বাকাটক রাজ বংশ

বাকাটক রাজ বংশ প্রসঙ্গে নামকরণ, প্রতিষ্ঠা, প্রথম প্রবরসেন, প্রথম রুদ্রসেন, পৃথিবী সেন, দ্বিতীয় রুদ্রসেন, নরেন্দ্র সেন ও দ্বিতীয় পৃথিবী সেন সম্পর্কে জানবো।

দক্ষিণাত্যের বাকাটক রাজ বংশ

বিষয়বাকাটক রাজ বংশ
স্থানদাক্ষিণাত্য
প্রতিষ্ঠাতাবিন্ধ্যশক্তি
শেষ রাজাদ্বিতীয় পৃথিবীসেন
বাকাটক রাজ বংশ

ভূমিকা :- বিন্ধ্য পর্বতের দক্ষিণে অবস্থিত দক্ষিণ ভারতকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। বিন্ধ্য অঞ্চল থেকে তুঙ্গভদ্রা নদী পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে দাক্ষিণাত্য এবং তুঙ্গভদ্রার দক্ষিণের অঞ্চলকে সুদূর দক্ষিণ বলা হয়। এই দাক্ষিণাত্যের ইতিহাসে বাকাটক রাজবংশ ছিল বিশেষ উল্লেখযোগ্য।

বাকাটক রাজবংশের নামকরণ

ডঃ কে. পি. জয়সোয়ালের মতে, বাকাটকরা আদিতে বুন্দেলখণ্ডের ওরছা রাজ্যের বাগাত অঞ্চলে বসবাস করত। সেই সূত্রে এদের নাম হয় বাকাটক। অধ্যাপক মিরাশি বলেন যে, বাক্যটকরা ছিল দক্ষিণ ভারতীয়।

বাকাটক রাজবংশের প্রতিষ্ঠাতা

দক্ষিণাত্যের বাকাটক বংশের স্থাপয়িতা বিন্ধ্যশক্তির বংশ পরিচয় সম্পর্কে সঠিক কিছু জানা যায়নি। সাধারণত মনে করা হয় যে, তিনি বিষ্ণুবৃন্ধ গোত্রের অন্তর্ভুক্ত ব্রাহ্মণ ছিলেন। তিনি প্রথমে সাতবাহন রাজাদের সামন্ত হিসেবে জীবন আরম্ভ করেন এবং সাতবাহন শক্তি দুর্বল হলে খ্রিস্ট পূর্ব তৃতীয় শতকে স্বাধীনতা ঘোষণা করেন।

বাকাটক রাজবংশের রাজা প্রথম প্রবরসেন

  • (১) এর পর প্রথম প্রবরসেন তার রাজ্যসীমাকে নর্মদা তীর পর্যন্ত বিস্তার করেন এবং সাতপুরা পর্বতমালা অঞ্চলে তার রাজধানী স্থাপন করেন। তাঁর পুত্রকে তিনি ভরাশিব রাজা ভবনাগের কন্যার সঙ্গে বিবাহ দিয়ে তাঁর ক্ষমতা ও মর্যাদা বৃদ্ধি করেন।
  • (২) প্রথম প্রবরসেন চারটি অশ্বমেধ যজ্ঞ করেন। তাঁর মৃত্যুর পর বাকাটক বংশ কয়েকটি শাখায় ভাগ হয়ে যায়। এখানে প্রধান শাখার ইতিহাস আলোচনা করা হল।

বাকাটক রাজবংশের রাজা প্রথম রুদ্রসেন

  • (১) প্রথম প্রবরসেনের পর প্রথম রুদ্রসেন বাকাটক সিংহাসনে বসেন। তার মাতা ছিলেন নাগরাজ বংশের কন্যা। এই সূত্রে বাকাটক বংশে শৈব প্রভাব পড়ে। সম্ভবত গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের আক্রমণে রুদ্রসেন পরাজিত হন এবং নাগপুর বা মধ্যভারত গুপ্ত সম্রাটের অধিকারে চলে যায়।
  • (২) এর পর বাকাটক শক্তি পুরোপুরি দক্ষিণী শক্তিতে পরিণত হয়। তবে সমুদ্রগুপ্ত প্রকৃতই রুদ্রসেনকে পরাস্ত করেন কিনা এ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। এলাহাবাদ প্রশস্তির রুদ্রদেব, রুদ্রদেব বাকাটক ছিলেন কিনা তাতে সন্দেহ আছে।

দক্ষিণাত্যের বাকাটক রাজবংশের রাজা পৃথিবীসেন

রুদ্রসেনের পর পৃথিবীসেন সিংহাসনে বসেন। তিনি কুন্তল দেশ জয় করেন।

বাকাটক রাজবংশের রাজা দ্বিতীয় রুদ্রসেন

  • (১) এর পর দ্বিতীয় রুদ্রসেন সিংহাসনে বসেন। তিনি গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত -এর কন্যা প্রভাবতী গুপ্তকে বিবাহ করেন। এর ফলে বাকাটকদের আনুকুল্য নিয়ে দ্বিতীয় চন্দ্রগুপ্ত গুজরাটের শক শক্তিকে পরাস্ত করতে সক্ষম হন।
  • (২) প্রভাবতী গুপ্তের মাধ্যমে বাকাটক বংশে বৈষ্ণব প্রভাব বৃদ্ধি পায়। দ্বিতীয় রুদ্রসেনের মৃত্যু হলে প্রভাবতী গুপ্ত তাঁর নাবালক পুত্রদের স্বপক্ষে ১৩ বছর রাজত্ব চালান। দ্বিতীয় রুদ্রসেন সিংহাসনে বসে বেরার দখল করেন। তিনি সেতুবন্ধ কাব্য রচনা করেন।

বাকাটক রাজবংশের রাজা নরেন্দ্র সেন

তার পর নরেন্দ্রসেন বাকাটক সিংহাসনে বসেন। তিনি কোশল, মালব ও মেকলা জয় করেন বলে তাঁর শিলালিপিতে দাবী করা হয়।

বাকাটক রাজবংশের রাজা দ্বিতীয় পৃথিবীসেন

নরেন্দ্রসেনের পুত্র দ্বিতীয় পৃথিবীসেন ছিলেন বাকটিক বংশের শেষ বিখ্যাত রাজা। তিনি ছিলেন বিষ্ণুর উপাসক। ৪৮০ খ্রীঃ তাঁর মৃত্যু হয়।

উপসংহার :- বাকাটক বংশের শাখা হিসেবে বৃৎসগুল্ম রাজ্যে প্রথম প্রবরসেনের পুত্র সর্বসেন একটি রাজ্য স্থাপন করেন। তিনি প্রাকৃত ভাষায় হরিবিজয় কাব্য রচনা করেন। তার পুত্র দ্বিতীয় বিন্ধ্যশক্তি দক্ষিণ বেরার, হায়দরাবাদ অঞ্চলে রাজত্ব করতেন। তারপর একাদিক্রমে দ্বিতীয় প্রবরসেন, হরিসেন রাজত্ব করেন।

(FAQ) বাকাটক রাজ বংশ সম্পর্কে জিজ্ঞাস্য?

১. বাকাটক রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

বিন্ধ্যশক্তি।

২. কোন বাকাটক রাজা চারটি অশ্বমেধ যজ্ঞ করেন?

প্রথম প্রবর সেন।

৩. কোন বাকাটক রাজা প্রভাবতী গুপ্ত কে বিবাহ করেন?

দ্বিতীয় রুদ্রসেন।

৪. প্রভাবতী গুপ্ত কে ছিলেন?

গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যা।

Leave a Comment