আলাউদ্দিন ফিরোজ শাহ

সুলতান আলাউদ্দিন ফিরোজ শাহ প্রসঙ্গে সিংহাসনে আরোহন, আরব গ্রন্থাকারের বর্ণনা, মূদ্রা প্রচলন, মুদ্রার সাক্ষ্য, নতুন সুলতানের মুদ্রা ও ইলিয়াস শাহী বংশের অবসান সম্পর্কে জানবো।

সুলতান আলাউদ্দিন ফিরোজ শাহ

সুলতানআলাউদ্দিন ফিরোজ শাহ
বংশইলিয়াস শাহী বংশ
প্রতিষ্ঠাতাশামসুদ্দিন ইলিয়াস শাহ
পূর্বসূরিশিহাবউদ্দিন বায়োজিদ শাহ
উত্তরসূরিরাজা গণেশ
সুলতান আলাউদ্দিন ফিরোজ শাহ

ভূমিকা :- বাংলায় ইলিয়াস শাহী বংশের একজন সুলতান ছিলেন আলাউদ্দিন ফিরোজ শাহ। তার মৃত্যুর পর সাময়িক ভাবে ইলিয়াস শাহী বংশ ক্ষমতাচ্যুত হয়।

আলাউদ্দিন ফিরোজ শাহর সিংহাসনে আরোহণ

মুদ্রার সাক্ষ্য থেকে দেখা যায় শিহাবউদ্দিন বায়োজিদ শাহের মৃত্যুর পর সিংহাসনে আরোহণ করেন তাঁর পুত্র আলাউদ্দিন ফিরোজ শাহ।

বাংলার সুলতান আলাউদ্দিন ফিরোজ শাহ নামের উল্লেখ

কোনো ঐতিহাসিক বিবরণীতে এই আলাউদ্দিন ফিরোজ শাহের নাম পাওয়া যায় না।

সুলতান আলাউদ্দিন ফিরোজ শাহ সম্পর্কে আরব গ্ৰন্থাকারের অভিমত

আরব গ্রন্থকার ইকা-ই-হজরত-এর মতে, রাজা গণেশ শিহাবউদ্দিনের মৃত্যুর পরে তাঁর শিশুপুত্র আলাউদ্দিনকে সিংহাসনে বসিয়েছিলেন এবং তাঁকে নাম মাত্র রাজা করে রেখে নিজেই রাজ্যশাসন করেন।

আলাউদ্দিন ফিরোজ শাহ কর্তৃক মুদ্রা প্রচলন

সুলতান আলাউদ্দিন ফিরোজ শাহের ৮১৭ হিজরায় বা ১৪১৪-১৫ খ্রিস্টাব্দে মুদ্রা প্রচলিত হয়েছিল সাতগাঁও থেকে।

বাংলার সুলতান আলাউদ্দিন ফিরোজ শাহ সম্পর্কে মুদ্রার সাক্ষ্য

এই মুদ্রার সাক্ষ্য থেকে বলা যায় যে আলাউদ্দিন ফিরোজ শাহ ১৪১৪ খ্রিস্টাব্দে পিতা বায়োজিদ শাহের মৃত্যু হলে সিংহাসনে আরোহণ করেন।

নতুন সুলতান আলাউদ্দিন ফিরোজ শাহর মুদ্রা

৮১৮ হিজরায় এক নতুন সুলতান জালালউদ্দিন মহম্মদের নামে মুদ্রা শুরু হয়েছে দেখা যায়।

ইলিয়াস শাহী বংশের অবসান

বাংলাদেশের ইতিহাস গ্রন্থে বলা হয়েছে আলাউদ্দিন কয়েক মাস রাজত্ব করার পর ভাতুড়িয়ার জমিদার গণেশ কর্তৃক সিংহাসনচ্যুত হন এবং ইলিয়াস শাহী বংশের অবসান ঘটে।

উপসংহার :- এই সময়ে বঙ্গদেশের ইতিহাসে রাজা গণেশের উত্থান এক বিতর্কের সূচনা করেছে।

(FAQ) সুলতান আলাউদ্দিন ফিরোজ শাহ সম্পর্কে জিজ্ঞাস্য?

১. আলাউদ্দিন ফিরোজ শাহের মুদ্রা কোথা থেকে প্রচলিত হয়?

সাতগাঁও।

২. কার মৃত্যুর পর ইলিয়াস শাহী শাসনের সাময়িক বিরতি ঘটে?

আলাউদ্দিন ফিরোজ শাহ।

৩. কাকে সিংহাসনচ্যুত করে রাজা গণেশ ক্ষমতা দখল করেন?

আলাউদ্দিন ফিরোজ শাহ।

Leave a Comment