হলদিঘাটের যুদ্ধ

হলদিঘাটের যুদ্ধ -এর সময়কাল, অবস্থান, বিবাদমান পক্ষ, যুদ্ধের পটভূমি, মুঘল ও রাজপুত সৈন্য, যুদ্ধের বর্ণনা, যুদ্ধে হতাহত ও যুদ্ধ পরবর্তী অবস্থা সম্পর্কে জানবো।

হলদিঘাটের যুদ্ধ প্রসঙ্গে হলদিঘাটের যুদ্ধের সময়কাল, হলদিঘাটের যুদ্ধে বিবাদমান পক্ষ, হলদিঘাটের যুদ্ধের স্থান, হলদিঘাটের যুদ্ধের পটভূমি, হলদিঘাটের যুদ্ধে মোঘল সেনাবাহিনী, হলদিঘাটের যুদ্ধে রাজপুত সেনাবাহিনী, হলদিঘাটের যুদ্ধের বর্ণনা, হলদিঘাটের যুদ্ধে হতাহতের সংখ্যা ও হলদিঘাটের যুদ্ধ পরবর্তী অবস্থা।

১৫৭৬ খ্রিস্টাব্দের হলদিঘাটের যুদ্ধ

সময়কাল১৮ জুন, ১৫৭৬ খ্রিস্টাব্দ
স্থানবর্তমান রাজস্থান রাজ্যের উদয়পুর -এর হলদিঘাট নামক স্থানে
বিবাদমান পক্ষমেবার -এর মহারানা প্রতাপ সিংহ ও মুঘল বাহিনী
ফলাফলমুঘল বাহিনীর জয়লাভ
হলদিঘাটের যুদ্ধ

ভূমিকা :- মেবারের মহারানা প্রতাপের রাজ্যাভিষেকের কিছু পরেই মেবার ও মুঘলদের মধ্যে যে ভয়ংকর রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত হয়, তা ইতিহাসে হলদিঘাটের যুদ্ধ নামে পরিচিত।

হলদিঘাটের যুদ্ধের সময়কাল

১৮ জুন ১৫৭৬ খ্রিস্টাব্দে ইতিহাস বিখ্যাত হলদিঘাটের যুদ্ধ সংঘটিত হয়।

হলদিঘাটের যুদ্ধের স্থান

ভারত -এর রাজস্থান রাজ্যের উদয়পুরের হলদিঘাট নামক স্থানে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল।

হলদিঘাটের যুদ্ধে বিবাদমান পক্ষ

এই রক্তক্ষয়ী যুদ্ধে মান সিংহ -এর নেতৃত্বে সম্রাট আকবরের মুঘল বাহিনী এবং মেবারের মহারানা প্রতাপ সিংহ -এর বাহিনী পরস্পরের বিরুদ্ধে অংশগ্রহণ করেছিল।

হলদিঘাটের যুদ্ধের পটভূমি

বিভিন্ন কারণে হলদিঘাটের যুদ্ধ সংঘটিত হয়। যেমন –

(ক) হলদিঘাটের যুদ্ধের পূর্বে কূটনৈতিক দূত

রানা প্রতাপ তার পিতার স্থলাভিষিক্ত হয়ে মেবারের সিংহাসনে অধিষ্ঠিত হলে আকবর তার কাছে একাধিক কূটনৈতিক দূত পাঠান।

(১) হলদিঘাটের যুদ্ধের পূর্বে প্রথম দূত

প্রথম দূত ছিলেন জালাল খান কুর্চি, আকবরের একজন অনুগ্রহ দাস, যিনি তার দৌত্যের কাজে ব্যর্থ হন।

(২) হলদিঘাটের যুদ্ধের পূর্বে দ্বিতীয় দূত

এরপর আকবর কচ্ছোয়া বংশের একজন রাজপুত অম্বরের মান সিংকে পাঠান, কিন্তু তিনিও প্রতাপকে বোঝাতে ব্যর্থ হন।

(৩) হলদিঘাটের যুদ্ধের পূর্বে তৃতীয় দূত

রাজা ভগবন্ত দাস ছিলেন আকবরের তৃতীয় দূত। তার উদ্দোগে রানা প্রতাপ আকবর কর্তৃক প্রেরিত একটি পোশাক পরিধান করার জন্য রাজি হন এবং তার যুবক পুত্র অমর সিংকে মুঘল দরবারে প্রেরণ করেন।

(৪) হলদিঘাটের যুদ্ধের পূর্বে চতুর্থ দূত

আকবর চেয়েছিলেন রানা নিজে ব্যক্তিগতভাবে তাঁর কাছে উপস্থিত হবেন। তাই চূড়ান্ত দূত হিসেবে টোডরমলকে মেবারে পাঠানো হয়েছিল। এই সব কূটনীতি ব্যর্থ হওয়ায় যুদ্ধ অনিবার্য ছিল।

(খ) নিয়ন্ত্রণ করা

এই দীর্ঘস্থায়ী সমস্যা সমাধানের আকাঙ্ক্ষার পাশাপাশি আকবর চেয়েছিলেন মেবারের বৃক্ষ ও পাহাড়ি অঞ্চল গুজরাটের সাথে যোগাযোগের কারণে তার নিয়ন্ত্রণে রাখতে।

হলদিঘাটের যুদ্ধে মুঘল সেনাবাহিনী

যদুনাথ সরকার -এর মতে মুঘল সেনাবাহিনীতে ১০০০০ শক্তিশালী সৈন্য ছিল। সতীশ চন্দ্র অনুমান করেন যে মান সিং -এর সেনাবাহিনীতে ৫০০০-১০০০০ সৈন্য ছিল, যার মধ্যে মুঘল এবং রাজপুত উভয়ই অন্তর্ভুক্ত ছিল।

হলদিঘাটের যুদ্ধে রাজপুত সৈন্য

মেবারের ঐতিহ্য অনুসারে মহারানা প্রতাপের সেনাবাহিনীতে ২০০০০ সৈন্য ছিল।

হলদিঘাটের যুদ্ধ বর্ণনা

  • (১) রানার আক্রমণের ফলে মুঘল সেনাবাহিনীর ডানা এবং কেন্দ্র ভেঙে পড়ে। আবুল ফজল বলেছেন যে মুঘল বাহিনী যুদ্ধের প্রাথমিক পর্যায়ে পিছু হটতে বাধ্য হয়েছিল, তবে তারা শীঘ্রই রতি-তালাই (পরে রক্ত ​​তালাই নামে পরিচিত) নামক স্থানের কাছে সমাবেশ করে।
  • (২) মেবারের সেনাবাহিনী মুঘলদের অনুসরণ করে এবং তাদের বাম ও ডান দিকে আক্রমণ করলে মুঘল বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায়।
  • (৩) কিন্তু মান সিং ব্যক্তিগত নেতৃত্ব এবং সম্রাটের সেনাবাহিনীর শক্তিবৃদ্ধির আগমন সম্পর্কে একটি গুজব ছড়ায়, যা মুঘল সেনাবাহিনীর মনোবল বাড়িয়ে দেয় এবং যুদ্ধকে তাদের পক্ষে পরিণত করে।
  • (৪) অন্যদিকে মেবারের ক্লান্ত সৈন্যরাও হতাশ করে। মেবারের সৈন্যরা শক্তিবৃদ্ধির আগমনের কথা জানতে পেরে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যেতে থাকে।
  • (৫) মহারানা প্রতাপ যুদ্ধক্ষেত্র থেকে বেরিয়ে যান। ফলে মুঘলরা তাকে বন্দি করতে অসমর্থ হয়। শ্বেতছত্র ঝালা মানসিংহ -এর মাথায় স্থানান্তরিত হওয়ায় মুঘলরা তাকে মহারানা প্রতাপ ভেবে হত্যা করে। ঝালা মানসিংহের এই বলিদান ইতিহাসের পাতায় অমর হয়ে আছে।
  • (৬) মহারানা প্রতাপের প্রভুভক্ত ঘোড়া চেতক ৩০ ফুট চওড়া একটি নদী পার করে মহারানা প্রতাপকে একটি সুরক্ষিত স্থানে নিয়ে এসে প্রানত্যাগ করে, পরে সেই স্থানে চেতক স্মারক নির্মিত হয়।
  • (৭) মহারানা প্রতাপের হাতি রামপ্রসাদকে মুঘলরা বন্দি করে ও তাকে আকবরের কাছে নিয়ে যায়, কিন্তু রামপ্রসাদ আমৃত্যু অন্নজল ত্যাগ করে ও মারা যায়। আকবর বলেছিলেন “মহারানা প্রতাপ তো দূর মহারানা প্রতাপের হাতি আমার সামনে মাথা নত করল না”।

হলদিঘাটের যুদ্ধে হতাহতের সংখ্যা

যুদ্ধে হতাহতের বিভিন্ন বিবরণ রয়েছে।

  • (১) যদুনাথ সরকারের মতে, সমসাময়িক মেবারের সূত্রগুলি তার মোট শক্তির ৪৬%, বা প্রায় ১৬০০ জন পুরুষকে হতাহতের মধ্যে গণনা করেছে।
  • (২) আবুল ফজল এবং খাজা নিজামউদ্দিন আহম্মদ -এর মতে, ১৫০ জন মুঘল সেনা নিহত আরও ৩৫০ জন আহত হয়েছিল। আর মেবারের সেনাবাহিনী ৫০০ জন লোককে হারিয়েছিল।
  • (৩) বদায়ুনী বলেছেন যে, যুদ্ধে ৫০০ জন নিহত হয়েছিল, যার মধ্যে ১২০ জন মুসলমান ছিল।
  • (৪) পরবর্তীতে রাজস্থানী ইতিহাসবিদরা যুদ্ধের মাত্রার উপর জোর দেওয়ার জন্য হতাহতের সংখ্যা ২০০০০ -এ উন্নীত করেছেন।

হলদিঘাটের যুদ্ধক্ষেত্রের নাম রক্ততালাই

যুদ্ধক্ষেত্রে এত রক্তপাত হয় যে সেই জায়গা আজও রক্ততলাই নামে পরিচিত।

হলদিঘাটের যুদ্ধ পরবর্তী অবস্থা

  • (১) রানা প্রতাপ সফলভাবে পালাতে সক্ষম হওয়ায় দুটি শক্তির মধ্যে অচলাবস্থা ভাঙতে এই যুদ্ধ ব্যর্থ হয়। পরবর্তীকালে, আকবর রানার বিরুদ্ধে অবিরাম অভিযান পরিচালনা করে গোগান্ডা, উদয়পুর এবং কুম্ভলগড় সবই তার নিয়ন্ত্রণে চলে আসে।
  • (২) ১৫৭৯ খ্রিস্টাব্দের পর মুঘলদের লক্ষ্য সাম্রাজ্যের অন্যান্য অংশে স্থানান্তরিত হয়, যা রানা প্রতাপকে তার রাজ্যের পশ্চিম অংশে হারিয়ে যাওয়া অনেক অঞ্চল পুনরুদ্ধারের সুযোগ করে দেয়। কিন্তু চিতোর এবং পূর্ব মেবারের বাকি অংশ মুঘলদের নিয়ন্ত্রণে থেকে যায়।

উপসংহার :- মৃত্যুর আগে পর্যন্ত মহারানা প্রতাপ যুদ্ধবিধ্বস্ত মেবারের সবরকম উন্নতিসাধন করেছিলেন। ১৫৯৭ খ্রিস্টাব্দের ১৯শে জানুয়ারি ৫৬ বছর বয়সে মহারানা প্রতাপ শিকার দুর্ঘটনায় মারা যান। কিন্তু দেশপ্রেম, বীরত্ব, সাহস ও দৃঢসঙ্কল্পের প্রতীকরূপে মহারানা প্রতাপ আমাদের হৃদয়ে আজও জীবিত আছেন।


প্রিয় পাঠক/পাঠিকা আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “হলদিঘাটের যুদ্ধ” পোস্টটি পড়ার জন্য। এই ভাবেই adhunikitihas.com ওয়েবসাইটের পাশে থাকুন। যেকোনো প্রশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলো করুণ এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তুলুন।

সবশেষে আপনার কাছে আমাদের অনুরোধ যদি এই পোস্টটি আপনার ভালো লেগে থাকে তাহলে Comment ও Share করে দিবেন, (ধন্যবাদ)।

(FAQ) হলদিঘাটের যুদ্ধ সম্পর্কে জিজ্ঞাস্য?

১. হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল?

১৮ জুন, ১৫৭৬ খ্রিস্টাব্দ।

২. হলদিঘাটের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল?

১৮ জুন, ১৫৭৬ খ্রিস্টাব্দে মেবারের মহারানা প্রতাপ ও মুঘল বাহিনীর মধ্যে হয়েছিল।

৩. হলদিঘাটের যুদ্ধে আকবরের সেনাপতি কে ছিলেন?

মানসিংহ।

Leave a Comment