বেঙ্গল গেজেট পত্রিকা

বেঙ্গল গেজেট পত্রিকা -র সম্পাদক, প্রকাশকাল, ধরণ, পত্রিকার ইতিহাস, হেস্টিংসের ক্ষোভ, পত্রিকার বন্ধু ও শত্রু বৃদ্ধি, পত্রিকার বিষয়, পত্রিকার বিশেষ অংশ ও পত্রিকার বাজেয়াপ্ত সম্পর্কে জানবো।

ভারতের প্রথম প্রধান পত্রিকা বেঙ্গল গেজেট প্রসঙ্গে বেঙ্গল গেজেট পত্রিকার মালিক, বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদক, বেঙ্গল গেজেট পত্রিকার প্রকাশক, বেঙ্গল গেজেট পত্রিকার প্রকাশকাল, বেঙ্গল গেজেট পত্রিকার উপর ওয়ারেন হেস্টিংস এর ক্ষোভ, কাগজে মুদ্রিত প্রথম পত্রিকা বেঙ্গল গেজেট, বেঙ্গল গেজেট পত্রিকার ইতিহাস, বেঙ্গল গেজেট পত্রিকার পাঠক, বেঙ্গল গেজেট পত্রিকার বন্ধু ও শত্রু বৃদ্ধি, বেঙ্গল গেজেট পত্রিকার উপর গভর্নরের ক্ষোভ, বেঙ্গল গেজেট পত্রিকার বিষয়, বেঙ্গল গেজেট পত্রিকার বিশেষ অংশ, বেঙ্গল গেজেট পত্রিকা বাজেয়াপ্ত ও বিতরণ বন্ধ।

সাপ্তাহিক বেঙ্গল গেজেট পত্রিকা

ধরনসাপ্তাহিক
প্রকাশকজেমস অগাস্টাস হিকি
প্রতিষ্ঠাকাল২৯ জানুয়ারি, ১৭৮০
সদর দপ্তর৬৭ রাধাবাজার, কলকাতা, ভারত
ভাষাইংরেজী
বেঙ্গল গেজেট পত্রিকা

ভূমিকা :- ভারতের কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা হল বেঙ্গল গেজেট বা হিকির বেঙ্গল গেজেট।

ভারতের প্রথম প্রধান পত্রিকা বেঙ্গল গেজেট পত্রিকা

ভারতের প্রথম প্রধান পত্রিকা ছিল বেঙ্গল গেজেট। এটি ১৭৮০ সালের ২৯শে জানুয়ারি যাত্রা শুরু করে দুই বছর পর্যন্ত প্রকাশ হয়েছিল। ২৩শে মার্চ ১৭৮২ সালে পত্রিকাটির প্রকাশনা বন্ধ হয়ে যায়।

বেঙ্গল গেজেট পত্রিকার মালিক, সম্পাদক ও প্রকাশক

১২ ইঞ্চি দীর্ঘ ও ৮ ইঞ্চি প্রস্থ বিশিষ্ট দুই পৃষ্ঠার এই পত্রিকাটির মালিক, সম্পাদক ও প্রকাশক ছিলেন জেমস অগাস্টাস হিকি।

অধিক পরিচিত পত্রিকা বেঙ্গল গেজেট পত্রিকা

ট্যাবলয়েড সাইজের দুই পাতার ইংরেজি ভাষার সাপ্তাহিক এ পত্রিকাটি জনসাধারণের কাছে ‘হিকির গেজেট’ নামেই সমধিক পরিচিত ছিল।

বেঙ্গল গেজেট পত্রিকার উপর লর্ড ওয়ারেন হেস্টিংসের ক্ষোভ

জেমস অগাস্টাস হিকি নামে একজন অত্যন্ত অদ্ভুত প্রকৃতির আইরিশ পত্রিকাটি প্রতিষ্ঠা করে যিনি পূর্বে দেনার দায়ে দুই বছর জেলে কাটান। পরবর্তীতে গভর্নর জেনারেল লর্ড ওয়ারেন হেস্টিংস-এর রোষানলে পড়ে পুনরায় জেলে যান।

বেঙ্গল গেজেট পত্রিকার যন্ত্র বাজেয়াপ্ত

তিনি অধিকাংশ সময়ই লর্ড হেস্টিংসের স্ত্রী লেডি হেস্টিংসকে ব্যঙ্গ করে নিবন্ধ প্রকাশ করতেন। তিনি জেলে থাকা অবস্থায়ও তার লেখা চালিয়ে যান ও পরবর্তীকালে লর্ড হেস্টিংসের আদেশে তার লেখার যন্ত্র বাজেয়াপ্ত করা হয়।

বেঙ্গল গেজেট পত্রিকা কাগজে মুদ্রিত প্রথম পত্রিকা

হিকির এই পত্রিকাটিই ভারতীয় উপমহাদেশের প্রথম ইংরেজি পত্রিকা ও একই সাথে উপমহাদেশের প্রথম কাগজে মুদ্রিত পত্রিকা।

বেঙ্গল গেজেট পত্রিকা প্রকাশে উৎসাহ

সেই সময় ভারতে দায়িত্ব পালন করা ব্রিটিশ সৈন্যদের কাছেই শুধুমাত্র পত্রিকাটি জনপ্রিয়তা অর্জন করেনি সাথে সাথে এটি ভারতীয়দের নিজেদের পত্রিকা প্রকাশে উৎসাহিতও করেছিল।

বেঙ্গল গেজেট পত্রিকার ইতিহাস

  • (১) বেঙ্গল গেজেট পত্রিকাটির ইতিহাস কিছুটা বৈচিত্র্যপূর্ণ। কারণ, এর প্রতিষ্ঠাতা জেমস আগাস্টাস হিকি কিছুটা জেদ করেই এই পত্রিকাটি প্রকাশ করা শুরু করেন।
  • (২) পত্রিকাটি প্রকাশের আগে তিনি জেলে ছিলেন। তখনকার সময়ে জেলে থাকলে নিজের খরচ নিজেকেই চালাতে হত।
  • (৩) হিকি জেলে বসেই ছাপাখানার কাজ করতেন। সেখানে বিজ্ঞাপন, দলিল, দিনপঞ্জিকা ইত্যাদি ছাপানোর কাজ করতেন।
  • (৪) কিছুদিন পর ছাপাখানায় তেমন সুবিধা করতে না পেরে তিনি পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত নিলেন। ফলে ১৭৮০ সালে, কলকাতার ৬৭ নম্বর রাধাবাজার থেকে প্রকাশিত হল হিকির বেঙ্গল গেজেট।

বেঙ্গল গেজেট পত্রিকার পাঠক

হিকির পত্রিকার পাঠকশ্রেণী ছিল বেসরকারি ইংরেজ ব্যক্তিরা, ভারতবর্ষে ব্যবসা করতে আসা ইউরোপিয়ানরা। নিয়মিত পাঠকরা চিঠি লেখত। চিঠিতে লেখা হত তৎকালীন প্রশাসনের বিভিন্ন দুর্নীতির খবরাখবর, অভাব-অভিযোগ।

বেঙ্গল গেজেট পত্রিকায় প্রশাসনিক অপকর্ম প্রকাশ

আদলতের বেআইনি কাজকর্ম, সিক্কা মুদ্রা বাতিলের ফলে অসুবিধাসহ প্রসাশনের আরো নানান অপকর্ম উঠে আসত হিকির পত্রিকায়।

বেঙ্গল গেজেট পত্রিকার বন্ধু ও শত্রু বৃদ্ধি

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য যেমন হিকির শুভাকাঙ্ক্ষীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল তেমনি হিকির শত্রুও বৃদ্ধি পাচ্ছিল।

বেঙ্গল গেজেট পত্রিকার উপর গভর্নরের ক্ষোভ

গভর্নর হেস্টিংস এবং সুপ্রিমকোর্ট -এর প্রধান বিচারপতি ইলিজা ইম্পে আরো বেশি ক্ষেপে যান। হেস্টিংস একের পর এক মামলা দিতে থাকেন হিকির বিরুদ্ধে। তিনি এবং ইলিজা ইম্পে সুযোগ খুঁজতে থাকেন হিকিকে জব্দ করার। শেষ পর্যন্ত হিকি গ্রেপ্তার হন।

বেঙ্গল গেজেট পত্রিকা বাজেয়াপ্ত

১৭৮২ সালে, পত্রিকা প্রতিষ্ঠার মাত্র দুবছরের মধ্যে হেস্টিংসের ইঙ্গিতে হিকির বেঙ্গল গেজেট বায়েজাপ্ত করা হয়।

বেঙ্গল গেজেট পত্রিকার বিষয়

পত্রিকাটিতে মূলত বিজ্ঞাপন, বিদেশি ইংরেজি পত্রিকা থেকে উদ্ধৃতি ও সংবাদদাতাদের বিবরণধর্মী লেখা ছাপানো হত।

বেঙ্গল গেজেট পত্রিকার বিশেষ অংশ

“পোয়েটস কর্ণার” নামে একটি বিশেষ অংশ ছিল। এই অংশটি অনেকেরই নজর কেড়েছিল। হিকি সহ আরো কয়েকজন এখানে নিয়মিত কবিতা লিখতেন। প্রেম-ভালোবাসা, প্রাকৃতিক সৌন্দর্য ছিল কবিতার বিষয়বস্তু।

বেঙ্গল গেজেট পত্রিকা বিতরণ বন্ধ

প্রকাশের প্রথম মাসে কোনো রাজনৈতিক বিবাদপূর্ণ লেখা ছাপা হয়নি। পরে প্রশাসনের বিরুদ্ধে কিছু লেখা বের হলে ১৭৮০ সালের ১৪ই নভেম্বর ফোর্ট উইলিয়াম থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে ডাকঘর মারফত পত্রিকা বিতরণ বন্ধ করা হয়।

উপসংহার :- ভারতের সংবাদপত্রের জনক ছিলেন জেমস অগাস্টাস হিকি। তাঁর দেখানো পথ ধরেই পরে ভারতবর্ষে নানা রকম পত্রিকা চালু হয়।


প্রিয় পাঠক/পাঠিকা আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “বেঙ্গল গেজেট পত্রিকা” পোস্টটি পড়ার জন্য। এই ভাবেই adhunikitihas.com ওয়েবসাইটের পাশে থাকুন। যে কোনো প্রশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলো করুণ এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তুলুন।

সবশেষে আপনার কাছে আমাদের অনুরোধ যদি এই পোস্টটি আপনার ভালো লেগে থাকে তাহলে Comment ও Share করে দিবেন, (ধন্যবাদ)।

(FAQ) বেঙ্গল গেজেট পত্রিকা সম্পর্কে জিজ্ঞাস্য?

১. বেঙ্গল গেজেট কে কবে প্রকাশ করেন?

জেমস অগাস্টাস হিকি, ১৭৮০ খ্রিস্টাব্দে।

২. বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদক কে ছিলেন?

জেমস অগাস্টাস হিকি।

৩. ভারতে মুদ্রিত প্রথম সংবাদপত্রের নাম কী?

বেঙ্গল গেজেট।

৪. বেঙ্গল গেজেট কবে প্রকাশিত হয়?

১৭৮০ খ্রিস্টাব্দে।

৫. ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা কোনটি?

বেঙ্গল গেজেট।

Leave a Comment