অফ টেকনোলজি।
  • (৩) বিরসা মুণ্ডা বনবাসী ছাত্রাবাস।
  • (৪) সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয় এবং বিরসা কৃষি বিশ্ববিদ্যালয়।
  • (৫) সম্প্রতি আই.আই.এম (রাঁচি)  আদিবাসী জীবন নিয়ে গবেষণার জন্য তাদের প্রতিষ্ঠানে ‘বীরসা মুন্ডা সেন্টার ফর ট্রাইবাল অ্যাফেয়ার্স’ বিভাগ চালু করেছে।

মিউজিয়ামে বিরসা মুন্ডার স্থান

ভারতীয় সংসদ বা পার্লামেন্ট মিউজিয়ামে (জাদুঘর) একমাত্র আদিবাসী নেতা হিসেবে বিরসা মুন্ডার ছবি সযত্নে রাখা আছে।

বিরসা মুন্ডার স্মরণে ঝাড়খণ্ড রাজ্য গঠন

ব্রিটিশ বিরোধী সংগ্রামে তাঁর অসামান্য লড়াইয়ের কথা স্মরনে রেখে ২০০০ সালে তাঁর জন্মদিন ১৫ নভেম্বর ঝাড়খণ্ড রাজ্য গঠন করা হয়।

জনপ্রিয় সংস্কৃতিতে বিরসা মুন্ডা

২০০৪ সালে বিরসার জীবন নিয়ে ‘উলগুলান এক ক্রান্তি’ নামে একটি হিন্দী সিনেমা প্রকাশিত হয়।

উপসংহার :- মুন্ডা সমাজে বীরসা মুন্ডা ছিলেন ত্রাতাস্বরূপ। তাঁর অসামান্য প্রতিভা মাত্র একুশ বছর বয়সেই তাঁকে মুন্ডাদের নেতৃত্বের আসনে বসিয়েছিল।

(FAQ) বিরসা মুন্ডা সম্পর্কে জিজ্ঞাস্য?

১. বিরসা মুন্ডা কোন বিদ্রোহের নেতা ছিলেন?

মুণ্ডা বিদ্রোহ।

২. মুণ্ডা বিদ্রোহ কত সালে হয়েছিল?

১৮৯৯ সালে।

৩. মুণ্ডা বিদ্রোহের প্রধান কেন্দ্র কোথায় ছিল?

রাঁচি।

৪. মুণ্ডা বিদ্রোহ কি নামে পরিচিত?

উলঘুলান।

৫. বিরসা মুন্ডা বিখ্যাত কেন?

বীরসা মুন্ডা ছিলেন মুন্ডা বিদ্রোহের (১৮৯৯-১৯০০ খ্রি.) প্রধান নেতা। তিনি এক নতুন ধর্ম প্রচার করে মুন্ডাদের ঐক্যবদ্ধ করে মুন্ডাদের খাজনা দেওয়া বন্ধ এবং বিদেশিদের বহিষ্কারের নির্দেশ দেন। তিনি স্বাধীন মুন্ডারাজ প্রতিষ্ঠার কথাও ঘোষণা করেন। তাঁর নেতৃত্বে ১৮৯৯ খ্রিস্টাব্দে এই বিদ্রোহ প্রবল আকার ধারণ করে। শেষপর্যন্ত ব্রিটিশবাহিনী বিদ্রোহ দমন করে এবং বিরসার কারাদণ্ড হয়।

Leave a Comment