আব্দুল কাদির বদাউনি

মুঘল যুগের ঐতিহাসিক ও অনুবাদক আব্দুল কাদির বদাউনি -র জন্ম, শিক্ষা, বদায়ুন প্রদেশে গমন, মুসলিম রহস্যবাদীদের ওপর অধ্যয়ন, আকবরের ধর্মসভা যোগদান, ধর্মনিরপেক্ষতার পরিচয়, গ্ৰন্থ রচনা, গ্ৰন্থের প্রথম মুদ্রিত প্রকাশ, ইংরেজি অনুবাদ, অনুবাদ রচনা, জনপ্রিয় সংস্কৃতি ও তার মৃত্যু সম্পর্কে জানবো।

মুঘল যুগের ঐতিহাসিক আব্দুল কাদির বদাউনি প্রসঙ্গে আব্দুল কাদির বদাউনির জন্ম, আব্দুল কাদির বদাউনির শিক্ষা, আব্দুল কাদির বদাউনির আকবরের ধর্মীয় অফিসে যোগদান, আব্দুল কাদির বদাউনির ধর্মনিরপেক্ষতার পরিচয়, আব্দুল কাদির বদাউনির গ্ৰন্থ রচনা, আব্দুল কাদির বদাউনির অনুবাদ রচনা, আব্দুল কাদির বদাউনির মৃত্যু ও জনপ্রিয় সংস্কৃতিতে আব্দুল কাদির বদাউনি।

ঐতিহাসিক ও অনুবাদক আব্দুল কাদির বদাউনি

ঐতিহাসিক চরিত্রআব্দুল কাদির বদাউনি
জন্ম১৫৪০ খ্রিস্টাব্দ
জন্মস্থানবদায়ুন, ভারত
পরিচিতিঐতিহাসিক ও অনুবাদক
গ্ৰন্থমুনতাখাব-উৎ-তওয়ারীখ
মৃত্যু১৬০৫ খ্রিস্টাব্দ
মৃত্যুস্থানআগ্রা, ভারত
আব্দুল কাদির বদায়ুনী

ভূমিকা :- ইতিহাসবিদ ও অনুবাদক এবং মুঘলদের সাম্রাজ্যের মধ্যে বসবাসকারী একজন ঐতিহাসিকও অনুবাদক ছিলেন আব্দুল কাদির বদায়ুনী।

আব্দুল কাদির বদাউনির জন্ম

১৫৪০ খ্রিস্টাব্দে ভারতের উত্তরপ্রদেশের বদায়ুনে আব্দুল কাদির বদায়ুনী জন্মগ্ৰহণ করেন।তার পিতার নাম মুলুক শাহ।

আব্দুল কাদির বদাউনির শিক্ষা

তিনি সম্বল ও আগ্রায় অধ্যয়নকরার সময় বাসাভারে বসবাস করতেন। তিনি আবুল ফজল -এর পিতা শেখ মুবারকের কাছেও শিক্ষা গ্ৰহণ করেছিলেন।

আব্দুল কাদির বদাউনির প্রদেশে গমন

১৫৬২ সালে পরবর্তী নয় বছরের জন্য যুবরাজ হোসেন খানের চাকরিতে প্রবেশের জন্য পাতিয়ালায় চলে যাওয়ার আগে তিনি বদায়ুনে চলে যান।এই শহরের নামানুসারে তার নামকরণ করা হয়েছিল।

মুসলিম রহস্যবাদীদের ওপর আব্দুল কাদির বদাউনির অধ্যয়ন

তার পরবর্তী বছরগুলোতে তিনি  মুসলিম রহস্যবাদীদের নিয়ে অধ্যয়ন পরিচালনা করেছিলেন।

আকবরের ধর্মীয় অফিসে আব্দুল কাদির বদাউনির যোগদান

১৫৭৪ সালে মুঘল সম্রাট আকবর তাকে রাজদরবারে ধর্মীয় অফিসে নিযুক্ত করেন।এখানে তিনি তার কর্মজীবনের বেশিরভাগ সময় অতিবাহিত করেন।

আব্দুল কাদির বদাউনির ধর্মনিরপেক্ষতার পরিচয়

আব্দুল কাদির বদায়ুনী শেরশাহইসলাম শাহ -এর প্রশংসা করে নিজের ধর্মনিরপেক্ষতার পরিচয় দিয়েছেন।

আব্দুল কাদির বদাউনির গ্ৰন্থ রচনা

আব্দুল কাদির বদায়ুনী ১৫৯৫ সালে মুনতাখাব-উৎ-তওয়ারীখ (ইতিবৃত্তের নির্বাচন) বা তারিখ-ই-বদায়ুনি (বদায়ুনীর ইতিহাস) লিখেছেন। তিন খণ্ডের এই রচনাটি ভারতের মুসলমানদের একটি সাধারণ ইতিহাস।

(১) তারিখ-ই-বদায়ুনি গ্ৰন্থের প্রথম খণ্ড

বদায়ুনির এই গ্ৰন্থের প্রথম খণ্ডে বাবর এবং হুমায়ুন -এর একটি বিবরণ রয়েছে।

(২) তারিখ-ই-বদায়ুনি গ্ৰন্থের দ্বিতীয় খণ্ড

আকবরের রাজত্বকাল সম্পর্কে আলোচিত গ্ৰন্থের দ্বিতীয় খণ্ডটি আকবরের মৃত্যুর আগে পর্যন্ত গোপন রাখা হয়েছিল এবং জাহাঙ্গীর -এর রাজত্বের পর প্রকাশিত হয়েছিল।

(৩) তারিখ-ই-বদায়ুনি গ্ৰন্থের তৃতীয় খণ্ড

তারিখ-ই-বদায়ুনি গ্ৰন্থের তৃতীয় খণ্ডে মুসলিম ধর্মীয় ব্যক্তিত্ব, পণ্ডিত, চিকিৎসক ও কবিদের জীবন ও কর্মের বর্ণনা রয়েছে।

তারিখ-ই-বদায়ুনীর প্রথম মুদ্রিত সংস্করণ

এই রচনাটির প্রথম মুদ্রিত সংস্করণ ১৮৬৫ সালে কলেজ প্রেস, কলকাতা থেকে প্রকাশিত হয়েছিল।

আব্দুল কাদির বদাউনির গ্রন্থের ইংরেজি অনুবাদ

পরবর্তীতে G. S. A. দ্বারা এই গ্ৰন্থের ইংরেজিতে অনুবাদ করা হয়েছিল, যা এশিয়াটিক সোসাইটি তাদের বিবলিওথেকা ইন্ডিয়াকা সিরিজের অংশ হিসাবে ১৮৮৪ এবং ১৯২৫ সালের মধ্যে প্রকাশ করেছিল।

আব্দুল কাদির বদাউনির অনুবাদ রচনা

তিনি হিন্দু রচনা রামায়ণ ও মহাভারত (রজমনামা) অনুবাদ করেন।

আব্দুল কাদির বদাউনির মৃত্যু

১৬০৫ খ্রিস্টাব্দে আগ্ৰা শহরে আব্দুল কাদির বদায়ুনী মৃত্যুবরণ করেন।

জনপ্রিয় সংস্কৃতিতে আব্দুল কাদির বদাউনি

ভারত এক খোজ সিরিয়ালে ইরফান খান খাজা নিজামুদ্দিন আহমেদের চরিত্রে অভিনয় করেছেন।

উপসংহার :- মুঘল যুগের ইতিহাস চর্চায় বদায়ুনী এক গুরুত্বপূর্ণ স্থানের অধিকারী।ইতিহাসে তিনি গোঁড়া ও কট্টর সমালোচক হিসেবে বিখ্যাত হয়ে আছেন।


প্রিয় পাঠক/পাঠিকা আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “আব্দুল কাদির বদাউনি” পোস্টটি পড়ার জন্য। এই ভাবেই adhunikitihas.com ওয়েবসাইটের পাশে থাকুন। যে কোনো প্রশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলো করুণ এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তুলুন।

সবশেষে আপনার কাছে আমাদের অনুরোধ যদি এই পোস্টটি আপনার ভালো লেগে থাকে তাহলে Comment ও Share করে দিবেন, (ধন্যবাদ)।

(FAQ) আব্দুল কাদির বদাউনি সম্পর্কে জিজ্ঞাস্য?

১. কখন কোথায় আব্দুল কাদির বদাউনি জন্মগ্ৰহণ করেন?

১৫৪০ খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের বদায়ুনে।

২. মুনতাখাব-উৎ-তওয়ারীখ গ্ৰন্থটি কার লেখা?

আব্দুল কাদির বদাউনি।

৩. বদায়ুনী আকবরের ধর্মীয় অফিসে যোগদান করেন কখন?

১৫৭৪ খ্রিস্টাব্দে।

৪. কোন স্থানের নামানুসারে ঐতিহাসিক বদায়ুনীর নামকরণ করা হয়?

উত্তরপ্রদেশের বদায়ুন অঞ্চলের নামে।

অন্যান্য ঐতিহাসিক চরিত্রগুলি

Leave a Comment